আজ শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ১৫ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৪:২২

কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা চোপড়া

ডান্ডিবার্তা | ১১ জুলাই, ২০২৫ | ১১:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
অনেক বছর ধরে প্রবাসে জীবনযাপন করছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে একসময় কোণঠাসা হয়েই নাকি হিন্দি সিনেমার ভুবন ছেড়ে হলিউডে পাড়ি জমান। প্রায় দশ বছরের চেষ্টায় সেখানে নিজের ক্যারিয়ার গড়েছেন বলিউডের এ সুপার স্টার। যুক্তরাষ্ট্রের পপস্টার নিক জোনাসের সঙ্গে সে দেশেই সংসার পেতেছেন এ অভিনেত্রী। তাদের ঘরে রয়েছে একমাত্র মেয়ে মালতী মেরি। বিগত কয়েক মাসে বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি নাকি বলিউডে প্রত্যাবর্তন করছেন শাহরুখ খানের বিপরীতে। তাকে দেখা যাবে ‘ডন ৩’ সিনেমায়। এমনিতেই আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করেছেন একাধিকবার। কিন্তু এবার প্রিয়াঙ্কার খাবারের পছন্দ তাকে বিতর্কের মুখে ফেলেছে। অভিনেত্রীর ওপর ক্ষুব্ধ নেটিজেনরা দিলেন ‘আমেরিকান’ তকমা। স¤প্রতি নিজের সিনেমা ‘হেড অফ স্টেট’র প্রিমিয়ারে হাজির হন প্রিয়ঙ্কা। সেখানে তাকে বেশ কিছু প্রশ্ন করা হয় যেখানে মূলত দুটোর মধ্যে একটা তাকে বেছে নিতে হবে। প্রথম জানতে চাওয়া হয় কোনটা বেশি পছন্দ তার শিঙাড়া নাকি এমপানাডা? দ্বিতীয়টি স্পেন ও আমেরিকায় বহুল প্রচলিত খাবার। এমপানাডা আসলে শিঙাড়ার মতোই মাংসের পুর ভরা ভাজা খাবার। এই দুই খাবারের মধ্যে অভিনেত্রী কোনোটাকেই এগিয়ে রাখেননি। দুটি খাবারই তার পছন্দের বলে জানান অভিনেত্রী। তারপর তাকে বেছে নিতে বলা হয় বড়া পাও ও হটডগের মধ্যে। প্রিয়ঙ্কা বলেন, ‘অবশ্য হট ডগ্।’ প্রিয়াঙ্কার এ মন্তব্যে রুষ্ট হয়েছে অনেকে। কারণ তিনি দেশীয় কোনো খাবারের কথা বলেননি। ফলে কেউ কেউ তাকে কটাক্ষ করে বলেছেন, ‘আমেরিকান হওয়ার চেষ্টা করছেন।’ কেউ বলেছেন, ‘তিনি আর দেশি গার্ল নেই পরদেশি গার্ল হয়ে গিয়েছেন।’ এ ঘটনায় অবশ্য প্রিয়ঙ্কা কোনো মন্তব্য করেননি। যদিও প্রিয়াঙ্কা যে ভারতীয় সংস্কৃতিতেই জীবনযাপন করেন, তার প্রমাণ তিনি প্রায়ই রাখেন নিজের সোশ্যাল মিডিয়ায়। মেয়ের সঙ্গে দীপাবলি পালন করেন। সেখানে নিক জোনাসকেও দেখা যায় ভারতীয় পোশাকে সাজতে। আবার কখনো মেয়ে রুটি বেলছে দাদির সঙ্গে, এমন ভিডিও শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা