আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ৮:১৪

সড়কে শিক্ষার্থীরা-চাঁদাবাজ উধাও

ডান্ডিবার্তা | ১২ আগস্ট, ২০২৪ | ১০:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর পরই নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়কে যানবাহনে চাঁদাবাজি বন্ধ হয়েছে। এতে চালকদের মাঝে স্বস্তি ফিরেছে। সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরাও। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় একটি চক্র গত ১৫টি বছর নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজি করছিল। টাকা দিতে না চাইলে চালকদের বিভিন্নভাবে হয়রানি করত চাঁদাবাজরা। বিভিন্ন এলাকার কয়েকশত স্পট থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা চাঁদা আদায় করা হতো। এতে যাত্রীদের গুনতে হতো অতিরিক্ত ভাড়া। গাড়ির গতিরোধ করে টোল আদায়ের কারণে সড়ক-মহাসড়কে যানজট লেগে থাকত। প্রকাশ্যে চাঁদাবাজি চললেও প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভ্রæক্ষেপ করেনি। মুখ খুললেই বিপদ নেমে আসত প্রতিবাদকারীদের ওপর। অনেক সময় চাঁদা আদায় এবং ভাগভাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চাষাড়া, নারায়ণগঞ্জ টার্মিনাল, বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁ ও আড়াহাজারের বিভিন্ন সড়কে চাঁদাবাজি চলত। যদিও এসব সড়কে পৌরসভার কিংবা ইউনিয়নের নিজস্ব কোনো পার্কিং স্থান কিংবা টার্মিনাল নেই। এর পরও এসব এলাকায় চলাচলরত অটোরিকশা ও ইজিবাইক থেকে ২০ টাকা, পিকআপভ্যান থেকে ৫০ টাকা, ট্রাক থেকে ৭০ টাকা টোল আদায় করত কথিত ইজারাদারের লোকজন। প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার টাকা চাঁদা তোলা হতো এক এক স্পট থেকে। চাঁদা দিতে না চাইলে চালকদের লাঠি দিয়ে আঘাত করা হতো। চাঁদা নিয়ে প্রশ্ন তুললে দুর্ব্যবহারসহ শারীরিকভাবে আঘাত করা হতো যাত্রীদের। বছরের পর বছর চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন খেটে খাওয়া যানবাহনের চালকরা। অথচ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আইন অনুযায়ী, পৌরসভার নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকলে পৌর কর্তৃপক্ষ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত সড়ক থেকে কোনো ধরনের পৌরকর বা টোল নিতে পারবে না। এ ছাড়া সড়ক-মহাসড়কে গাড়ি থামিয়ে টোল আদায় বন্ধ করতে ২০২১ সালের জুলাইয়ে রুল জারি করেন উচ্চ আদালত। এ ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর করে চাঁদা আদায় করা হতো। এ অবস্থায় ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকে এসব স্থানে টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। স্পটগুলোতে লাঠি হাতে চাঁদাবাজদের আর দেখা যাচ্ছে না। রাজনৈতিক নেতা, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতাসহ চাঁদা আদায়কারীরা স্পটগুলো থেকে উধাও হয়ে গেছে। ফলে যানবাহনের চালকরা স্বাধীনভাবে সড়কে চলাচল করছেন। অটোরিকশাচালক আবুল মিয়া বলেন, চাঁদা দিয়ে অটোরিকশা চালিয়ে পোষায় না। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে চাঁদা আদায়কারীদের আর দেখা যাচ্ছে না। এখন অটোরিকশা চালিয়ে মোটামুটি পকেটে কিছু টাকা জমা থাকছে। অনেকটাই স্বস্তিতে আছেন বলে জানান তিনি। একই কথা বলেন কাভার্ডভ্যানচালক মাসদ হোসেন, অটোরিকশাচালক মিয়া শহীদ, আক্তার হোসেন, আলী মোহাম্মদসহ অন্য চালকরা। তারা বলেন, নিজস্ব পার্কিং টার্মিনাল ছাড়া সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহন থেকে টোল আদায়ের বিধান না থাকলেও ক্ষমতার দাপটে বছরের পর বছর অবৈধভাবে জোর করে চাঁদা নেওয়া হতো। এখন সময় বদলেছে। ছাত্র-জনতা অভ্যুত্থান করে সরকারের পতন ঘটিয়েছে। এতে দীর্ঘদিনের এই অন্যায় কার্যক্রম ও শোষণ বন্ধ হয়েছে। এভাবে সবসময় যেন চাঁদা ছাড়াই গাড়ি চালাতে পারেন এমন দাবি জানান তারা। নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের সমন্বয়ক খন্দকার শাহীন বলেন, আড়াইহাজারে প্রশাসনের নাকের ডগায় সড়ক-মহাসড়কে চাঁদাবাজি হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত এ চাঁদাবাজি বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিসচা সবসময়ই দাবি জানিয়ে আসছে। ছাত্র-জনতার বিক্ষোভের মুখে সরকার পতনের সঙ্গে সঙ্গে চিরচেনা চাঁদাবাজির মহোৎসব বন্ধ হয়ে গেছে। চালক ও যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। পুনরায় যাতে আর কেউ চাঁদাবাজি শুরু করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আড়াইহাজারে ২০২২ সালের মে মাসে চাঁদা নেওয়ার সময় সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে ওসমান গনি ও গোলাম রাব্বানী এবং গোপালদী পৌরসভার মোল্লারচর বাজার এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব। ধারণা ছিল এর পর থেকে সড়কে চাঁদাবাজি হবে না। কিন্তু রাজনৈতিক প্রশ্রয়ে পরে তা ফের চালু হয়। সরকারের পতনের পরদিন থেকে চিহ্নিত চাঁদাবাজরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। সড়কে যানবাহনের গতিরোধ করে আর চাঁদাবাজি হবে না– এমন প্রত্যাশার করেন অনেকে, আবার কেউ চাঁদাবাজির চেষ্টা করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা