আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | দুপুর ১২:২৩

বছরব্যাপী নজরুলজয়ন্তী আয়োজনের উদ্বোধন

ডান্ডিবার্তা | ২৫ মে, ২০২৪ | ১০:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, নজরুলের গান-কবিতা আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ। তিনি বিভিন্ন ভাবে বাঙালি জাতিকে সমৃদ্ধ করেছেন। নজরুল যে সাম্যের কথা বলেছেন, তা কি বাংলাদেশে আছে? গতকাল শুক্রবার বিকালে কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের বছরব্যাপী নজরুলজয়ন্তী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নজরুলের বানী ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ শিরোনামে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে জয়ন্তীর উদ্বোধন করেন সৈয়দ আনোয়ার হোসেন। সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আমাদের সংবিধান বলছে প্রজাতন্ত্রের মালিক জনগণ কিন্তু বাস্তবে তা নয়। আমাদের রাজনীতি আজ জনবিচ্ছিন্ন, বৈরি। আমরা নজরুলকে স্মরণ করি কিন্তু ধারণ করি না। সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শওকত আরা হোসেন এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সংগঠনের উপদেষ্টা রফিউর রাব্বি। রফিউর রাব্বি বলেন, নজরুল ধর্ম-বর্ণ ও জাতীয়তাবাদের বিভাজন থেকে মানুষের মুক্তির কথা বললেও তাঁর জীবদ্দশায় এবং তার পরে নজরুলকেই এই ধর্মের শিকলে আবদ্ধ রাখার জন্য শাসকগোষ্ঠী এবং ধর্মান্ধরা বার বার চেষ্টা চালিয়েছে। সে ধারা এখনো অব্যাহত রয়েছে। নজরুল আমাদের জাতীয় জীবনে আচারে-আয়োজনে এখনো সমান ভাবে প্রাসঙ্গিক এবং অপরিহার্য। তিনি বলেন, নারায়ণগঞ্জের সাথে রয়েছে নজরুলের নিবিড় সম্পর্ক। এখানে বসে তিনি কবিতা লিখেছেন, গান রচনা করেছেন, সারা রাত জেগে গান করেছেন। ১৯২৬ সালে এই নারায়ণগঞ্জ থেকে তিনি নির্বাচন করেছেন। পূর্ববঙ্গ থেকে কেন্দ্রীয় আইন সভায় উচ্চ পরিষদের সদস্যপদের জন্য নির্বাচন করেছেন। তাঁর নির্বাচনী এলাকা ছিল ঢাকা-ফরিদপুর-বরিশাল-ময়মনসিংহ জেলা। এর আগে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার থেকে শোভাযাত্রা করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটভূক্ত সংগঠনের কর্মীরা ও শুভানুধ্যায়িরা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দেন। পরে অনুষ্ঠানে গান আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন জোটভূক্ত সংগঠন সমূহের শিল্পীবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা