আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | দুপুর ১২:২৪

স্বার্থের জন্য নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছড়ি

ডান্ডিবার্তা | ২২ মে, ২০২৪ | ১২:২৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচনে অংশ নিতে চাওয়া হেভিওয়েট দুই প্রার্থীদের নিয়ে একের পর এক নানা বিতর্কিত তথ্য বের হয়ে আসছে। যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে। নির্বাচনে অংশ নিতে চাওয়া দুজনই ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের আস্থাভাজন, তারপরও একজন অপরজনকে পরোক্ষভাবে বেঈমান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চাইছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম সম্প্রতি তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি কারো নাম উল্লেখ না করে, নেতার সাথে যারা বেঈমানী করে তাদের থেকে সকলকে সাবধান থাকতে বলেন। তিনি কারো নাম উল্লেখ না করলেও সাজনু-হেলালকেই ইঙ্গিত করেছেন বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষক মহলের। এরপরই “নারায়ণগঞ্জের রাজনীতি” নামক একটি ফেসবুক আইডি থেকে শাহ নিজামকে বেঈমান আখ্যায়িত করে একটি দীর্ঘ স্ট্যাটাস দেয়া হয়। যা এখন টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। সেই স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, শতাব্দীর মহানায়ক, জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, ফখরুদ্দিন-মইনুদ্দিনের শাসনামলে জেলখানায় যখন বন্দী, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নিউক্লিয়াস আপামর জনসাধারণের নেতা এ কে এম শামীম ওসমান ভাই তখন মিথ্যা মামলায় জর্জরিত হয়ে বিদেশে অবস্থান করছিলেন। ঠিক সেই মুহূর্তে কুরাইশির কিংস পার্টির সেগুনবাগিচার অফিসে জাতীয় দলের এক সাবেক ফুটবলারের মাধ্যমে শাহ্ নিজাম সেখানে সেই সভায় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য রাখেন। অপরদিকে, জননেতা এ কে এম শামীম ওসমানের অবর্তমানে শামীম ভাইয়ের নির্দেশে মহানগর আওয়ামী লীগের সফল সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ভাই, মহানগর যুবলীগের সংগ্রামী সভাপতি শাহাদাৎ হোসেন ভ‚ঁইয়া সাজনু ভাই, জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এহসানুল হাসান নিপু ভাই, মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি জুয়েল হোসেন জুয়েল ভাই এবং ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি রবিউল ভাইয়ের নেতৃত্বে ২০০৭ সালের ২২ আগস্ট জরুরী আইনের মধ্যে ঢাকা চিটাগাং রোড তথা পূর্বাঞ্চলের রাস্তা বন্ধ করে দেয়া হয় নেত্রীর মুক্তির দাবিতে। ফলশ্রুতিতে হাজার হাজার যুবকের নয়নের মনি, মানবতার রেলগাড়ি মহানগর যুবলীগের সংগ্রামী সভাপতি শাহাদাৎ হোসেন ভ‚ঁইয়া সাজনু ভাইকে র‌্যাব গ্রেপ্তার করে অমানুষিক নির্যাতন চালায়, নির্যাতনের একপর্যায়ে ২ পায়ের দশ আঙ্গুলে সূচালো সুই ঢুকানো হয়, সমস্ত পায়ের মাংসপেশীতে পিটিয়ে ফোসকা ফেলানোর পর জেলখানায় নিক্ষিপ্ত করা হয়। যারা জরুরী আইনের সময় শামীম ভাইয়ের অবর্তমানে শামীম ভাইয়ের নির্দেশে পাগলের মতো নির্দেশনা পালন করেন, আর যারা কুরাশির মিটিংয়ে সেগুনবাগিচা নেত্রীর বিরুদ্ধে বক্তব্য রাখেন মূলত সেই বক্তব্য প্রদানকারী কারীর বিরুদ্ধে সদর উপজেলা বাসী সিদ্ধান্ত নিবে বেঈমান কে? এর আগে, শাহ নিজাম ফেসবুকে যেই স্ট্যাটাস দিয়েছিলেন তা হলো, যাকে দিয়ে পরিচিতি, যাকে দিয়ে প্রতিষ্ঠিত, যাকে দিয়ে সে নিজেও আজ নেতা, সে যদি সেই নেতার সাথে বেঈমানী করে আপনাদের আপন হতে চায়, সেখানে আপনারা কতোটা প্রতারিত হবেন আগামীতে একটু ভেবে দেখবেন। নেতা আমাদের চিনে বলেই আমরা আপনাদের কাছে সন্মানিত। যে বেঈমান, যে বিশ্বাসঘাতক সে সর্বদা একি কাজ করবে। বিবেচনা আপনাদের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা