আজ বুধবার | ২৩ জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২ | ২৭ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৭:১২

বির্তক ও চাটুকারে ডুবছে বিএনপি

ডান্ডিবার্তা | ২৩ জুলাই, ২০২৫ | ১০:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
স্বৈরাচারদের বিরুদ্ধে প্রশাসন দেশ ব্যাপী চিরুনী অভিযান চালাচ্ছে। কিন্তু যারা ৫ আগষ্টের পট পরিবর্তনের পর হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের বিরুদ্ধে এখনো কোন অভিযান শুরু না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রীয়া দেখা দিয়েছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় যারা সাধারণত রিকশায় চড়ার ক্ষমতা ছিল না। অন্যের কাছ থেকে ধার নিয়ে চলতো হতো তারা মাত্র অল্প দিনে দামি গাড়ি হাকিয়ে বেড়াচ্ছে। আলাদিনের চেরাগের মত তাদের হাতে হঠাৎ এত টাকার উৎস কোথা থেকে এলো তা খতিয়ে দেখার আহবান জানিয়েছে সাধারণ মানুষ। দেখা গেছে বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় তাদের দোসররা সকল সেক্টর নিয়ন্ত্রণ করত। দীর্ঘ ১৬টি বছর আওয়ামী দোসররা লুটপাট করে দেশকে খোকলা করে ফেলেছে। আর যা কিছু অবশিষ্ট ছিল তা ৫ আগষ্টের পর লুটপাট হয়েছে। যখন স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় তখন তার নেতাকর্মী ও মন্ত্রী এমপিরা পালিয়ে যায়। এ সময় ছাত্র-জনতা উল্লাস করার সময় একটি সুবিধাবাদী দল সুযোগ বুঝে শুরু করে ব্যাপক লুটপাট ও ভাংচুর। এর পর শুরু হয় সেক্টর দখল। শুরু হয় চাঁদাবাজি। আর এর দায় গিয়ে বর্তায় বিএনপির উপর। এর একটি কারণও রয়েছে, বিএনপির কেন্দ্রীয় কমান্ড এমন কিছু লোককে দিয়ে কমিটি করেছে যারা দলকে নিয়ন্ত্রণ করার অযোগ্য। সেই অযোগ্য লোকেরা যখন দলের নিয়ন্ত্রক থাকে তখন এ অবস্থা হওয়াটা স্বাভাবিক। বিএনপিতে কোন কর্মী নেই সকলেই এখন নেতা। যার দরুন নারায়ণগঞ্জ বিএনপিতে চেইন অব কমান্ড নেই। যার যে ভাবে ইচ্ছা কাজ করছে। যার কারণে পদে পদে বিএনপির বদনাম হচ্ছে। দেখা গেছে ৫ আগষ্টের পর বিএনপির নাম ভাঙ্গিয়ে চালানো হয় লুটপাট ও ভাংচুর এবং চাঁদাবাজি। এ জন্য কয়েকজন বহিস্কার ও গ্রেফতারও হয়েছে। বিএনপিকে স্বচ্ছ রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার হুশিয়ারী দিলেও কতিপয় নেতা কর্মী তা ভ্রæক্ষেপ করছে না। যে যেভাবে পারছে চাঁদাবাজি করে বেড়াচ্ছে। আর এর দায় গিয়ে পড়ছে বিএনপির ঘাড়ে। যেমন রাজধানীর মির্ডফোডে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে সোহাগ নামক এক যুবককে বর্বরোচিত ভাবে প্রকাশ্যে হত্যা করে। আর এটাকে রাজনৈতিক ভাবে নিয়ে কিছু দল বিএনপিকে নাজেহাল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিএনপির কিছু নেতা একেবারে ধুধে ধোয়া তুলসি পাতা নয়। একটি গ্রæপ আছে যারা মনে করেছে শেখ হাসিনা পালিয়ে গেচে আর বিএনপি ক্ষমতায় চলে এসেছে। আর এটা মনে করে বিএনপির নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য লুটপাট করে নিজেদের পকেট ভারি করেছে। অল্প দিনে বনে গেছে পতিপত্তি। তাদের কেহ কেহ হঠাৎ দামি গাড়ি কিনে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে নিজেদের অহমিকাও প্রকাশ করেছে। বিএনপির কিছু নেতার মধ্যে একটি অহমিকা চলে এসেছে তারা নিজেরা নিজেদের মধ্যে কাঁদা ছুড়াছুড়ি করছে। নিজ দলের লোকদের হেয় করার রাজনীতিতে মত্ত রয়েছে। যারা বিএনপির প্রতিষ্ঠা থেকে বিএনপিকে বুকে লালন করে বিএনপিকে কুলস মুক্ত রেখেছে আজ তারা বিএনপিতে অবহেলিত। কিছু চাটুকার নেতাকর্মীর কারনে। বিএনপির এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি টাকা দিয়ে কমিটি পাওয়া যায় তবে বিএনপির ভবিষ্যত কতটা ভাল হবে তা বুঝতে বাকি থাকে না। রাজনীতি হলো জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য। নিজের খেয়ে জনগণের জন্য কাজ করা। আর যদি জনগণকে ধোকা দিয়ে নিজেদের পকেচ ভারি করা হয় তবে সে রাজনীতি ভাল ফল বয়ে ্টানে না। বিএনপিতে এমন কিছু নেতা রয়েছেন যারা রাজনীতি করেন নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য যা করেছিল স্বৈরাচারি শেখ হাসিনা সরকার। তাই সে পথে যাতে বিএনপি না হাটে সে জন্য রাজনৈতিক বিশ্লেষকরা মত প্রকাশ করেন। বিএনপির ভিতরে যারা বিএনপিকে ডুবাচ্ছে তাদের এখনই প্রতিহত করতে না পারলে আগামী নির্বাচনে এর খেসারত বিএনপিকে দিতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা