
ডান্ডিবার্তা রিপোর্ট
সুযোগের অপেক্ষায় পরাজিত শক্তি আওয়ামী দোসররা। তারা ওৎ পেতে আছে যে কোন সময় দেশে অরাজকতা সৃষ্টি করার। যা নিয়ে দেশের সকল দলের মাথা ব্যাথা হয়ে দাঁড়িয়েছে। যেভাবে সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী দোসরদের তান্ডব ও নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের সময় ঘটেছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী দোসররা তান্ডব চালানোর চেষ্টা করে যাচ্ছে। গত কয়েকদিন আগে আওয়ামীলীগসহ তাদের নিষিদ্ধ ৪টি সংগঠন একযোগে হরতালের ডাক দেয়। যদিও দেশের জনগণ তাদের হরতার প্রত্যাক্ষান করেছে। তবে তারা হরতাল ডেকে থেকে থাকেনি। ঢাকা ও নারায়ণগঞ্জে থেমে থাকা বাসে আগুন দিয়েছে। এমনকি ফতুল্লায় সড়কে আগুন জ¦ালিয়ে মিছিলের প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু জনতার হাতে একজন ধরা পড়ে। আর বাকিরা পালিয়ে যায়। দেখা গেছে আওয়ামীলী দোসররা স্থান পরিবর্তন করে নাশকতা করার পায়তারা করছে। এর আগেও নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী দল ছাত্রলীগ ঝটিকা মিছিল ও নারায়ণগঞ্জে ওসমান দোসররা বিভিন্ন দেয়ালে পোস্টারিং করে তাদের অস্তিত্ব জানান দেয়ারও চেষ্টা করেছে। গত বছরের ৫ আগষ্টে ছাত্র-জনতার অভ্যূত্থানে পতিত আওয়ামীলীগ সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এ সরকারের পতন ঘটে। সেই সাথে আওয়ামী দোসররা দেশ ছেড়ে পালিয়ে যায়। আর যারা যেতে পারেনি। তারা পর্যায় ক্রমে কয়েকজন গ্রেফতারও হয়। তবে এখনো আওয়ামী দোসরদের একটি বড় অংশ দেশের অভ্যান্তরে আত্মগোপন আছে। তারা কেহ নিজ আত্বিয়ের বাসায়। আবার কেহ নাম পরিচয় গোপন করে বিভিন্ন এলাকায় অবস্থান করছে। মূলত: তারাই দেশে নাশকতার ছক তৈরী করছে। যা নিয়ে সরকারের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। এ বিষয়ে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মতপার্থক্য ও প্রতিদ্ব›িদ্বতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার। তা না হলে তারা এটিকে সুযোগ মনে করছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। বৈঠকে অংশ নেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির তানিয়া রব, ১২-দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বজলুর রশীদ ফিরোজ ও গণফোরামের মিজানুর রহমান। বৈঠকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার বিষয়ে অংশগ্রহণকারী সব দল সমর্থন জানান। তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহŸান জানান। এছাড়াও বৈঠকে নেতারা সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানান।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯