আজ বৃহস্পতিবার | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১০ আশ্বিন ১৪৩২ | ২ রবিউস সানি ১৪৪৭ | রাত ২:২৩

বন্দরে আলোচিত মনু হত্যা দুই ঘাতক গ্রেফতার

ডান্ডিবার্তা | ০৩ জুলাই, ২০২৪ | ৯:৫৫ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরে আলোচিত মনিরুজ্জামান মনু (৪২) হত্যা মামলার এজাহারভূক্ত ও পলাতক আসামী ২ সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার মুরাদপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে হত্যা মামলার ৯নং এজাহারভূক্ত আসামী ফরহাদ (২১) ও তার বড় ভাই মামলার ১০নং এজাহারভূক্ত আসামী ফয়সাল (২৫)। গতকাল মঙ্গলবার ভোরে সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকার বাবুল মিয়ার বাড়ি থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বন্দর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এর আগে গত ৭ জুন বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রকাশ্যে পিটিয়ে এ নৃশংস হত্যাকান্ড ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে মনির, মিঠু, টিটু ও ফারুক সহ ১৫ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে মামলার ১২নং আসামি নুরুল আলম ওরফে নুরুলকে গ্রেপ্তার করে পুলিশ। অত্র মামলার তদন্তকারি অফিসার ও কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাব্বির রহমান বলেন, প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রæপ মনুকে ঘর থেকে বের করে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে। এ মামলার এজাহারভুক্ত আসামী ফরহাদ ও ফয়সালকে গতকাল মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার নয়াবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মামলায় মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। নিহতের স্বজনরা জানায়, মূল আসামীরা ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে। তারা গোপনে পরিবারের লোকজনের সাথে প্রায়ই দেখা করতে আসে কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারছেনা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা