আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | দুপুর ১২:২৪

ষড়যন্ত্রের বেড়াজাল পেরিয়ে সফল কালাম

ডান্ডিবার্তা | ২৫ মে, ২০২৪ | ১০:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
একবার নয় দুইবার নয় টানা তিনবার ব্যার্থ হওয়ার পরও সরে যাননি নির্বাচনের মাঠ থেকে। বহু ষড়যন্ত্রের বেড়াজাল পেরিয়ে ও চেষ্টা আর একাগ্রতা শেষ পর্যন্ত এনে দিয়েছে সফলতা। সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী মাহফুজুর রহমান কালাম চতুর্থ বারের চেষ্টায় এবার নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে। তার দীর্ঘ প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে এটাই প্রথমবারের মতো কোন সম্মানজনক প্রাপ্তি।চেয়ারম্যান নির্বাচিত হয়ে মাহফুজুর রহমান কালাম জানান, তুমি যদি মুমিন হও তাহলে নিরাস হইওয়া। আল্লাহ চাহে তো যে কোন সময় তোমার সফলতা আসবে। জানাগেছে, তার রাজনৈতিক জীবনে নানা উত্থান পতন এসেছে কিন্তু দৃঢ় মনোবল আর ধৈর্য্যরে পরীক্ষায় শেষ পর্যন্ত উর্ত্তীণ হয়েছেন তিনি। সোনারগাঁ ডিগ্রী কলেজে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। পরে তিনি সোনারগাঁ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। কর্মীবান্ধব এ নেতা পর পর তিনবার সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করলেও জয়ের মুখ দেখেননি। ২০০৯ সালে তিনি প্রথম বারের মতো উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেন তৎকালীন সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের আপন চাচা মো. মোশারফ হোসেনের সাথে। সে নির্বাচনে কোন দলীয় প্রতিক ছিল না। ওই নির্বাচনে মাহফুজুর রহমান কালাম প্রায় ৩০ হাজার ভোট পেয়েছিলেন কিন্তু হেভিওয়েট প্রার্থী মোশারফ হোসেনের কাছে তিনি পরাজিত হন। পরে ২০১৪ সালে তিনি দ্বিতীয় বারের মতো নির্বাচনে অংশ নেন এ নির্বাচনে মোশারফ হোসেনসহ তাকে প্রতিদ্ব›িদ্বতা করতে হয় সোনারগাঁ বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের সাথে। উক্ত নির্বাচনে বিএনপির একক প্রার্থীর কাছে পরাজিত হন মাহফুজুর রহমান কালাম ও মোশারফ হোসেন দুজনই। এ নির্বাচনে মাহফুজুর রহমান কালাম প্রায় ৩৪ হাজার ভোট পেয়েছিলেন। পরে ২০১৯ সালে তৃতীয় বারের মতো তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। এ নির্বাচনে তিনি আবারো মোশারফ হোসেনের সাথে প্রতিদ্ব›িদ্বতা করেন। তৃতীয় নির্বাচনেও তিনি হেভিওয়েট প্রার্থী মোশারফ হোসেনের কাছে পরাজিত হন। এ নির্বাচনে তিনি প্রায় ৪৩ হাজার ভোট পান। বারবার পরাজিত হলেও মাহফুজুর রহমান কালাম হাল ছাড়েননি। তিন তার লক্ষ্যে নিয়ে এগিয়ে গেছেন আত্ম বিশ্বাস নিয়ে। সেই আত্ম বিশ্বাসই মাহফুজুর রহমান কালামকে এনে দিয়েছে চুরান্ত বিজয়। এবার ২০২৪ সালের নির্বাচনে তিনি বাবুল ওমর বাবুকে পরাজিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে তিনি প্রায় ৮৩ হাজার ভোট পেয়েছেন। এ ব্যাপারে মাহফুজুর রহমান কালাম বলেন, আমি বারবার নানামুখী ষড়যন্ত্রের শিকার হয়েছি। নির্বাচন আসলেই আমাকে পরাজিত করতে ষড়যন্ত্র শুরু হয়। এবারো প্রভাবশালী রাজনীতিবিদ থেকে শুরু করে জনপ্রতিনিধিরা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কিন্তু সাধারণ জনতা ছিল আমার পক্ষে। এবার সোনারগাঁয়ে জনতার বিজয় হয়েছে। ভোটে জনতার রায় প্রকাশ পেয়েছে। আমাকে ভালবেসে সোনারগাঁয়ের মানুষ যে সম্মানের আসনে বসিয়েছেন আমি অবশ্যই এ ভালবাসার মর্যাদা দেব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা