
ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী আজ। যথাযথ মর্যাদায় দিনটি পালনের জন্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে নারায়ণগঞ্জ বিএনপি ও প্রতিটি অঙ্গ সংগঠন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল, দোয়া, কোরআনখানি ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে পুরো জেলা জুড়ে। এ লক্ষ্যে প্রায় সকল প্রস্তুতি তারা সম্পন্ন করে ফেলেছেন। দ্বাদশ জাতীয় সংসদ; নির্বাচনের পওে ঝিমিয়ে পরা বিএনপির নেতাকর্মীরা দলটির প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে নতুন করে জেগে উঠার স্বপ্ন দেখছে। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৫ দিন ব্যাপী কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এর মধ্যে রয়েছে জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর গঠনমূলক আলোচনা ও তার আদর্শ বাস্তবায়নে করণীয় সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিতকরণ, মিলাদ মাহফিল, দোয়া ও দুস্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর ও বন্দর থানা, বন্দর উপজেলা এবং প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করা হয়েছে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে সুষ্ঠভাবে আয়োজন করবো ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব এ বিষয়ে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উদযাপনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্তর্গত প্রতিটি ইউনিট থেকে যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হবে। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার মহান ঘোষক রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী পালনে প্রতিবারের মতো এবারেও নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও প্রতিটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দোয়া, আলোচনা সভা ও খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করবে। শুক্রবার ৩১ মে বাদ জুম্মা নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের মিশনপাড়া এলাকায় দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯