আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:১১

বন্দরে আ’লীগ কর্মীদের ক্ষোভ বাড়ছে

ডান্ডিবার্তা | ২৯ জুন, ২০২৪ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে আওয়ামীলীগের নেতাকর্মীরা এখন দলীয় কর্মসূচি পালনে অনিহা প্রকাশ করছে। তাদের এখন আর দলীয় কর্মসূচিতে তেমন দেখা যাচ্ছে না। উপজেলা নির্বাচনের পর থেকে আওয়ামীলীগ কর্মীরা আরো ঝিমিয়ে পড়েছে। এদিকে বন্দরে নিরবেই কেটে গেল ২৩জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। নামকাওয়াস্তে বন্দর উপজেলা আওয়ামীলীগের ব্যানারে নুন্যতম সদস্যদের নিয়ে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেও তেমন কোন সাড়া পাওয়া যায় নাই। প্রতিষ্ঠা বার্ষিকীতে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান গত হওয়ার কারনে পদটি শুন্য হয়ে যায়। আর এ কারনে কোন সভা ছাড়াই উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী এমএ সালাম ওই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আওয়ামীলীগের সহ সাধারন সম্পাদক ভোলানাথ দাসকে সাধারন সম্পাদক ঘোষনা করে একটা বিতর্কের জন্ম দিয়েছেন। উপজেলা আওয়ামীলীগের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুপস্থিতিতে এমন হটকারী সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীগলীগের বেশ কয়েকজন সদস্যরা। ক্ষোভ প্রকাশ করে উপজেলা আওয়ামীলীগের সদস্যরা জানান, বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলা আওয়মীলীগের সকল সদস্যদের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা দরকার ছিল। বন্দর উপজেলার নুন্যতম সদস্যদের নিয়ে দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদান কারী বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন একটি মহল কোন স্বার্থে করল এটা আমাদের বোধগম্য নয়। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের শুন্য পদটি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সকল সদস্যের অনুপস্থিতে কোন সভা না ডেকে ঘোষনা দিতে পারে না। আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার মুষ্টিমেয় নেতাকর্মী, সদস্য ও সমর্থকবৃন্দের উপস্থিতিতে উদযাপন করার কথা থাকলেও কতিপয় ব্যাক্তির স্বার্থ হাছিলের জন্য উপজেলার নুন্যতম সদস্যদের ডেকে এনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা কোন ধরনের নেতৃত্ব। এটা গঠনতন্ত্র বিরোধী। এমন কর্মকান্ডে আমরা মর্মাহত। আমরা এমন হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। এ ব্যাপারে বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা এম এ সালামের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এতে করে আওয়ামীলীগের তৃনমূল কর্মীদের মধ্যে দিন দিন ক্ষোভ বেড়েই চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা