আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ৮:৪৬

নাড়ির টানে না’গঞ্জ ছাড়ছেন মানুষ

ডান্ডিবার্তা | ১৬ জুন, ২০২৪ | ৫:২৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
কোরবানির ঈদে প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে নারায়ণগঞ্জ ছাড়ছেন নগরবাসী। দিনাজপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া, সিলেট, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার দিকে ছুটছেন যাত্রীরা। ১৩ জুন অফিস শেষেই অনেকে নাড়ির টানে নারায়ণগঞ্জ ছাড়তে শুরু করেন। কেউবা সড়কপথে, কেউ নৌপথে বিভিন্ন যানে করে বাড়ি ফিরছেন। ডলফিন, শ্যামলী, এনা, মিথুনসহ বিভিন্ন দূর পাল্লার বাসের কাউন্টারে যোগাযোগ করে জানা যায়, গত বৃহস্পতিবার থেকেই সকাল ৭টা, ৮টা, ৯টা; দুপুর ৩টা এবং সন্ধ্যা ৭, রাত ৮টা ও ৯টার দিকে বাসের শিডিউলে করে যাত্রীরা বাড়ি ফিরছেন। এছাড়াও কোরবানির ঈদেও বিআরটিসির পক্ষ থেকে বাস প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন বিআরটিসি নারায়ণগঞ্জ বাস ডিপোর প্রধান, ডিজিএম (পিএনএস) মো. মনিরুজ্জামান বাবু। তিনি লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন জেলায় বাস ছাড়া হয়েছে। শিডিউল মেইন্টেইন করে বাসগুলো যাত্রীদের গন্তব্যে পৌছে দিবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের ঘরে ফিরতে যাত্রা সহজ করতে মাঠ পর্যায়ে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) রেজাউল হক। তিনি বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের বেশ চাপ রয়েছে। আমরা যানজট নিয়ন্ত্রনের জন্য বিভিন্ন পয়েন্ট পুলিশ মোতায়েন করেছি। স্বস্তিতে যাতে যাত্রীরা ঘরের দিকে যেতে পারেন সে লক্ষে আমরা কাজ করছি। এদিকে, নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট থেকে ৫টি রুটে যাত্রা অব্যাহত রয়েছে। টার্মিনাল থেকে চাঁদপুর, রামচন্দ্রপুর, মুন্সিগঞ্জ, সুরেশ্বর রুটে ভ্রমণ করছেন যাত্রীরা। এছাড়া ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। তবে এই সড়কে নেই যানজট। যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার যানজটমুক্ত মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা করছেন তারা। গতকাল শুক্রবার সকাল থেকে মহাসড়ক দুটির নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে টিকিট কাউন্টারগুলোতে ভিড় দেখা গেছে ঘরমুখো যাত্রীদের। কেউ কেউ টিকিটের জন্য বাড়তি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগও করেন। তবে টিকিট বিক্রেতাদের দাবি, যেহেতু বাসগুলো ভরে গেলেও আসছে পুরো ফাঁকা তাই কিছুটা ভাড়া বেশি নিলেও তা সহনীয় পর্যায়ে রয়েছে। মহাসড়কের শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দিন বলেন, স্বস্তির ঈদযাত্রা করছে মানুষ। যেহেতু ঘরমুখো মানুষের চাপ বেড়েছে তাই গাড়িও বেড়েছে, তবে কোথাও যানজট নেই। যানবাহনের চাপ বিকেল নাগাদ আরও বাড়তে পারে। তবে যানজটের কোনো শঙ্কা নেই। অতিরিক্ত ভাড়ার ব্যাপারে তিনি জানান, কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রমাণসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা