
বন্দর প্রতিনিধি
বন্দরে বাড়ির সিমানা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় স্বামী ও স্ত্রী রক্তাক্ত জখম হয়েছে। ওই সময় হামলাকারীরা বাসা বাড়ি ও কনফেকশনারিতে ব্যাপক ভাংচুর চালিয়ে ১ লাখ টাকা ক্ষতিসাধনসহ ১ ভরি ওজনের গলার চেইন লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। আহতরা হলো বন্দর থানার ২৭নং ওয়ার্ডের লালখারবাগ এলাকার মৃত আহাম্মদ আলী মেম্বারের ছেলে নূর হোসেন (৪৭) ও তার স্ত্রী নিলুফা বেগম (৩৬)। স্থানীয়রা আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। গতকাল রোববার বিকেল ৪টায় বন্দর থানার ২৭নং ওয়ার্ডের ফুলহর এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহতের বড় বোন রুজিনা বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে ২ নারীসহ ৫ জনের নামে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানাগেছে, বন্দর থানার মদনপুরস্থ মৃত ইলিয়াস মোল্লা মিয়ার সন্ত্রাসী ছেলে রিয়াদ একই এলাকার মৃত শুক্কুর আলী মিয়ার দুই মেয়ে লেডি সন্ত্রাসী রুমা আক্তার ও সুমি আক্তার তাদের ভাই মাসুম ও একই এলাকার রিয়াদ মিয়ার ছেলে রিফাত গংদের সাথে দীর্ঘ দিন ধরে একই এলাকার মৃত শুক্কুর আলী স্ত্রী রুজিনা বেগমের সাথে বাড়ি সিমানা সংক্রান্ত বিরোধ চলছিল। বিবাদীগন রুজিনা বেগমের মালিকানাধীন জায়গা জমি জোর পূর্ব দখল করার পাঁয়তারাসহ বিভিন্ন ভাবে হুমকি দামকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গতকাল রোববার বিকেল ৪টায় উল্লেখিতরা ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রুজিনার বসত বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে। ওই সময় গৃহবধূ রুজিনা বেগম ও তার বোন নিলুফা ও বোন জামাই নূর হোসেন প্রতিবাদ করলে ওই সময় প্রতিপক্ষ রিয়াদ, মাসুম ও রিফাত ধারালো অস্ত্র দিয়ে আমার ছোট বোন জামাই ও তার স্ত্রীকে এলোপাতারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে বাড়ি ঘর ও কনফেকশনারি দোকান ভাংচুর করে ১লাখ টাকা ক্ষতিসাধন করে। ওই সময় লেডি সন্ত্রাসী রুমা বেগম ও তার ছোট বোন সুমি নিরিহ রুজিনা বেগমকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে ঘরে রক্ষিত ১ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, মারামারি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯