আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ৮:৩০

সোনারগাঁয়ে কিশোরগ্যাং ও ইভটিজারদের বিচারের দাবিতে মানববন্ধন

ডান্ডিবার্তা | ৩০ মে, ২০২৪ | ১২:০১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
স্বেচ্ছাসেবীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কিশোর গ্যাং ও ইভটিজারদের বিচারের দাবি জানিয়েছে বিডি ক্লিন সোনারগাঁ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিডি ক্লিন সোনারগাঁয়ের সমন্বয়ক কামরুজ্জামান রানার নেতৃত্বে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবীদের উপর জঘন্য ভাবে হামলাকারীদের দ্রæত গ্রেফতার ও কিশোর গ্যাং এবং ইভটিজার মুক্ত সোনারগাঁওয়ের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক বিডি ক্লিন সদস্য উপস্থিত হয়ে হাতে ও মুখে কালো কাপড় ও হাতে বাংলাদেশের পতাকা নিয়ে অন্যায় ভাবে স্বেচ্ছাসেবীদের উপর হামলার প্রতিবাদ জানায় এবং দ্রæত সর্বোচ্চ বিচারের দাবি করেন। মানববন্ধনে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল বলেন, “সমাজের ভালো চায়, পরিচ্ছন্ন সমাজ গঠনে অবদান রাখে বিডি ক্লিন। ইভেন্ট শেষে ফেরার পথে ইভটিজিং ও পরবর্তীতে তাদের উপর এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। ইভটিজার ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই আন্দোলনে আমরা সবসময় বিডি ক্লিনের পাশে আছি”। মানববন্ধনে সংবাদকর্মীদের পক্ষে থেকে বক্তব্যে সাংবাদিক হাজী শফিকুল ইসলাম বলেন, “কিশোর গ্যাংয়ের মদদদাতা যারাই আছে তাদের বিরুদ্ধে এখনি সোচ্চার হতে হবে। পরিচ্ছন্ন ও ইভটিজার মুক্ত সোনারগাঁও গড়তে এদের সবার আগে আইনের আওতায় আনতে হবে। বিডি ক্লিনের দাবির সাথে আমরা একমত। সোনারগাঁ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, “বৈদ্যেরবাজারে বিডি ক্লিন স্বেচ্ছাসেবীদের উপর এই হামলার ঘটনায় আমরা ব্যথিত। আমি লোকাল জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে কথা বলছি। খুব শীঘ্রই এই এলাকায় অভিযান চালিয়ে এদের কে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে”। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, “বিডি ক্লিন সোনারগাঁওয়ের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। এই ঘটনায় আমি সরাসরি ঐ এলাকায় ইভটিজার ও কিশোর গ্যাং ও এদের মদদদাতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দ্রæত আইনের মাধ্যমে দোষীদের বিচার করা হবে”।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা