
ডান্ডিবার্তা রিপোর্ট
অনেক বছর ধরে প্রবাসে জীবনযাপন করছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে একসময় কোণঠাসা হয়েই নাকি হিন্দি সিনেমার ভুবন ছেড়ে হলিউডে পাড়ি জমান। প্রায় দশ বছরের চেষ্টায় সেখানে নিজের ক্যারিয়ার গড়েছেন বলিউডের এ সুপার স্টার। যুক্তরাষ্ট্রের পপস্টার নিক জোনাসের সঙ্গে সে দেশেই সংসার পেতেছেন এ অভিনেত্রী। তাদের ঘরে রয়েছে একমাত্র মেয়ে মালতী মেরি। বিগত কয়েক মাসে বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি নাকি বলিউডে প্রত্যাবর্তন করছেন শাহরুখ খানের বিপরীতে। তাকে দেখা যাবে ‘ডন ৩’ সিনেমায়। এমনিতেই আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করেছেন একাধিকবার। কিন্তু এবার প্রিয়াঙ্কার খাবারের পছন্দ তাকে বিতর্কের মুখে ফেলেছে। অভিনেত্রীর ওপর ক্ষুব্ধ নেটিজেনরা দিলেন ‘আমেরিকান’ তকমা। স¤প্রতি নিজের সিনেমা ‘হেড অফ স্টেট’র প্রিমিয়ারে হাজির হন প্রিয়ঙ্কা। সেখানে তাকে বেশ কিছু প্রশ্ন করা হয় যেখানে মূলত দুটোর মধ্যে একটা তাকে বেছে নিতে হবে। প্রথম জানতে চাওয়া হয় কোনটা বেশি পছন্দ তার শিঙাড়া নাকি এমপানাডা? দ্বিতীয়টি স্পেন ও আমেরিকায় বহুল প্রচলিত খাবার। এমপানাডা আসলে শিঙাড়ার মতোই মাংসের পুর ভরা ভাজা খাবার। এই দুই খাবারের মধ্যে অভিনেত্রী কোনোটাকেই এগিয়ে রাখেননি। দুটি খাবারই তার পছন্দের বলে জানান অভিনেত্রী। তারপর তাকে বেছে নিতে বলা হয় বড়া পাও ও হটডগের মধ্যে। প্রিয়ঙ্কা বলেন, ‘অবশ্য হট ডগ্।’ প্রিয়াঙ্কার এ মন্তব্যে রুষ্ট হয়েছে অনেকে। কারণ তিনি দেশীয় কোনো খাবারের কথা বলেননি। ফলে কেউ কেউ তাকে কটাক্ষ করে বলেছেন, ‘আমেরিকান হওয়ার চেষ্টা করছেন।’ কেউ বলেছেন, ‘তিনি আর দেশি গার্ল নেই পরদেশি গার্ল হয়ে গিয়েছেন।’ এ ঘটনায় অবশ্য প্রিয়ঙ্কা কোনো মন্তব্য করেননি। যদিও প্রিয়াঙ্কা যে ভারতীয় সংস্কৃতিতেই জীবনযাপন করেন, তার প্রমাণ তিনি প্রায়ই রাখেন নিজের সোশ্যাল মিডিয়ায়। মেয়ের সঙ্গে দীপাবলি পালন করেন। সেখানে নিক জোনাসকেও দেখা যায় ভারতীয় পোশাকে সাজতে। আবার কখনো মেয়ে রুটি বেলছে দাদির সঙ্গে, এমন ভিডিও শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯