
ডান্ডিবার্তা রিপোর্ট
শিল্পপতি মডেল মাসুদের কাছে বিএনপির কর্মীদের বিক্রি করে দিচ্ছে বিএনপিরই এক শ্রেণির সুবিধাভোগীরা। আরও অনেক নেতাকর্মীরা অর্থের লোভ দেখিয়ে মাসুদের শিবিরে নেয়ার চেষ্টা করছেন তারা। মডেল মাসুদের পাল্লা ভারি করতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অর্থের প্রলোভন দেখিয়ে মাসুদের কাছে বিক্রি করে দেয়ার চেষ্টা করছেন তারা। ইতিমধ্যে বিএনপির অনেক কর্মী সমর্থকদের মাসুদের কাছে বিক্রি করে দিয়েছেন। জানাগেছে, সদর-বন্দর আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশি হিসেবে নিজেকে ঘোষণা করেছেন মাসুদুজ্জামান মাসুদ, যাকে সবাই মডেল মাসুদ হিসেবেই চিনেন। ইতিমধ্যে নির্বাচনের প্রত্যাশায় সদর ও বন্দরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকা-ে সরব উপস্থিতি রাখছেন নিজেকে। বিএনপির রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ না থাকলেও নিজেকে বিএনপির একজন কর্মী মনে করেন তিনি। নির্বাচনের লক্ষ্যে বিএনপির কিছু উচ্ছিষ্টভোগী ও সুবিধাবাদী নেতাকর্মীদের নিজ বলয়ে ভীড়িয়েছেন মডেল মাসুদ। যদিও মাঠ পর্যায় থেকে অভিযোগ ওঠেছে, অর্থের লোভ দেখিয়ে নেতাকর্মীদের প্রলুব্ধ করে কিনে নিচ্ছেন মডেল মাসুদ। নেতাকর্মীদের স্তরবেধে মোটা অংকের টাকা দিয়ে নেতাকর্মীরা কিনছেন মডেল মাসুদ। স্থানীয়রা আরো জানান, গেল ১৪ জুন নগরীর বরফকল মাঠে এক ভুড়িভোজের আয়োজন করে সেখানে নিজেকে মনোনয়ন প্রত্যাশি হিসেবে ঘোষণা করেন মাসুদ। এর আগে ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে নগর ও বন্দরের বিভিন্ন স্পটে দোয়া মাহফিল ও খিচুরী বিতরণ কর্মসূচি পালন করেন। এই কর্মসূচি পালনের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের টোপ গিলান। প্রতিটা স্পটে খিচুরি বিতরণ কর্মসূচির জন্য ৫ লাখ টাকা করে খরচ আয়োজক বিএনপি নেতাকর্মীদের হাতে তুলে দেন। ওই কর্মসূচিতে মডেল মাসুদের দেয়া টাকার সামান্য খরচ করে বাকি টাকা বিএনপি নেতারা তাদের পকেটে ভরে নেন। এভাবে বিএনপি নেতারা মডেল মাসুদের কাছে বিক্রি হয়ে যান। এদিকে বিএনপির যেসব নেতাকর্মীরা এখন মডেল মাসুদের আশপাশে ঘুরছেন তাদের বেশির ভাগ মডেল মাসুদের টাকায় রাজনীতি করছেন। মডেল মাসুদ দুহাতে অঢেল টাকা খরচ করে বিএনপি নেতাকর্মীদের আরো কিনতে চাইছেন। গত ১৪ জুন মডেল মাসুদের ভুড়িভোজ অনুষ্ঠানে উচ্ছিষ্টভোগী বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশ। যারা মডেল মাসুদের কাছে বিকিয়ে গেছেন সেইসব নেতাকর্মীরা এখন অন্যান্য নেতাকর্মীদের মাসুদের হাটে বিকিয়ে দিতে উৎসাহ দিচ্ছেন। বিগত সাড়ে ১৫ বছর যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন এমন নেতাকর্মীদের মোটা অংকের টাকায় কেনার চেষ্টা করছেন মডেল মাসুদ। নেতৃত্বস্থানীয় মহানগর বিএনপির একজন শীর্ষ নেতাকে কেনার আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছেন মডেল মাসুদ। ইতিমধ্যে মডেল মাসুদের পাশে দেখা গেছে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে। মডেল মাসুদের সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, শরীফুল ইসলাম শিপলু ওরফে পাকনা শিপলু, ফারুক হোসেন, সদর থানা যুবদলের সাবেক আহ্বায়ক সরকার আলম, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম সহ আরও বেশকজনকে। যদিও এসব নেতাদের অধিকাংশই বিগত সাড়ে ১৫বছর রাজপথের আন্দোলন সংগ্রামে তেমন অংশগ্রহণে ছিলেন না। সম্প্রতি সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন এলাকায় প্রচারণায় যান মডেল মাসুদ। সেখানে মডেল মাসুদের পক্ষে গণজমায়েত করেছেন আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শাহিন হোসেন সরকার।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯