
ডান্ডিবার্তা রিপোর্ট
কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম নিজেদের দ্ব›দ্ব ভুলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পথে এগোচ্ছে। সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করে বিভিন্ন সময় দায়ের হওয়া ২০৩টি মামলা প্রত্যাহার চায় সংগঠনটি। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘সরকারের উচ্চমহল আমাদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহারের আশ্বাস দিয়েছে। কিন্তু এখনো কার্যকর করেনি। মামলা প্রত্যাহারের বিষয়ে হেফাজতের সব নেতার মত অভিন্ন। দ্রæত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে হেফাজত আন্দোলনমুখী হবে।’ হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ৩ জুন ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় কারামুক্ত নেতা-কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে শীর্ষ প্রায় সব নেতা অংশ নেন। অনুষ্ঠানে নেতারা মামলা প্রত্যাহারের বিষয়ে কথা বলেন অভিন্ন সুরে। জানা যায়, গত ১১ বছরে দেশের বিভিন্ন থানায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে ২০৩টি মামলা দায়ের হয়। ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ কেন্দ্র করে সারা দেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে ৫১টি মামলা হয়। এর মধ্যে দুইটি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। বাকিগুলোর তদন্ত ১১ বছরেও শেষ হয়নি। এছাড়া ২০২১ সালের ২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ কেন্দ্র করে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে দফায় দফায় হেফাজত নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে। এসব ঘটনায় সারা দেশে ১৫২টি মামলা হয়। দুই দফায় দায়ের হওয়া মামলায় হেফাজত ছাড়াও ইসলামী ঐক্যজোট, ইসলামী ছাত্রশিবির, নেজামে ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, বিএনপি-জামায়াতসহ কয়েক হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। হেফাজতের শীর্ষ নেতাদের দাবি-মামলায় হেফাজত ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মী রয়েছেন। আসামিদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মামলা প্রত্যাহারের ইস্যুতে সবাই এক।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯