আজ সোমবার | ৪ আগস্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ৯ সফর ১৪৪৭ | সকাল ১১:২৯
শিরোনাম:
সীমানা জটিলতায় বিএনপির রাজনীতি টালমাটাল    ♦     কারাগারের সামনে ছিনতাইকারীরা কভার্ডভ্যান চালককে কুপিয়ে জখম    ♦     কু-প্রস্তাবের প্রতিবাদ করায় গৃহবধূকে কুপিয়ে হত্যা চেষ্টা    ♦     না’গঞ্জ আইনজীবী সমিতির সংবর্ধনা বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ    ♦     ঢাকার ছাত্র সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের শোডাউন    ♦     ফিরে দেখা: ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল না’গঞ্জ    ♦     কার কাছে বিচার দেব    ♦     না’গঞ্জকে অস্থির করতে চলছে আওয়ামী দোসরদের পায়তারা    ♦     ডিএনডির জলাবদ্ধতা নিরসনে স্বৈরশাসকরা বার বার আশ^াস দিলেও কাজ হয়নি    ♦     না’গঞ্জে বিএনপির অবস্থা নড়বড়ে    ♦    

দেওভোগে নাতে মোস্তফা (সা.) মাহফিল অনুষ্ঠিত

ডান্ডিবার্তা | ২৩ নভেম্বর, ২০২৪ | ৮:১০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

দেওভোগ এল.এন.এ রোড এলাকাবাসীর আয়োজনে ও গাউসিয়া কমিটি ১৬ নং ওয়ার্ডের পরিচালনায় পবিত্র ফাতেহা ইয়াজদাহম উপলক্ষ্যে নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেওভোগ বায়তুশ শরীফ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা আইয়ুব আলী সাহেবের সভাপতিত্বে মাহফিলের প্রধান মেহমান ছিলেন শায়েরে আহলে সুন্নাত, চট্টগ্রাম থেকে আগত মোহাম্মদ মহিউদ্দিন তানভীর। প্রধান আকর্ষণ ছিলেন শায়েরে আহলে সুন্নাত ও অসংখ্য ইসলামী সংগীতের রচয়িতা, কক্সবাজার থেকে আগত আহমদ নূর সাজ্জাদ।‌ এছাড়াও মাহফিলের বিশেষ মেহমান ছিলেন শায়েরে আহলে সুন্নাত, বন্দর পাক পাঞ্জাতন জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা সাজ্জাদ হোসেন নূরী‌ এবং শায়ের মোহাম্মদ গোলাম মর্তুজা। বাদ মাগরিব বায়তুশ শরীফ জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মিরাজুল করিমের সুললিত কন্ঠে কোরআন পাকের তেলোয়াতের মাধ্যমে মাহফিলের মূল পর্ব শুরু হয়। এরপর আগত শায়েরগণ একে একে হামদ, ইসলামীক গজল, নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মনমুগ্ধ করেন। সর্বশেষ, মিলাদ শরীফ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলটি শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন মরহুম বাকি বিল্লাহ্ (রহ.) এর ছোট সন্তান মাওলানা মো. গোলাম পাঞ্জেতন। মোনাজাত শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়। মাহফিলটিতে উপস্থিত ছিলেন দুলাল মল্লিক, জিকু খান, শহীদ হোসেন ডিপটি, আরিফুর রহমান, ইসহাক হোসেন বাপ্পী, ওসমান গনি আরমান, সজিব মাহমুদ, তুষার ইসলাম, হামিম-তামিম, নিহাদ ভুঁইয়া, ইয়ামিম, শাফায়াত সহ আরো অনেকে। মাহফিলের পরিচালনায় ছিলেন মো. যুবায়ের ইসলাম পমেল। আয়োজকরা জানান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গুণগান, মর্যাদা, ভালোবাসা নতুন প্রজন্মের নিকট ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই এই নাতে মোস্তফা (সা.) মাহফিলের আয়োজন। ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে নাতে মোস্তফা (সা.) এর আয়োজন করার আশা প্রকাশ করেন। যারা বিভিন্ন ভাবে সহযোগিতার মাধ্যমে এই মাহফিলকে সাফল্যমন্ডিত করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানানো হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা