আজ বৃহস্পতিবার | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১০ আশ্বিন ১৪৩২ | ২ রবিউস সানি ১৪৪৭ | রাত ২:২৯

আ’লীগ নেতাকে হত্যার ঘটনায় ২জন গ্রেফতার

ডান্ডিবার্তা | ৩০ জুন, ২০২৪ | ৮:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার উত্তর কাশিপুরে সুরুজ মিয়া নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যায় জড়িত সন্দেহে বাপ্পি ও জামাল নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ফতুল্লা মডেল থানায় নিহতের ছেলে মুন্না বাদি হয়ে, সালাউদ্দিন সালুসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে বাপ্পি ও জামাল নামে দুই যুবককে আটক করে। তথ্যটি নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নুরে আজম মিয়া। নিহত সুরুজ মিয়া ফতুল্লা কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও আলীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন। কোপানোর সময় সুরুজ মিয়াকে বাঁচাতে গিয়ে আরও চারজন আহত হয়েছেন। তারা হলেন সুরুজ মিয়ার দুই ছেলে জনি আহমেদ (৩৫) ও রাজু আহমেদ (৪০), অটোরিকশা চালক মো. রাসেল (৩২) ও শাকিল (৩০)। ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নুরে আজম মিয়া বলেন, এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার দিবাগত রাতে নিহতের ছেলে মুন্না বাদি হয়ে মামলা দায়ের করেছে। আমরা জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। গত বৃহস্পতিবার দুপুরে আওয়ামীলীগ নেতা সুরুজ মিয়াকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা