
ডান্ডিবার্তা রিপোর্ট:
দেওভোগ এল.এন.এ রোড এলাকাবাসীর আয়োজনে ও গাউসিয়া কমিটি ১৬ নং ওয়ার্ডের পরিচালনায় পবিত্র ফাতেহা ইয়াজদাহম উপলক্ষ্যে নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেওভোগ বায়তুশ শরীফ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা আইয়ুব আলী সাহেবের সভাপতিত্বে মাহফিলের প্রধান মেহমান ছিলেন শায়েরে আহলে সুন্নাত, চট্টগ্রাম থেকে আগত মোহাম্মদ মহিউদ্দিন তানভীর। প্রধান আকর্ষণ ছিলেন শায়েরে আহলে সুন্নাত ও অসংখ্য ইসলামী সংগীতের রচয়িতা, কক্সবাজার থেকে আগত আহমদ নূর সাজ্জাদ। এছাড়াও মাহফিলের বিশেষ মেহমান ছিলেন শায়েরে আহলে সুন্নাত, বন্দর পাক পাঞ্জাতন জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা সাজ্জাদ হোসেন নূরী এবং শায়ের মোহাম্মদ গোলাম মর্তুজা। বাদ মাগরিব বায়তুশ শরীফ জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মিরাজুল করিমের সুললিত কন্ঠে কোরআন পাকের তেলোয়াতের মাধ্যমে মাহফিলের মূল পর্ব শুরু হয়। এরপর আগত শায়েরগণ একে একে হামদ, ইসলামীক গজল, নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মনমুগ্ধ করেন। সর্বশেষ, মিলাদ শরীফ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলটি শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন মরহুম বাকি বিল্লাহ্ (রহ.) এর ছোট সন্তান মাওলানা মো. গোলাম পাঞ্জেতন। মোনাজাত শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়। মাহফিলটিতে উপস্থিত ছিলেন দুলাল মল্লিক, জিকু খান, শহীদ হোসেন ডিপটি, আরিফুর রহমান, ইসহাক হোসেন বাপ্পী, ওসমান গনি আরমান, সজিব মাহমুদ, তুষার ইসলাম, হামিম-তামিম, নিহাদ ভুঁইয়া, ইয়ামিম, শাফায়াত সহ আরো অনেকে। মাহফিলের পরিচালনায় ছিলেন মো. যুবায়ের ইসলাম পমেল। আয়োজকরা জানান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গুণগান, মর্যাদা, ভালোবাসা নতুন প্রজন্মের নিকট ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই এই নাতে মোস্তফা (সা.) মাহফিলের আয়োজন। ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে নাতে মোস্তফা (সা.) এর আয়োজন করার আশা প্রকাশ করেন। যারা বিভিন্ন ভাবে সহযোগিতার মাধ্যমে এই মাহফিলকে সাফল্যমন্ডিত করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানানো হয়।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯