আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৩৬

গ্যাড়াকলে আটকা না’গঞ্জ বিএনপি

ডান্ডিবার্তা | ৩০ মে, ২০২৪ | ১০:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আন্দোলন থেকে গুটিয়ে যাওয়ার পর ঘরোয়া সভা আর জাতীয় ও দলীয় দিবস পালনেই আটকে আছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। দলটির নেতারা বলছেন, গ্রেপ্তার ও মামলায় বিপর্যস্ত জেলার নেতারা তৃণমূল কর্মীদের দিকনির্দেশনা দিতে পারছেন না। আবার কেন্দ্র থেকেও কোনো নির্দেশনা পাচ্ছেন না তাঁরা। এ অবস্থায় থমকে আছে দলের সাংগঠনিক কার্যক্রম। নেতা-কর্মীদের মধ্যে হতাশাও ভর করেছে। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন জেলা বিএনপির সভাপতি। স¤প্রতি দুদকের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। জেলার নেতারা জানান, বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের নির্দেশনা মেনে দলের স্থানীয় কার্যক্রম চলত। তাঁর অবর্তমানে এখন নেতা-কর্মীরা কিছুটা হতোদ্যম। এর ওপর বিগত আন্দোলনে স্থানীয় নেতা-কর্মীদের নামে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় দলের বিভিন্ন পর্যায়ের প্রায় চার হাজার নেতা-কর্মী আসামি। ফলে নেতা-কর্মীদের বড় একটি অংশের সময় কাটছে আদালত আর আইনজীবীর চেম্বারে ঘুরে ঘুরে। জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোঁকন বলেন, ‘এখন স্বাভাবিক রাজনৈতিক কর্মকাÐ পরিচালনার পরিবেশ নেই। নেতা-কর্মীরা আদালতে হাজিরা দিয়েই ক‚ল পাচ্ছেন না।’ নিজের নামে একাধিক মামলার উল্লেখ করে তিনি বলেন, মাসে অন্তত চার-পাঁচবার আদালতে হাজিরা দিতে হচ্ছে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব বলেন, সরকারি দল পুলিশ দিয়ে যেভাবে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে, তাতে ঘুরে দাঁড়াতে সময় লাগবে। হামলা-মামলার কারণে স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছি না। দিবস পালনের মধ্য দিয়ে হলেও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’ মাঠপর্যায়ের নেতা-কর্মীরা জানান, নেতাদের কেউ কেউ ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতা করে চলছেন। হরতালের সময় বিএনপির নেতা ও তাঁদের আত্মীয়-স্বজনদের ব্যবসা প্রতিষ্ঠান চালু রেখেছেন। এভাবে সমঝোতা করে সরকারবিরোধী আন্দোলন সফল করা যায় না। তা ছাড়া আন্দোলনে জেলার শীর্ষস্থানীয় নেতারা মাঠে না থেকে আত্মগোপন করেন। নেতারা মাঠে না থাকায় তৃণমূলের কর্মীরা কর্মসূচিতে অংশ নিতে ভরসা পাননি। স¤প্রতি, অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় নির্বাচনের পর থেকে বিএনপির নেতা কর্মীদের মাঝে হতাশা বিরাজ করে আসছে। নির্বাচনের পূব মুহুর্তে নির্বাচন বয়কটসহ নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একের পর আন্দোলন চালিয়ে আসছিলেন দলের নেতা কর্মীরা। এসময় আন্দোলন চালাতে গিয়ে হামলা ও মামলার স্বীকার হয়েছেন অনেক নেতাকর্মী। টানা চতুর্থবারের ন্যায় আওয়ামীলীগ সরকারের গঠনের পর থেকে হতাশার মধ্য দিয়েই তাদের দিনানিপাত হচ্ছে। এমনকি, সরকার বিরোধী আন্দোলনের সময় একাধিক মামলার আসামী হয়ে এখন আদালতে চত্ত¡রে তাদের সময় কাটছে। আনোয়ার হোসেন নামে বিএনপির এক কর্মী বলেন, মামলা ও হয়রানির মধ্যেও সক্রিয় আন্দোলনে নামার মনোবল আছে তাঁদের। কিন্তু নেতারা পুলিশের ভয় দেখিয়ে নিষেধ করছেন। অবশ্য এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক দলের এক সিনিয়র নেতা বলেন, নেতা-কর্মীরা সব সময় গ্রেপ্তার আতঙ্কে থাকেন। জেলাপর্যায় থেকে কোনো নির্দেশনা না থাকায় মাঠের নেতা-কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। যদিও দলীয় কর্মকাÐে স্থবিরতা এসেছে, এ কথা মানতে রাজি নন মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন খাঁন। তিনি বলেন, ‘বিএনপিতে স্থবিরতা এসেছে, এ কথা বলা যাবে না। বাধা-প্রতিবন্ধকতার মধ্যেও আমরা কাজ করে যাচ্ছি। নতুন কর্মসূচি ঘোষণা হলে নেতা-কর্মীরা আবার মাঠে নেমে আসবেন।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা