
ডান্ডিবার্তা রিরেপার্ট
রূপগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধের আধিপত্য বিস্তার নিয়ে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে কিশোর গ্যাংয়ের দুই গ্রæপের মাঝে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি-ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। অন্তত ২০টি ব্যবসায়ী দোকানপাট ও ১৫টি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় হামলাকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড সর্ট গানের ফাকা গুলি ছোড়েন। এ ঘটনায় পুলিশ হৃদয় খাঁন (২৫) নামের এক জনকে আটক করেছেন। এ ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। গত বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার তারাব বাজার এলাকায় ঘটে এসব ঘটনা। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, তারাব পৌরসভার ৮নং ওয়ার্ডের তারাব বাজার এলাকাটি একটি শিল্প ও জনবহুল এলাকা। এখানে চুরি, ছিনতাই, রোড ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধের সঙ্গে দুইটি কিশোর গ্যাং গ্রæপ জড়িত। একটি গ্রæপের নেতৃত্বে দেন, তারাব উত্তরপাড়া এলাকার বকুল ভুইয়ার ছেলে শিমুল ভুইয়া। অপর গ্রæপের নেতৃত্ব দেন, রোবেল মিয়া, শ্রাবন ওরফে কুত্তা শ্রাবন ও আকবর বাদশা। অপরাধ জগতের আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার বিকেলে কিশোর গ্যাং গ্রæপের প্রধান শিমুলকে মারধর করেন রোবেল মিয়া, শ্রাবন ওরফে কুত্তা শ্রাবন ও আকবর বাদশা গ্রæপের লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে কিশোর গ্যাংয়ের দুই গ্রæপের সদস্যরা রামদা, চাপাতি, পিস্তলসহ নানা ধরনের অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রাত ১০টার দিকে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি বর্ষণ, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। এক পর্যায়ে হামলাকারীরা তারাব বাজারের রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ করে। সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কহিনুর বেগম ও বাদল মিয়া নামে দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উভয় পক্ষের সন্ত্রাসীরা তারাব বাজারে থাকা আব্দুল সাত্তারের মুদিমনোহরী দোকানে হামলা চালিয়ে ফ্রিজ ভাংচুর ও মালামাল লুট করে, পান ব্যবসায়ী হারুনুর রশিদের পান লুট করে, আমিনুল ইসলামের মালিকানাধীন সাদিয়া ট্রেডার্স নামক প্রতিষ্ঠান থেকে টিন ও টাকা লুট করে, রফিক মিয়ার মালিকানাধীন দোকান থেকে ফল লুট করা হয়, লুট হয় কোরবান আলীর ভ্যারাইটিজ দোকানঘর, বিকাশ ও মোবাইল ব্যবসায়ী রাসেল মিয়ার গলায় ছুড়ি ধরে ১০টি মোবাইল লুট করে, শাওন মিয়ার মালিকানাধীন ইলেট্রনিক্স দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যায়, নিরীহ কবির ভুইয়া, হাজী তোফাজ্জল হোসেন, তামিম মিয়া, হাশেম ভুইয়া, শামিম প্রধান, সুরুজ প্রধান, তাবেল, হাবু ভুইয়ার বসতঘরে প্রবেশ করে হামলা ও ভাংচুর চালিয়ে লুটপাট করে সন্ত্রাসীরা। শুধু তাই নয়, তারাব বাজারে অবস্থিত সাপ্তাহিক রূপকন্ঠ পত্রিকা অফিস ভবনের গøাস ভাংচুর চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহার নেতৃত্বে জেলা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৮ রাউন্ড সর্টগানের গুলি ছোড়েন। উভয় পক্ষের হামলাকারীদের সঙ্গে পুলিশেরও ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে হামলাকারী পিছু হটে। প্রায় দুই ঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারাব বাজার এলাকার অনেকেই অভিযোগ করে বলেন, কিশোর গ্যাংয়ের ওই দুই গ্রæপের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এখানকার ব্যবসায়ী ও এলাকার নিরীহ মানুষ। কয়েক দিন পর পর তারা নানা ধরনের অপরাধ ঘটিয়ে আসছে। এসব গ্রæপের সদস্যদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অপহরণ, জমি দখল থেকে শুরু করে নানা অভিযোগ রয়েছে। পুলিশ মামলা দিয়ে আদালতে পাঠালেও জামিনে বের হয়ে এসে ফের অপরাধে জড়িয়ে পড়ছে। কেউ প্রতিবাদ করতে গেলে হামলার শিকার হচ্ছে। তাই অপরাধীদের বিরুদ্ধে মামলা করতে সাহস করেনা কেউ। আইনশৃংখলা বাহিনীর কাছে এসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। তা না হলে সামনে আরো ভয়াবহ ঘটনা ঘটাবে বলেও আশঙ্কা করছেন এলাকাবাসী। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় পুলিশ হৃদয় খাঁন নামের জনকে আটক করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সহ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯