
ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল মঙ্গলবার আড়াইহাজারে উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলোনা বললেই চলে। প্রায় প্রতিটি কেন্দ্রই সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল। বেড়া বাড়লে ভোটার উপস্থিতি হবে বলে প্রিজাইডিং অফিসারা দাবী করলে ভোট কেন্দ্রের চিত্র ছিল উল্টো। উপজেলার বিভিন্ন এলাকায় ১৩৯টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল। ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৪৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৭৫ হাজার ২২জন। নারী ভোটার রয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩জন। বিকাল ৩টার দিকে (দোয়াত কলম ) প্রতীকের প্রার্থী শাহজালাল মিয়া নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে অনেক কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়াসহ তাদের মারধর করার অভিযোগ এনে পুরনায় আবার নির্বাচনের দাবী জানিয়ে (চলমান) নির্বাচন বর্জন করেছেন। এসময় তিনি অনিয়মের নানা চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সকাল থেকে তার এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দিয়েছে। বিভিন্ন ভোট কেন্দ্রে প্রকাশ্যে ভোট মেরেছে তার প্রতিদ্ধ›িদ্ব প্রার্থীর লোকজন। তিনি আরও বলেন, অনেক কেন্দ্রে ভোটের হার ৫ শতাংশ। কোন কোন কেন্দ্রে তার চেয়ে কয়েকগুন বেশী। ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি প্রর্দন করা হয়েছে। এখানে তার সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করেছেন (ঘোড়া) প্রতীকের প্রার্থী স্থানীয় আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম স্বপন ও (আনারস) প্রতীকের প্রার্থী সাবেক ভিপি কাজী সুজন ইকবাল। এরই মধ্যে বিনাপ্রতিদ্ব›দ্বীতা ভাইস ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলার ৬২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে শাহীন বলেন, ভোটের পরিবেশ বেশ ভালোই ছিল কিন্তু ভোটার উপস্থিতি অনেক কম। এমন ধরনের ভোট কয়েক বছর ধরেই হচ্ছে। ভোটের প্রতি মানুষের আগ্রহ নেই। ১নং কামরানীর চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট প্রদান শেষে আড়াইহাজার পৌরসভার কাউন্সিলর শুভ বলেন, এলাকায় কৃষকরা ধান কাটাসহ বিভিন্ন কাজের ব্যস্তায় ভোট কেন্দ্রে ধীরে ধীরে আসছেন। তবে বেলা শেষে ৬০ থেকে ৭০ শতাংশ ভোট কাস্ট হবে। আড়াইহাজার উপজেলার ৯৯ নং দাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে স্বপ্না রানী বলেন, সকালে নারী ভোটাররা রান্নার কাজে ব্যস্ত রয়েছেন। এতে ভোট কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি কম। এই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেন, ৩ হাজারের বেশী ভোটার রয়েছে। এখানে বেলা ১২টায় ভোট কাস্ট করা হয়েছে প্রায় দুই শতাধিক। স্থানীয় জামিয়া আরাবিয়া শিবপুর মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গিয়াস উদ্দিন সরকার বলেন, এখনতো সকাল সাড়ে ৮টা বাজে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। ৬২ নং আড়াইহাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার জান্নাতুল বুশরা বলেন, ধান টাকার কারণে ভোটারটার কেন্দ্রে আসছেনা। বেলা শেষে ভোটাররা কেন্দ্রে আসবেন। এদিকে স্থানীয় খাগকান্দা ইউনিয়নের ১২০নং ভোট কেন্দ্রে ( দোয়াত কলম ) প্রতীকের এজেন্টকে মারধর করার অভিযোগে জাইদুল করিম ভূঁইয়া নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি স্থানীয় লক্ষীপুরা এলাকার মৃত শমুর উদ্দিন ভূঁইয়ার ছেলে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯