আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | দুপুর ১:১৪

সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ চক্রের ৬জন গ্রেফতার

ডান্ডিবার্তা | ২৬ জুন, ২০২৪ | ১১:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উত্তোলনকালে চক্রের মূলহোতাসহ ৬ জন সক্রিয় চাঁদাবাজকে আটক করেছেন র‍্যাব-১১। এসময় তাদের সঙ্গে থাকা চাঁদাবাজির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে এদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া। আটককৃত চাঁদাবাজরা হলেন: চক্রের মূলহোতা সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা মো: মোবারক হোসেনের ছেলে মোঃ হৃদয় (২২), ফতুল্লা এলাকার মো: মহসীন আলমের ছেলে মোঃ সাজ্জাদ (১৯), মৃত আঃ রহিমের ছেলে মোঃ আল আমিন (২২), সিদ্ধিরগঞ্জস্থ মৃত রফিকের ছেলে মোঃ ইমরান (২২), সোনারগাঁওয়ের মৃত মোতালেব হোসেনের ছেলে মোঃ কামাল হোসেন (৫০), কিশোরগঞ্জের মোঃ সাহাজ উদ্দিনের সন্তান মোঃ সাদ্দাম (২০) র‍্যাব জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে তারা জেনেছে এরা সকলে দুষ্কৃতিকারী ও সক্রিয় চাঁদাবাজ। বিভিন্ন (বাস, ট্রাক, মিশুক) পরিবহন হতে চাঁদাবাজি করাকালীন সময়ে তাদের হাতেনাতে ধরা হয়েছে। এই চাঁদাবাজরা পরিবহনে চাঁদাবাজি করার উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে চালকদের ভয়ভীতি কিংবা ত্রাস সৃষ্টি করতো। তারা দীর্ঘদিন ধরে এথানা এলাকাসহ এর আশপাশের অনেক এলাকায় চাঁদা তুলতেন। এই চাঁদাবাজদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা