আজ বুধবার | ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২ | ১ রবিউস সানি ১৪৪৭ | সকাল ১১:১৩

ত্বকী হত্যা মামলায় তিন আসামি রিমান্ডের পর র‌্যাব কার্যালয়ে

ডান্ডিবার্তা | ১১ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায় গ্রেপ্তার তিন আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুজনকে এবং গতকাল মঙ্গলবার একজনকে গ্রেপ্তারের পর শুনানি শেষে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর করা আসামিরা হলেন- মামুন, শিপন ও কাজল। আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ এই তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শহরের চাষাড়া এলাকা হতে আবু হোসেনের পুত্র সাফায়াত হোসেন শিপন, কালীর বাজার হতে সিরাজুল ইসলামের পুত্র মামুন মিয়া ও ঢাকার ধানমমন্ডি এলাকা থেকে আ: রাজ্জাকা হাওলাদারের পুত্র কাজল হাওলাদারকে গ্রেফতার করে আদালতে প্রেরনের পর আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-১১’র হেফাজতে নেয়া হয়েছে। এর আগে, ত্বকী হত্যাকা-ের ঘটনায় র‍্যাব ইউসুফ হোসেন লিটন, সুলতান শওকত ভ্রমর, তায়েব উদ্দীন জ্যাকি ও সালেহ রহমান সীমান্ত নামের চারজনকে গ্রেপ্তার করেছিল। ২০১৩ সালের ২৯ জুলাই র‌্যাবের অভিযানে গ্রেপ্তার লিটন প্রথম ত্বকী হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন। এ সময় তিনি বলেন, সালেহ রহমান সীমান্তের জামতলা ধোপাপট্টির বাড়িতে সংঘটিত হয় ওই হত্যাকা-। অন্যদিকে আরেক আসামি সুলতান শওকত ভ্রমর তার জবানবন্দিতে উল্লেখ করেন, ত্বকী হত্যার নেতৃত্বে ছিলেন আজমেরী ওসমান। তার নির্দেশেই হত্যা করা হয় ত্বকীকে। উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় ত্বকী। দুদিন নিখোঁজ থাকার পর ৮ মার্চ সকালে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ত্বকীর ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। ঘটনার পর থেকে এই হত্যাকা-ের জন্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ও ভাতিজা আজমেরী ওসমানকে দায়ী করে আসছেন ত্বকীর বাবা রফিউর রাব্বী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা