
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে আবারো সন্ত্রাসের জনপদে রুপ নিতে শুরু করেছে। একের পর হত্যাকান্ড, নেতাদের বিবস্ত্র করণ। সেক্টর দখল নিয়ে সংঘর্ষ। সব মিলিয়ে যেন উত্তপ্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের জনপদ। নতুন করে পুরনো সন্ত্রাসীরা রাজনৈতিক আশ্রয়ে আবার মাথাচাড়া দিয়ে উঠছে। সোনারগাঁয়ের বির্তকিত সন্ত্রাসী যাকে সবাই ডন বজলু হিসাবে চিনে। তার অপকর্মের শেষ নেই। সে ২০১৬ সালে নিজের কাজের মেয়েকে ধর্ষণ করে আলোচনার জন্ম দেন। একের পর এক দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করে সোনারগাঁসহ কুতুবপুর ও বন্দরের হরীপুরের বাসিন্দাদের জিম্মি করে রেখেছে। তার কছে রয়েছে বিগত স্বৈরাচার সরকার আমণের নেতাদের অস্ত্রের ভান্ডার। সে সোনারগাঁ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বাবুর সাথে সখ্যতা ও আতাঁত করে আওয়ামী সরকারের আমলে সুবিধা নিয়েছে। সেই সন্ত্রাসী বজলু বাহিনী বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে বিবস্ত্র করে নতুন করে নারায়ণগঞ্জের জনপদে বজুল সন্ত্রাসী রূপ ফুঁটে উঠেছে। তার জন্য বিএনপিকে চরম খেসারত দিতে হবে এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল। সে বিএনপির জন্য ভোট চাইল ভোট আরো কমে যাবে। সে বিএনপির জন্য অভিশাপ। তাকে দল শেকে দ্রæত বহিস্কার করা না হলে দলের চরম ক্ষতি হবে। এছাড়া বন্দরে অটো স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির নামধারী দুই গ্রæপের সংঘর্ষে ২জন খুনের ঘটনা ঘটে। যার বিএনপির জন্য চরম ক্ষতির কারণ। এছাড়া রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও হত্যাকান্ড দলের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়েছে। আর এসকল ঘটনা দেখে আওয়ামী দোসররা হাত তালি দিচ্ছে আর নানা ধরনের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এ সকল ঘটনার জন্য অনেকে পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ি করছেন। কারণ গত ২৩ জুন হরীপুর বিদ্যুৎ কেন্দ্রের কাজের বিষয়ে ঠিকাদারের কাছে ডক বজলু ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। যা ঠিকাদারি প্রতিষ্ঠান থানা পুলিশ ও সেনা বাহিনীকে লিখিত ভাবে অবগত করেন। কিন্তু গত ২৯ জুন রোববার সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ঠিকাদারি কাজের চুক্তিপত্রে স্বাক্ষর করতে যাওয়ার আগে বন্দর থানার ওসির কাছে পুলিশী নিরাপত্তার জন্য ফোন করে পুলিশ চাইলে ওসি তাকে কিছু হবে না বলে আশ^স্থ করে মাত্র ৩জন নিরস্ত্র পুলিশ পাঠায়। যা নিয়ে ওসির ভ’মিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ওসি লিয়াকত আলী লিখিত আবেদন পেয়েও মুকুলকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। এতে অনেকে মনে করছেন, ওসি লিয়াকত আলী ডন বজলুর কাছ থেকে আগেই আর্থিক সুবিধা নিয়ে মুকুলকে নিরাপত্তা না দিয়ে শুধু ৩জন নিরস্ত্র পুলিশ পাঠিয়ে দায় সারতে চাচ্ছেন। রাজনৈতিক মহল মনে করেন নতুন ওসি আসার পর বন্দরের সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে গেছে। সে পুলিশ প্রশাসন চালাতে ব্যর্থ। ঘটনার দিন যদি মুকুলকে হত্যা করা হতো তা হলে ওসি লিয়াকতের কিছু যায় আসতো না। বন্দরবাসী একজন নেতাকে হারাতো। এদিকে ডন বজলু এর পর এক বির্তকিত কর্মকান্ড ঘটিয়ে এখনো বহাল তবিয়তে তাতে প্রশাসনের দুর্বলতাই প্রকাশ পায়। প্রশাসন চাইলে ২৪ ঘন্টার মধ্যে ডন বজলুর মত সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারে। এ বিষয়ে আতাউর রহমান মুকুল বলেন, আমাকে তারা পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টা করেছে। মহান আল্লাহ পাকের রহমতে আর বন্দরবাসীর দোয়ায় আমি প্রাণে রক্ষ পেয়েছি। তবে আমার শরীরে যে আঘাত পেয়েছি এবং আমি লাঞ্ছিত হয়েছি সে শুধু আমি একা নই এটা যেন বন্দরবাসীকে লাঞ্ছিত করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। তিনি আরো বলেন, সন্ত্রাসীর ডন বজলুর টাকায় কিছু মিডিয়া বজলুর পক্ষে মায়া কান্না করছে। তারা বলে বেড়ান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানুষকে কষ্ট দেয়। আমাকে যারা হত্যার চেষ্টা করলো সেই সকল সন্ত্রাসীদের পক্ষ নেয়াটা এটা কেমন সাংবাদিকতা তা আমার বোধগম্য নয়। আমি সন্ত্রাস লালনপালন করিনা। আমি সন্ত্রাসকে প্রশ্রয় দেই। আমি মনে করি সেই সকল মিডিয়া সন্ত্রাসকে উস্কে দিচ্ছে। আমি এসকল অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জানাই। মিডিয়া সব সময় নির্যাতিত মানুষের পক্ষে থাকবে এটাই আমা করি।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯