আজ মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ২:২১
শিরোনাম:
ঋণের চাপে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা    ♦     না’গঞ্জ চারুকলায় মাস্টার্স প্রোগ্রাম চালুর দাবি    ♦     প্রতারক চক্রের ৩জন গ্রেপ্তার    ♦     বন্দর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বক্তারা হলুদ সাংবাদিকতা এখন ডেঙ্গুর মত ভয়াবহ    ♦     ফতুল্লায় ওসমান দোসররা বিএনপির ছায়াতলে    ♦     ধরা ছোঁয়ার বাইরে মতির সহযোগী জাহাঙ্গীর    ♦     না’গঞ্জে কোনো ফ্যাসিবাদী শাসন চলতে দেব না    ♦     ফতুল্লার ৫ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনে তৎপরতা    ♦     গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে    ♦     সদরে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা    ♦    

রাজনীতি থেকে শিষ্টাচার হারিয়ে যাচ্ছে

ডান্ডিবার্তা | ২০ জুলাই, ২০২৫ | ৯:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক অঙ্গনে ব্যপক পরির্বতন দেখা দিয়েছে। দীর্ঘ যারা জোটে ছিল তারা এখন জোট থেকে বেরিয়ে একক ভাবে রাজনীতিতে আর্ভিভ’ত হয়েছে। আর দেখা দিয়েছে ক্ষমতায় যাওয়ার লড়াই। যাদের দেশের বিরুদ্ধে অবস্থান নেয়ার অভিযোগ রয়েছে তারা টিকে থাকার জন্য একটি বৃহত্তম দলের আশ্রয়ে থেকে দেশে রাজনীতি করেছেন। তাদের অস্তিত্ব ধরে রাখতে। স্বৈরাচার হাসিনা সরকার এ দলটিকে স্বাধীনতা বিরোধী হিসাবে নিপিড়ন করলেও একমাত্র তারা বিএনপির কাছে আশ্রয় পেয়ে দেশে টিকে ছিলেন। স্বৈরাচারের দীর্ঘ ১৬ বছরের অপশাসনের অবসান হওয়ার পর এ দলটি বেকে বসলেন। যে দল তাদের আশ্রয় দিয়ে দেশে টিকিয়ে রেখেছিলেন এবার তাদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়েছেন। সম্প্রতি রাজধানীর মিডফুডে আধিপত্য বিস্তার নিয়ে বর্বর হামলার ঘটনা ঘটে এ ঘটনাকে পূঁজি করে বিএনপির বিপক্ষে অবস্থান নেয় জামায়াতে ইসলামী নাম স্বাধীনতা বিরোধী দলটি। রাজনৈতিক শিষ্টাচার ভুলে দলের প্রধানের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য দিয়ে রাজনৈতিক মাঠকে অস্থির করে তুলেছে। যার প্রতিক্রীয়া সারা দেশে ছড়িয়ে পড়েছে। সারা দেশে বিএনপির নেতাকর্মীরা ফুঁসে উঠে। বিএনপির কুরুচির জবাবে জামায়াতের বিরুদ্ধে সৈই স্বৈরাচারদের দেয়া শ্লোগানও তারা দিতে থাকে। এতে দেখা যায় রাজনীতি থেকে শিষ্টাচার হারিয়ে যাচ্ছে। তবে বিএনপির এখনো উদার মনের পরিচয় দিয়ে যাচ্ছেন। গতকাল সোহরাওয়াদ্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়েন জামায়াতের আমীর। তাকে নেয়া হয় হাসপাতালে। এ সংবাদ শুনে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের জামায়াতের জাতীয় সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এন‌সি‌পি), ইসলামী আন্দোলন, গণঅ‌ধিকার প‌রিষদসহ ‘ফ্যাসিবাদবি‌রোধী’ দল‌গু‌লো‌কে আমন্ত্রণ জা‌নি‌য়েছে জামায়া‌তে ইসলামী। ত‌বে আমন্ত্রণ ক‌রে‌নি ২৪ বছরের‌ জোটসঙ্গী বিএন‌পি‌কে। পিআরের পক্ষে থাকার পরও দলত্যাগী জামায়া‌তের সাবেক নেতাদের দল এবি পা‌র্টিকেও আমন্ত্রণ ক‌রে‌নি তারা। জামায়াতের না‌য়ে‌বে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তা‌হের জানান, পিআরের প‌ক্ষে থাকা দলগু‌লো‌কে আমন্ত্রণ করা হ‌য়ে‌ছে। সোহরাওয়ার্দী‌র সমা‌বে‌শে বিএন‌পি‌কে আমন্ত্রণ না করার কার‌ণ সম্পর্কে জামায়াতের আরেক জ্যেষ্ঠ নেতা বলে‌ছেন, সমাবেশ করা হ‌চ্ছে আনুপা‌তিক পদ্ধ‌তি‌তে (পিআর) নির্বাচ‌নের দাবিতে। বিএন‌পি পিআরের ঘোরবিরোধী। তাই আমন্ত্রণ করা হয়নি। আমন্ত্রণ করলে দুই দলকে বিব্রত হতে হতো। একাত্ত‌রের ভূমিকার জন্য ক্ষমা চা‌ওয়া উচিত- এ অবস্থা‌নের কার‌ণে জামায়াত থে‌কে ২০১৯ সা‌লে ব‌হিষ্কার করা হয় ছাত্রশি‌বি‌রের সা‌বেক সভাপ‌তি ম‌জিবুর রহমান মঞ্জুকে। প‌রের বছর তি‌নি এবি পার্টি গঠন ক‌রেন। জামায়াত, শি‌বি‌রের অ‌নেকেই যোগ দি‌য়ে‌ছেন এ দলে। এবি পা‌র্টিও পিআর চায়। তারপরও সমাবে‌শে আমন্ত্রণ না করার কারণ সম্প‌র্কে জামায়া‌তের একজন জ্যেষ্ঠ নেতা ব‌লে‌ছেন, ম‌জিবুর রহমান মঞ্জুর প্রতি নেতাকর্মীরা ক্ষুব্ধ, কারণ তি‌নি নিয়‌মিত জামায়া‌তের সমালোচনা করেন। তি‌নি সমা‌বে‌শে বক্তৃতা করলে কর্মীরা প্রতি‌ক্রিয়া দেখা‌তে পারেন। এ ঝুঁ‌কির কার‌ণে আমন্ত্রণ করা হয়‌নি এবি পা‌র্টিকে। প্রসঙ্গত, ১৯৯৯ সাল থে‌কে পরের দুই যুগ একজো‌ট ছিল বিএন‌পি ও জামায়াত। একস‌ঙ্গে সরকার পরিচালনা ক‌রে। ২০২২ সালের ডি‌সেম্ব‌রে সম‌ঝোতার ভিত্তিতে জোট ভা‌ঙে দুই দল। ২০২৪ সালের ৭ জানুয়া‌রির নির্বাচনের পর বিএন‌পির যুগপৎ আন্দোলন থেকে‌ও স‌রে যায় জামায়াত। জুলাই অভ্যুত্থানে দল দু‌টি অংশ নি‌লে‌ও ৫ আগ‌স্টের পর বিএন‌পির প্রধান নির্বাচনী প্রতিযোগী হওয়ার ‌চেষ্টা কর‌ছে জামায়াত। ত‌বে দুই দলের নেতারা একে অপ‌রের কর্মসূ‌চি‌তে যোগ দি‌য়ে‌ছিলেন। এখন তারা বিএনপিকে শত্রæ মনে করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা