
ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জ উপজেলায় তানভীর ও আলভীর বাহিনীর আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। প্রতি সপ্তাহে অটোরিকশা ছিনতাইসহ কোনো না কোনো বাড়িতে চোরি করাই তাদের প্রধান কাজ। এজন্য মাসে বেতনভুক্ত কিছু লোকও রয়েছে তাদের সঙ্গে। এ নিয়ে তাদের বিরুদ্ধে এলাকায় কয়েকবার সালিশও করা হয়েছে। বিচারে তারা চুরি করবে না বলে স্বীকারোক্তি দিলেও পরে তারা তা ভঙ্গ করে। গত বিশ তারিখে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল গ্রামের আজিম উদ্দিনের বাসা থেকে লক্ষাধিক টাকার বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায় আলভীর ও তানভীর বাহিনী। এ বিষয়ে আজিম উদ্দিন রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। এ ব্যাপারে আজিম উদ্দিন বলেন, প্রায় ৭ বছর পূর্বে তারা আমার বাসায় ভাড়া নেয়। এরপর থেকেই তারা কোনো না অটোসহ বিভিন্ন বাসা বাড়িতে চুরি করে। কিন্তু আমি এসব জানতাম না। আমার বাড়ি থেকেও প্রায় সময় চুরি করেছে। কিন্তু আমি জানতাম না এগুলো। একদিন বাসার ভাড়া আনতে গেলে গিয়ে দেখি আমার বাড়ির টিউবওয়েল ও অটো গাড়ি পার্স তাদের রুমে। পরে আমি জিজ্ঞেস করলে এর সদুত্তর দিতে পারে নাই তারা। এরপর আমি তাদের বাসা ছাড়তে বলি। কিন্তু তারা না ছেড়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। তিনি আরও বলেন, একদিন তারা আমাকে মারতে আসলে তার মা বাধা দিতে গেলে তার মায়ের মাথায় বেত্রাঘাতের আঘাত লেগে জখম হয়। পরে আমরা স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করি। এরপর এগুলো আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নাসির মেম্বারকে জানায়। পরে এ ব্যাপারে বিচার করা হয়। কিন্তু তারা বিচারের কিছুদিন পরই তৃতীয় পক্ষের ইন্ধনে থানায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়। আমি তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি দাবি করছি। এ বিষয়ে বিবাদী আলভীরের বড় ভাই সজল বলেন, আমার ভাই হয়তোবা চুরি করতে পারে। কিন্তু আজিম উদ্দিনেরা আমাদেরকে অযথা হয়রানি করছে। কতটাকার চুরি করেছে জিজ্ঞাসা করলে এ প্রতিবেদককে তিনি বলেন, আমি এখন ব্যস্ত। পরে কথা বলবো ভাই। নয়তো আমার বাবার সাথে যোগাযোগ করেন বলে ফোন কেটে দেয়। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, আমি এ বিষয়ে শুনেছি। আজিম উদ্দিন এলকার একজন গণ্যমান্য ও সম্মানি ব্যক্তি। আলভীররা উনাকে হয়রানি করছে অযথা। আমি তাদের বলেছি এ ব্যাপারে আমি সমাধান করে দিবো। তারপরও তারা থানায় অভিযোগ করেছে। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুজন বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯