আজ শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ১৫ মহর্‌রম ১৪৪৭ | দুপুর ১২:১৭

পানি নি:ষ্কাশনের অভাবে শহরে জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ

ডান্ডিবার্তা | ১০ জুলাই, ২০২৫ | ১০:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সামান্য বৃষ্টিতে শহরের দেওভোগ এলাকাসহ বিভিন্ন স্থান জলাবদ্ধ হয়ে পড়ে। কারণ, একটু বৃষ্টিতেই রাস্তায় জমে থইথই পানি। আর জমে থাকা সেই পানি নামতে লেগে যায় অন্তত এক দিন। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগে পড়তে হয়। সরেজমিনে দেখা গেছে, পশ্চিম দেওভোগের পানির ট্যাংকি, দাতা সড়ক, ভ‚ইয়ারবাগ, নন্দিপাড়া, গোয়ালপাড়া, নাগবাড়ীসহ বিভিন্ন এলাকায় পানি জমে রয়েছে। ওই সব এলাকার রাস্তা তো বটেই, বাড়ীঘরে পর্যন্ত পানি উঠে যায়। জলাবদ্ধতার কারণে ডুবে গেছে পানির ট্যাংকি সংলগ্ন স্কুল মাঠটিও। এছাড়া রাস্তার দুপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে যাচ্ছে। দেওভোগের বেশ কয়েকজন বাসিন্দা বলেন, এখানকার প্রায় সব ড্রেনেজব্যবস্থাই নাজুক হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার না করায় তা ভরাট হয়ে পানি নিষ্কাশনের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় সামান্য বৃষ্টিতে এ এলাকাসহ বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে থইথই হয়ে যায়। এতে শহরবাসীকে পচা, দুর্গন্ধযুক্ত, ময়লা-আবর্জনা মেশানো পানি মাড়িয়ে চলাফেরা করতে হয়। দেওভোগ দাতাসড়ক সংলগ্ন এলাকার রুবেল এক মুদিদোকানদার বলেন, বৃষ্টি হলেই আমার দোকানে পানি উঠে যায়। সকালে বৃষ্টি হলে রাত পর্যন্ত সড়কে পানি থইথই করে। পানির কারণে ক্রেতাই কমে গেছে। দীর্ঘদিন ধরে সড়কের দুপাশের ড্রেন পরিষ্কার করা হয় না। ফলে ড্রেন দিয়ে একদম পানি নামে না। তা ছাড়া অনেক পুরোনো এসব নালা নতুন করে নির্মাণ করার দরকার বলেও ওই ঔষুধ ব্যবসায়ী রুবেল মত প্রকাশ করেন। এই বিষয়ে সাত রং সামাজিক সংগঠনের সভাপতি মো: মুন্না বলেন, আমার বাসার পাশেই সিটি কর্পোরেশনের ড্রেন, বছরখানেক হবে ড্রেনটি পরিস্কার করে না। ফলে পানি নি:স্কাশনের অভাবে সামান্য বৃষ্টিতেই জলাবন্ধতার সৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়তে হচ্ছে নগরবাসীকে। বিশেষ করে শিক্ষার্থীদের এবং মুসল্লিদের এ ময়লা দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে স্কুলে ও মসজিদে যেতে হচ্ছে। তিনি বলেন, এ সমস্যা থেকে সমাধানের জন্য আমি ব্যক্তিগত ভাবে সিটি কর্পোরেশনের কয়েকজন লোকের সাথে কথা বলেছি। তারা বলেছে কিছুদিনের মধ্যেই ড্রেন পরিস্কার করবে। কিন্তু প্রায় দুই মাস হতে চললেও আজও পর্যন্ত ড্রেন পরিস্কার করা হয়নি। এদিকে সারাদেশের ন্যায় আমাদের এখানেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আমার বাড়ীর আশে পাশে কয়েকজন ইতোমধ্যেই ডেঙ্গুতে আক্রাত হয়ে চিকিৎসা নিচ্ছে। শুনলাম, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল ভ‚ঁইয়ারবাগে নাকি একজন নারী মারা গেছে। তবুও সিটি কর্পোরেশনের কোন টনক নড়ছে না। আমরা দ্রæত আমাদের ড্রেনগুলো পরিস্কারের জন্য সিটি কর্পোরেশনের দ্রæত হস্তক্ষেপ কামনা করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা