
ডান্ডিবার্তা রিপোর্ট
নগরীর অত্যন্ত ব্যস্ততম মাসদাইরে কাউন্সিলরের বাড়ির সামনে পুরো সড়ক বন্ধ করে মাঝপথে ট্রাক থামিয়ে জনভোগান্তির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে। সড়কের দু-পাশে বাশ দিয়ে আটকিয়ে ট্রাক থামিয়ে টিসিবির পণ্য বিতরণ করছেন তিনি। জানা গেছে, টিসিবির পণ্য আসলেই সড়কটির এ অংশ মধ্য করে পণ্য বিতরণ করা হয়। ফলে এ সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুরের পর থেতে গভীর রাত পর্যন্ত থাকে এ যানজট। ২০/২৫ ফুট চওড়া এ সড়কটিতে বড় দুটি ট্রাক থামিয়ে পণ বিতরণ করে কাউন্সিলরের লোকজন। এ সময়ে যান চলাচলে তীব্র বাধার সৃষ্টি হয়। রাস্তার দু পাশে অসংখ্য রিক্সা, অটোরিক্সা ও মিশুক আটকে থাকে। এতে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় চলাচলকারীদের। ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, কাউন্সিলর খোরশেদের কমন সেন্সের যথেষ্ট ঘাটতি রয়েছে। তা নাহলে কি, এতো গুরুত্বপূর্ণ একটি সড়কের উপর ট্রাক থামিয়ে ও শত শত মানুষের ভীড় জমিয়ে রাস্তা বন্ধ করে কেউ টিসিবির পণ্য বিক্রয় করে? সরেজমিনে দেখা যায়, মাসদাইরে কাউন্সিলরের বাড়ির সামনেই ট্রাক থামিয়ে পণ্য বিতরণ করছে ডিলার। এসময় ট্রাকের সামনে শতাধিক পুরুষ ও শতাধিক নারীকে দাড়িয়ে থাকতে দেখা যায়। তারা টিসিবির পণ্য নিতে লাইনে দাড়িয়েছেন। সড়কটির দু পাশেই ব্যাপক যানজট চোখে পড়ে এসময়। এ বিষয়ে কাউন্সিলর খোরশেদের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি বিরক্ত প্রকাশ করেন। এসময় তিনি বলেন, সরকারী কাজ কোথায় করবো?
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯