আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | দুপুর ১২:২৬

আতঙ্কের নগরী এখন সিদ্ধিরগঞ্জ

ডান্ডিবার্তা | ২৯ মে, ২০২৪ | ১০:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে হঠাৎ চুরি, ছিনতাই, ডাকাতি, খুনসহ নানা ধরনের অপরাধ বেড়ে গেছে। এতে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, সিদ্ধিরগঞ্জ থানায় নতুন ওসি যোগদানের পর হঠাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এর আগে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণেই ছিল। জানা যায়, চলতি বছরের দেড় মাসের ব্যবধানে উপজেলার জালকুড়ি এলাকায় দুটি ডাকাতির ঘটনা ঘটে। গত ৪ মার্চ দিনদুপুরে ডিবি পুলিশ পরিচয়ে শীতল পরিবহন থেকে নামিয়ে নারায়ণগঞ্জের মন্টি স্বর্ণ শিল্পালয়ের দুই কর্মচারী প্রদীপ দাশ ও সৈকত সরকারের কাছ থেকে ১ কোটি ৪১ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় মন্টি স্বর্ণ শিল্পালয়ের মালিক প্রাণকৃষ্ণ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এর পর গত ১৮ এপ্রিল রাতে জালকুড়ি তালতলা এলাকায় দেওয়ান মঞ্জিলের দ্বিতীয় তলায় হাজি রায়হান উদ্দিন দেওয়ান মুন্নার ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে ৮-৯ ডাকাত ৫১ ভরি স্বর্ণ ও নগদ ১০ লাখ টাকাসহ ১ কোটি টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। গত ১০ মাসে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ কাঁচপুর সেতু এলাকায় সশস্ত্র ছিনতাইকারীদের হাতে মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচজন খুন ও আদমজী ইপিজেডের দুই বিদেশি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় সিদ্ধিরগঞ্জ আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত বছরের ১০ জুলাই রাতে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হন আরমানুল ইসলাম রোহান (২২) নামের এক যুবক। এ সময় তাঁর ভাই আরমানুল ইসলাম রিপন (২০) ছুরিকাঘাতে আহত হন। স্থানীয়রা জানান, শীতলক্ষ্যা নদীর তীরে আটিগ্রাম এলাকা সন্ধ্যার পর ছিনতাইকারীদের দখলে থাকে। গত বছর ৩ অক্টোবর বিকেলে কাঁচপুর সেতুর ওপর ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারান সুভাস চন্দ্র শর্মা (৪৫) নামে এক গার্মেন্ট শ্রমিক। মামলা হলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। চলতি বছর ১৭ জানুয়ারি বিকেলে আদমজী ইপিজেড থেকে বিদেশি কর্মকর্তাদের নিয়ে কিডো বিডি কোম্পানির একটি মাইক্রোবাস বের হয়। মাইক্রোবাসটি জালকুড়ি বাসস্ট্যান্ডের সামনে পৌঁছলে থানা শ্রমিক লীগের থানা সদস্য সচিব দাবিদার সাদ্দাম হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা দুই বিদেশি কর্মকর্তাকে আহত করে। এ ঘটনায় সাদ্দাম হোসেনসহ দু’জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হলেও পুলিশ ব্যবস্থা নেয়নি। গত ১৯ এপ্রিল বিকেলে মাদ্রাসার শিক্ষার্থী সিফাত তাঁর বন্ধু সাগর শেখকে (১৯) নিয়ে কাঁচপুর সেতু এলাকা থেকে ফিরছিলেন। ফেরার পথে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে দুই ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিফাত আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল দুপুরে মারা যান। এ ঘটনায় সিফাতের মামা আল-ইমাম মামলা করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গত ২২ এপ্রিল রাতে মিজমিজ পাইনাদী নতুন মহল্লা এলাকায় বাসের ব্যাটারি চুরির অভিযোগ দিয়ে বাবু (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। গত ২৫ এপ্রিল রাতে তিন ছিনতাইকারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় খালেদ মাহমুদ ও তাঁর মামা সাজ্জাদ হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করে চাপাতি ও দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মূল্যবান তিনটি মোবাইল ফোন, ৪ হাজার টাকা, মানিব্যাগ এবং তাদের মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।
গত ২৭ এপ্রিল রাতে মিজানুর রহমান নামের এক ব্যক্তি পাইনাদী পূর্বপাড়া এলাকায় ছিনতাকিারীর কবলে পড়ে টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন। গত ২ মে আদমজী কদমতলী এলাকা থেকে স্বপ্না আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্কুলছাত্রীর মা নেহা বেগম হত্যা মামলা করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নারায়ণগঞ্জ জজকোর্টের আইনজীবী কামাল হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জের আইনশৃঙ্খলার অবনতির বেশ কয়েকটি কারণ রয়েছে। পুলিশের টহল কমসহ দায়িত্ব পালনে গাফিলতি, কিশোর গ্যাংয়ের ব্যাপক বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা, ইয়াবার ব্যাপকতা, সন্তানদের প্রতি অভিভাবকদের নজর না রাখাসহ নানা কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের কেন্দ্রীয় চেয়ারম্যান মনির হোসেন। এই মানবাধিকারকর্মী মনে করেন সামাজিক অবক্ষয়, পুলিশি কার্যক্রমে ভাটাসহ বিভিন্ন কারণে সিদ্ধিরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ আবুবকর সিদ্দিক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতেই পারে। তবে আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দাবি করে তিনি বলেন, ডাকাতির ঘটনায় ডাকাত ধরেছেন, মালপত্র উদ্ধার করেছেন। হত্যা, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় তারা কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা