আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | দুপুর ১২:১৩

না’গঞ্জে জাপার বেহাল অবস্থা

ডান্ডিবার্তা | ২৪ মে, ২০২৪ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
প্রয়াত সাংসদ নাসিম ওসমানের হাতে গড়া নারায়ণগঞ্জ জাতীয়পার্টি হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে নারায়ণগঞ্জে জাতীয়পার্টি নেই। মাত্র কয়েকজন কাউন্সিলর আর চেয়ারম্যানের মধ্যে সীমাদ্ধ রয়ে গেছে নারায়ণগঞ্জ জাতীয়পার্টি। জাতীয়পার্টি বর্তমানে সরকারের বিরোধী দল হলেও তাদের কোন কর্মক্রম নেই। তারা সরকারের গঠনমূলক সমালোচনা করার চেয়ে দলের এমপি বা চেয়ারম্যানরা সরকারের চাটুকারিতায় ব্যস্ত। ৪র্থ বার আওয়ামীলীগ সরকার ক্ষমতায় কিন্তু জাতীয়পার্টি ২ ট্রাম ধরে সরকারের বিরোধী দলের দায়িত্ব নিলেও তারা বিরোধী দলের ভ’মিকায় না থেকে সরকারি দলের চাটুকারিতা করে সময় পার করছেন। বর্তমানে দেশের যে অবস্থা যেমন দ্রব্যমূল্যের উর্ধগতিসহ বিভিন্ন সমস্যাগুলি জনগনের সামনে তুলে ধরার যে দায়িত্ব তাদের কাঁধে রয়েছে তা তারা বেমারুম ভুলে গেছেন। তারা শুধু সরকারের প্রসংশায় ব্যস্ত। এতে করে সরকারের ভুলগুলি ভুলের মধ্যেই রয়ে যাচ্ছে। এদিকে নারায়ণগঞ্জে জাতীয়পার্টির কোন অফিস নেই। বন্দরে একটি অফিস করলেও সেখানে জেলা পর্যায়ের নেতাদের কোন আনাঘোনা নেই। কখনো মিলাদ বা সরকারের প্রসংসা করতে মিটিং করলে তখন কয়েকজন নেতার মুখ দেখা যায়। অধিকাংশ নেতাই সে অফিসে পা রাখেন না। নাসিম ওসমান যখন জীবীত ছিলেন তখন নারায়ণগঞ্জ শহরে জাতীয়পার্টর অফিস ছিল। তখন এ অফিসে নেতাকর্মীদের পদচারনায় মুখরিত থাকত। চাঙ্গা ছিল জাতীয়পার্টি। তখন নারায়ণগঞ্জে জাতীয়পার্টি ছিল চাঙ্গা। নাসিম ওসমান মৃত্যুর পর ধীরে ধীরে জাতীয়পার্টি দুর্বল হতে শুরু করে। হারিয়ে যায় শহরের সেই অফিস। কিন্তু জাতীয়পার্টির নেতারা আর শহরে অফিস করতে পারেনি। ধরে রাখতে পারেনি নারায়ণগঞ্জে জাতীয়পার্টির ঐতিহ্য। দেখা যায় আওয়ামীলীগের বিভিন্ন সভা সমাবেশে আওয়ামলিীগের নেতাদের সামনেই জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদকে স্বৈরশাসক বলে আখ্যয়িত করে আওয়ামীলীগ নেতারা নিজেদের শক্তিমত্তা জানান দেখনও তাদের পাশে বসে থেকেও মুখে কুলুপ এ্যঁটে বসে থাকেন। এই হল নারায়ণগঞ্জে জাতীয়পার্টির অবস্থা। বর্তমানে যারা জাতীয়পার্টির নেতা রয়েছেন তাদের অনেকে দলের ঐতির্হও জানেন না। তাদের শুধু ধরে এনে নেতা বানানো হয়েছে। এদের মধ্যে কোন নেতার পিএসও রয়েছে। জেলা পর্যায়ে যাকে দলের দায়িত্ব দেয়া হয়েছে তার শিক্ষাহত যোগ্যতা নিয়ে রয়েছে প্রশ্ন। নারায়ণগঞ্জে জাতীয়পার্টি এত এই নাজুক অবস্থা যেখানে একজ শিক্সিত লোককে নেতৃত্ব দেয়া যায়নি। এছাড়া যিনি শিক্ষিত তাকে ষড়যন্ত্র করে সরিয়ে দেয়া হয়েছে। যার করনে নারায়ণগঞ্জ জাতীয়পার্টি হযবরল অবস্থায় রয়েছে। এ থেকে দলকে রক্ষা করতে হলে জাতীয়পার্টিকে ঢেলে সাজাতে হবে। সেই পুরনো নেতাদের দলে ফিরিয়ে আনতে হবে। আর দলের প্রতি মনোযোগি হতে হবে। তা হলে জাতীয়পার্টির জনগনের কাছে সরকারের বিরোধী দলের সুনাম অর্জন করে সাধারন মানুষের হৃদয়ে স্থান পাবে। জাতীয়পার্টির এক শীর্ষ নেতা বলেন, জাতীয়পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ জীবীত থাকাবস্থায় বন্দরের একটি জনসভায় বলেছির, নারায়ণগঞ্জ তাজীয়পার্টিন নেই এখানে আছে ওসমান পার্টি আর ওসমানলীগ। সেই ওসমান পার্টি এখন আর বেঁচে নেই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা