
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা এখন আর বসে নেই। প্রতিদিন কোন না কোন সভা সমাবেশ করে যাচ্ছেন। তাদের টার্গেট কার পক্ষে কত লোক বেশী আছে। কারণ তাদের নির্বাচনী বৈতরনী পার হতে হবে। তবে নারায়ণগঞ্জ বিএনপি নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে পারেনি। তারা বিভিন্ন বলয়ে রাজনীতি করছে। নারায়ণগঞ্জে অন্য দলগুলির মধ্যে ঐক্য থাকলেও বিএনপিতে তা পরিলক্ষিত হচ্ছে না। কারণ বিএনপিতে নেতার ছড়াছড়ি। সকলেই নিজেকে ত্যাগী ও নির্যাতিত বলে প্রচার করছেন। তবে কেন্দ্রীয় বিএনপি চাচ্ছেন যাকে দিয়ে সিট রক্ষা হবে তাকেই মনোনয়ন দিবে। তার প্রতি সাধারণ মানুষের আস্থা আছে এমন প্রার্থীকে মনোনয়ন দিবে বলে কেন্দ্রীয় বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। যার কারণে অনেকের ভাগ্যে ধানেরশীস জুটবে না। তবে তারা ঠিক মত নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিএনপির অধিকাংশ নেতা দীর্ঘ ১৬ বছর আওয়ামীলীগের বিরোধীতার চেয়ে নিজ দলের নেতাদের বেশী বিরোধীতা করেছেন। এক একজন নিজেকে নারায়ণগঞ্জের সর্বসরবা মনে করতেন। বতর্মান নেতাদের কেহ কেহ মনে করেন তাকে ছাড়া বিএনপি চলবে না। নারায়ণগঞ্জ বিএনপি অচল। কিন্তু তারা বিএনপির ১২৩টা বাজিয়েছেন এবং জনগণ থেকে বিএনপিকে দুরে সরিয়ে নিচ্ছেন। অনেকে মনে করেন বিএনপির মঞ্চে দাঁড়িয়ে ২/৪টা কথা বলতে পারলেই তিনি যেন একজন মহা নেতা। তার পিছনে দেখা যাবে চামচার অভাব নেই। আর সেই সকল চামচারাই বিএনপিকে ডুবাচ্ছে। যার কারণে আগামী নির্বাচন বিএনপির জন্য যেন অগ্নি পরীক্ষা। আর মন্তুব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণ আমাদের হয়তো ভোট দিয়ে নির্বাচিত করবে। কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে আমরাও যদি তা করি, তাহলে ১৫ দিনও ক্ষমতায় টিকতে পারবো না। তিনি আরো বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি মুক্তিযোদ্ধাসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হাফিজউদ্দিন বলেন, যে দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান, যে দলের প্রধান বেগম খালেদা জিয়া এখনো জীবিত, যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি এখনো ঐক্যবদ্ধ রয়েছে, কোনো ষড়যন্ত্র সেই দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। উপদেষ্টা পরিষদের সমালোচনা করে হাফিজউদ্দিন বলেন, এক বছরে এই উপদেষ্টা পরিষদ কোনো সংস্কার করতে পারেনি। এক আসিফ নজরুল ছাড়া আর কেউ আন্দোলনে অংশ নেননি। পুলিশ-মিলিটারি সরাসরি গুলি করে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। এই পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্যকে বাড়ি পাঠিয়ে দেওয়া দরকার ছিল। আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়াদের মধ্য থেকে রিক্রুট করে পুলিশ বাহিনী রিফর্ম করা দরকার ছিল। সেনাবাহিনীর ভূমিকায় দুঃখ প্রকাশ করে হাফিজউদ্দিন বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাহিনী আমরা গঠন করেছিলাম। কিন্তু হাসিনার পতনের সময় পলায়নরত মসজিদের খতিব, প্রধান বিচারপতি, পুলিশ অফিসার সহ অন্যান্য দুর্নীতিগ্রস্তদের তারা আশ্রয় দিয়েছিল। হাসিনার শাসন প্রলম্বিত করতে তারা অনেক অন্যায় সুবিধা পেয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯