আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৩

জাতীয় পার্টির নাম ভাঙিয়ে বেপরোয়া গুজা লিটন

ডান্ডিবার্তা | ২৬ মে, ২০২৪ | ১২:৩২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে জাতীয় পার্টির নাম ভাঙিয়ে বেপরোয়া হয়ে উঠেছে ভূমি দস্যু ও লোহাচোর গুজা লিটন। এমন অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসী জানান, এক সময় মৎস্য দলের সভাপতি ছিলেন এই লোহাচোর গুজা লিটন, সে আদমজী জুট মিলের হাজার হাজার টন লোহা প্রতি রাত্রে চুরি করতো যা এলাকার সবার জানা। আদমজী বিহারী ক্যাম্পের সেনাবাহিনীদের তৈরি সরকারী টিন ও অ্যাঙ্গেলের তৈরি ঘর থেকে প্রতি রাত্রে অ্যাঙ্গেলসহ টিন চুরি করত বলে জানান এলাকাবাসী, এখনও বিহারী ক্যাম্পের লোকদের কাছে লোহা চোর গুজা লিটনের নামে পরিচিত। এই গুজা লিটন তার বাহিনীদেরকে দিয়ে প্রায় ৭০ থেকে ৮০টি টিনশেডের ও লোহার ঘর ছিল এগুলো সে প্রতিদিন রাত্রে তার বাহিনী দিয়ে চুরি করে নিয়েছে বলে জানান এলাকাবাসী। নারায়ণগঞ্জ থেকে সিদ্ধিরগঞ্জ বিশ্ব গোডাউনে যে ঘম আসতো ট্রেনের মাধ্যমে এক সময় তা বন্ধ যায়, বন্ধ ও পরিত্যক্ত থাকা লোহার রেললাইন তার বাড়ির সামনে দিয়ে, এস ও রোড থেকে নতুন বাজার পর্যন্ত যে রেললাইন ছিল, সরকারী সে পরিতক্ত রেললাইন প্রতি রাত্রে তার বাহিনীদের দিয়ে চুরি করে বিক্রি করত বলে অভিযোগ আছে।সে তার বাহিনীকে দিয়ে, মুনলাক্স গার্মেন্টসের পিছনে চৌরাস্তায় এখনও ফেনসিডিল ও গাজার ব্যবসা করায়, গভীর রাতে বড় বড় ফেনসিডিলের চালান ও গাজার চালান পোড়াবাড়ি মসজিদের সামনে দিয়ে তার বাড়িতে প্রবেশ করে এখনও, সন্ত্রাসী গুজা লিটনের এই ফেন্সি ও গাজার ব্যবসা দেখে তার এক সহযোগী খোকন হত্যা মামলার আসামী সোহেলসহ আরো সহযোগীরা। এলাকাবাসীর অভিযোগ কিশোর গ্যাংয়ের লিডার সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি পরিচয়দানকারী লিটন ওরফে গুজা লিটন দিনদিন বেপরোয়া হয়ে উঠছে। এলাকায় এলাকায় কিশোর গ্যাং তৈরি ছাড়াও এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে মাদক ব্যবসা, আদমজী ইপিজেডে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্রের মহড়া, এলাকার ডিশ ও ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অপকর্মে লিপ্ত তিনি। নানা ঘটনায় ও অপরাধে এই সন্ত্রাসীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ১০টিরও অধিক মামলা রয়েছে।জানা যায়, একাধিকবার গ্রেফতার হলেও কারাগার থেকে বের হয়ে এসে আবারও বেপরোয়া হয়ে উঠেন সন্ত্রাসী লিটন ওরফে গুজা লিটন। বর্তমানে আদমজী ইপিজেডের বেশিরভাগ প্রতিষ্ঠানই রয়েছে লিটন ওরফে গুজা লিটনের নিয়ন্ত্রণে। কাস্টমসে শুল্ক ফাঁকি দিয়ে মালামাল বের করে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়ার অভিযোগ রয়েছে এই ছিচকে টোকাই লিটন ওরফে গুজা লিটনের বিরুদ্ধে। ইপিজেড থেকে নাম মাত্র লক্ষ লক্ষ টাকার মালামাল চুরি ও হামলা মারধরের অভিযোগসহ ১০টির অধিক বেশি মামলা রয়েছে লিটন ওরফে গুজা লিটনের বিরুদ্ধে। আদমজী ইপিজেড সূত্রে জানা যায়, আদমজী ইপিজেডে দীর্ঘদিন ধরে কিছু অসাধু কয়েক কর্মকর্তার সাথে যোগসাজশে মূল্যবান মালামাল পাচারের সঙ্গে জড়িত লিটন ওরফে গুজা লিটন গ্রæপ। ঘুষ বাণিজ্যের মাধ্যমে লিটন ওরফে গুজা লিটন দিনের পর দিন এই অপকর্ম করেই যাচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ব্যবসায়িক পার্টনার হিসেবে ইপিজেড থেকে কোটি কোটি টাকার মালামাল ইপিক গার্মেন্টস থেকে অবৈধভাবে প্রতিনিয়ত বের করছেন। শুল্ক ফাঁকি দিয়েই ঝুটের আড়ালে এইসব মালামাল বের করে নিয়ে আসা হয়। আদমজী ইপিজেডের চাওমিন গার্মেন্টস এক কন্ট্রাকদারকে চাঁদার দাবীতে মারধর করার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাও হয়েছে এই সন্ত্রাসী গুজা লিটনের বিরুদ্ধে। এলাকাবাসী জানায়, টোকাই লিটন ওরফে গুজা লিটন দরিদ্র পরিবারের সন্তান। একসময় নুন আনতে পানতা ফুরাতো। এলাকায় মাদক ব্যবসা ও ইপিজেডে আধিপত্য বিস্তার করে গড়ে তুলেন বিশাল এক ক্যাডার বাহিনী। আর এ ক্যাডার বাহিনীকে আড়াল করতে যোগ দেন তাতীলীগে।এলাকাবাসী আরও জানায়, সন্ত্রাসী লিটন ওরফে গুজা লিটন এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। প্রশাসনের সঠিক নজরদারি জোরদার হলে এই বাহিনী থেকে তাঁদের মুক্তি মিলবে। এই সন্ত্রাসীর অবৈধ অস্ত্র উদ্ধার ও তাকে গ্রেফতার করার জন্য জেলা পুলিশ সুপার ও র‌্যাব-১১ এর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এদিকে স্থানীয় জনপ্রতিনিধির ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে ও হোন্ডা বেষ্টিত বিশাল ক্যাডার বাহিনী থাকায় আদমজী ইপিজেডে কর্মকর্তা ও ব্যবসায়ীদের কাছে দিনদিন আতঙ্ক ছড়াচ্ছে লিটন ওরফে গুজা লিটন গ্রæপ। অনেক ব্যবসায়ী ব্যবসা থেকে পিছু হটেছেন এ বাহিনীর ভয়ে। আদমজী ইপিজেডের নির্মাণাধীন ফ্যাক্টরি থেকে বিল্ডিং নির্মাণ সামগ্রী বোঝাই একটি ট্রাক ইপিজেড গেটের সামনে প্রধান সড়কের উপর আসা মাত্রই লিটন ওরফে গুজা লিটন বাহিনীর নেতৃত্বে ২৫ লাখ টাকা মূল্যের মালামালসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায় তার বাহিনী। অভিযোগের বিষয়ে জানতে কিশোর গ্যাং লিডার লিটন ওরফে গুজা লিটনকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা