
ডান্ডিবার্তা রিপোর্ট
চিকিৎসার জন্য ভারতে গিয়ে হত্যাকাÐের শিকার হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। তার এই হত্যাকাÐ নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। একজন সংসদ সদস্যকে হিন্দি সিনেমার স্টাইলে হত্যা করা হয়। এই হত্যাকাÐের পর আনারের অন্ধকার জগৎ সম্পর্কেও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। অনেকে বলছে, ঝিনাইদহের কালিগঞ্জের গডফাদার ছিলেন আনার। মাদক চোরাচালানের সঙ্গে তিনি জড়িত ছিলেন। চোরাচালানে নিয়ে বিশেষ করে স্বর্ণ চোরাচালানের দ্ব›েদ্বর কারণে আনারকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে বলা হয়েছে। আনার হত্যাকাÐের রহস্য উদঘাটনের জন্য একটি উচ্চ পর্যায়ের গোয়েন্দা প্রতিনিধি দল আজ ভারতে গেছেন। কিন্তু আনার হত্যাকাÐের পর জনপ্রতিনিধিদের কর্মকাÐ, জনপ্রতিনিধিরা কি করেন, তারা কতটুকু আইন এবং নীতির মধ্যে কাজ করেন, তাদের অর্থের উৎস কি এবং কিভাবে তারা বিত্তশালী হয়ে উঠলেন সে ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করেছে একাধিক গোয়েন্দা সংস্থা। আনার হত্যাকাÐের ঘটনা সকলের জন্য একটি সংকেত বলেই মনে করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে এখন যারা জনপ্রতিনিধি আছেন তাদের অনেকেই এ ধরনের কর্মকাÐের সঙ্গে জড়িত কি না তা নিয়ে খোঁজখবর করা হচ্ছে। এ ব্যাপারে শতাধিক জনপ্রতিনিধি নজরদারিতে আছে। শুধুমাত্র আনার নয়, ওই এলাকার বেশ কয়েকজন জনপ্রতিনিধি যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন স্তরের রাজনীতিবিদরা চোরাচালানসহ বিভিন্ন কর্মকাÐের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ রয়েছে। এ ছাড়াও বিভিন্ন এলাকায় যারা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের অনেকেই অনৈতিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত বলে বিভিন্ন মহলে অভিযোগ রয়েছে। এখন এই ধরণের অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, দুটি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হল আনোয়ারুল আজীম আনার হত্যাকাÐের পর জনপ্রতিনিধিদের নিরাপত্তার বিষয়টি একটি বড় ইস্যু হিসাবে দাঁড়িয়েছে। বহু জনপ্রতিনিধি রয়েছেন যাদের শত্রæ রয়েছেন, যারা বিভিন্ন ধরনের হত্যার হুমকির মধ্যে আছেন তাদের ব্যাপারে নজরদারি জোরদার করা হয়েছে। তা ছাড়াও অনেক জনপ্রতিনিধি দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে নানা রকম ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই সমস্ত ব্যবসা বাণিজ্য কতটা বৈধ, কতটা অবৈধ সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। অনেকেই শূন্য থেকে এখন ফুলে ফেঁপে উঠেছেন। তাদের বিপুল সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে। এই সম্পদগুলো কিভাবে অর্জিত হয়েছে সে ব্যাপারেও খোঁজ খবর নেওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিভিন্ন সূত্র গুলো বলছে, পুরো দক্ষিণাঞ্চলে অনেকেই বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাÐ এবং অন্যান্য বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। এই অভিযোগ কতটুকু সত্য, কতটুকু মিথ্যা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সংসদ সদস্যকে বিভিন্ন মহল হুমকি দিয়েছে। প্রতিপক্ষের সঙ্গে তাদের দ্ব›দ্ব রয়েছে। এই সমস্ত দ্ব›দ্ব এবং যাদেরকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে তাদেরকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন নজরদারিতে রেখেছেন। তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারের মহল শিকার করছেন যে, আনারের হত্যাকাÐের ঘটনাটি সরকারের জন্য একটি শিক্ষা এবং এটি সরকারকে এক ধরনের অস্বস্তিতে ফেলেছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না হয় সে ব্যাপারে এখন থেকে সতর্কতা অবলম্বন করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। সূত্র: বাংলাদেশ ইনসাইডার
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯