আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | দুপুর ১২:১১

তিন উপজেলায় জয় পরাজয়ে যারা

ডান্ডিবার্তা | ২২ মে, ২০২৪ | ১২:২৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাবিবুর রহমান, আড়াইহাজার উপজেলায় সাইফুল ইসলাম স্বপন ও সোনারগাঁ উপজেলায় মাহফুজুর রহমান কালাম চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ভোট গণনার পর রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি এ ফলাফল ঘোষণা করেন। রূপগঞ্জে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান ১ লাখ ১৮ হাজার ভোট পেয়েছেন। তার বিপরীতে আবু হোসেন ভ‚ঞা (রানু) পেয়েছেন ২০ হাজার ৪৩৪ ভোট। আড়াইহাজারে ঘোড়া প্রতীকে মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন ১ লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শাহজালাল মিয়া দোয়াত-কলম প্রতীকে য়েছেন ১৩ হাজার ১৩২ ভোট। সোনারগাঁয়ে ১৪২ কেন্দ্রের ফলাফলে বিজয়ী ঘোড়া প্রতীকে মাহফুজুর রহমান কালাম। কালাম পেয়েছেন ৮১ হাজার ৯৫৯ ভোট। নিকটতম প্রতিদ্ব›দ্বী বাবুল হোসেন ওমর পেয়েছেন ৭৫ হাজার ৬২৫ ভোট। রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন ছিলেন। তারা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভ‚ঞা (আনারস) ও হাবিবুর রহমান (দোয়াত-কলম)। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। আড়াইহাজার উপজেলায় প্রতিদ্ব›দ্বীতা করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া (দোয়াত-কলম), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া)। এ উপজেলাও ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিদা মোশারফ বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান পদে লড়েছেন চারজন। তারা হলেন- সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু (মোটরসাইকেল) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত-কলম)। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন আবুল ফয়েজ শিপন (চশমা), এম জাহাঙ্গীর হোসেন ভ‚ঁইয়া (টিউবওয়েল), মাছুম চৌধুরী (তালা) ও আজিজুল ইসলাম (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ফরিদা পারভীন (ফুটবল) ও মাহমুদা আক্তার (হাঁস)। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি সকাল ৯ টায় রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে তিনি ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বলেন, আমি সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি। জনগন সুষ্ঠু পরিবেশে কেন্দ্রে এসে সুশৃঙ্খল ভাবে ভোট দিচ্ছে। আমি কোনো প্রকার বিশৃঙ্খলা চাই না। এদিকে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান সকাল সাড়ে ৮টায় একই কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি বলেন, আমার কারও বিরুদ্ধে কোন অভিযোগ নাই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা