আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৫৯

গিয়াস ইস্যুতে উত্তাল বিএনপি

ডান্ডিবার্তা | ২৭ মে, ২০২৪ | ১০:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দীর্ঘ দিন নারায়ণগঞ্জে রাজনৈতিক অস্থিরতা না থাকলেও এবার গিয়াস ইস্যূতে উত্তাল হয়ে উঠছে বিএনপি। আজ সোমবার মুহাম্মদ গিয়াসউদ্দিনের মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে জেলা ও মহানগর বিএনপি। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলছেন, মুহাম্মদ গিয়াসউদ্দিন রাজনৈতিক প্রতিহিংশার শিকার। যেহেতু উনি ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য ছিলেন এবং একজন দক্ষ সংগঠক। তাই নারায়ণগঞ্জের গডফাদাররা প্রতিহিংশার বসে তার বিরুদ্ধে ১২ট মামলা করেছে। প্রত্যেকটি মিথ্যা এবং গায়েবি মামলা। গতকাল রোববার সকালে মুহাম্মদ গিয়াসউদ্দিনকে আদালতে উঠানো হলে আদালত ১২টি মামালায় তার জামিন না মঞ্জুর করেন। এর পরে, এক প্রতিক্রিয়ায় এড. টিপু এই কথা বলেন। তিনি আরও বলেন, প্রত্যেকটি মামলায় আজ তিনি জামিন আবেদন করেন এবং আদালত সেই আবেদন নামঞ্জুর করেছেন। আমরা এই মামলাগুলোর জন্য উচ্চ আদালতে যাবো। আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো এবং অতি শিগ্রই তিনি মুক্তি পাবেন। আমরা আইনরে কাছে ন্যায় বিচার চাই, এটাই আমাদের দাবি। এদিকে সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে জেলা ও মহানগর বিএনপি। আজ সোমবার প্রেসক্লাব সংলগ্ন ভাষা সৈনিক সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের একাধিক সূত্র। এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, জনপ্রিয় নেতা গিয়াসউদ্দিন রাজনৈতিক প্রতিহিংশার কারণে আটকে রাখা হয়েছে। গডফাদাররা প্রতিহিংশার বসে তার বিরুদ্ধে ১২ট মামলা করেছে। প্রত্যেকটি মিথ্যা এবং গায়েবি মামলা। তাই সোমবার বিকেল ৩ টায় জেলা ও মহানগর বিএনপি একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে। প্রসঙ্গত, গতকাল রোববার জেলার ৫টি থানার বিভিন্ন মামলায় সাবেক এই এমপির জামিন না মঞ্জুর করা হয়। এরপর বেলা সারে ১১টার দিকে তাকে পুনরায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। ১২টি মামলার মধ্যে ৪টি মামলা ফতুল্লা মডেল থানার, ৪টি সিদ্ধিরগঞ্জ থানার, ২টি সোনারগাঁ থানার, ১টি বন্দর থানার ও একটি রূপগঞ্জ থানার মামলা রয়েছে বলে জানা গেছে। এদিকে গিয়াস উদ্দিনের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠতে শুরু করেছে নারায়ণগঞ্জ বিএনপি। আজ সোমবার বিক্ষোভের মাধ্যমে এর প্রতিবাদ জানাবেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা