
ডান্ডিবার্তা রিপোর্ট
দীর্ঘ দিন একসাথে রাজনীতি করে এখন সেই মিত্র রাজনৈতিক শক্রতে পরিনত হয়েছে। সম্প্রতি রাজধানীর মিডর্ফোডে একটি বর্বর হত্যাকান্ডের পর তাদের বৈরিতা প্রকাশ্যে আসতে শুরু করে। এখন তাদের মধ্যে চলছে কাঁদা ছুড়াছুড়ি। উভয় দল বিভিন্ন সভা সমাবেশ করে একে অপরের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য ও শ্লোগান দিয়ে যাচ্ছে। যা সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রীয়ার সৃষ্টি হয়েছে। যারা বিগত সময় ৪ দলীয় জোট হিসাবে একসাথে সরকার পরিচালনা করেছে। আজকে তারা মিত্র থেকে শক্রতে পরিনত হয়েছে। শুধু তাই নয় ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে বিএনপির সঙ্গে একসাথে রাজপথে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দলটির এক নেতার ভাষ্য, এই আন্দোলন কোনো একক দলের ছিল না বরং ছিল জনরোষের বহিঃপ্রকাশ। ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে জামায়াত নেতাকর্মীরাও, যাদের অনেকে সে সময় গ্রেপ্তার হন। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, নারায়ণগঞ্জের কারাগারে সেসময় তিল ধারণের জায়গা ছিল না। নির্বিচারে গ্রেপ্তার চালানো হয়েছিল। ঢাকার আন্দোলনের সূতিকাগার ছিল নারায়ণগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া অনেক সমন্বয়ক আমাদের আশ্রয়ে ছিল। তাদের সিকিউরিটি নিশ্চিত করেছি আমরা। তিনি বলেন, আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর, সাইনবোর্ড থেকে শুরু করে চাষাঢ়া পর্যন্ত আন্দোলন বিস্তৃত ছিল। প্রথমদিকে আমরা অল্প লোক নিয়ে মাঠে নামলেও পুরোটা সময় আমরা মাঠে ছিলাম। অনেক জায়গায় বিএনপির সঙ্গে আমরা আন্দোলন করেছি। আমাদের অনেক কর্মী গ্রেপ্তার হয়েছে, বিএনপিরও অনেকে গ্রেপ্তার হয়েছে। মাওলানা জব্বার আরও বলেন, ১৯ জুলাইয়ের পর এটা আর বিএনপি বা জামায়াতের আন্দোলন ছিল না। এটা হয়ে ওঠে জনগণের আন্দোলন। যারাই ডেকেছে— সেই ডাকেই সাধারণ মানুষ সাড়া দিয়েছে। এটাই ছিল বাস্তবতা। তিনি এও বলেন, আমরা ক্রেডিটের রাজনীতি করি না। শহীদের তালিকা করে নিজেদের কৃতিত্ব দেখানো আমাদের অভ্যাস নয়। বাংলাদেশের সব শহীদই আমাদের শহীদ। আমরা শহীদ পরিবারের পাশে ছিলাম, আছি, এবং সামর্থ্য অনুযায়ী পাশে থাকবো। এদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে মিডফুডের ঘটনাটি আধিপত্য বিস্তার নিয়ে। আর এটাও একটি ষড়যন্ত্র বিএনপির বদনাম করার জন্য। যারা দীর্ঘ দিন বিএনপির সাথে থেকে বিএনপির সমমনা হিসাবে রাজনীতি করে আসছে। কিন্তু তারা এখন বৈরিতা শুরু করায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। জুলাই আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের পর একটি চক্র বিএনপি-জামায়াতের মধ্যে ফাটল সৃষ্টির জন্য মিশন নিয়ে মাঠে নামে। সেই মিশন ষড়যন্ত্রকারীরা প্রায় সফল হয়েছে। বর্তমানে বিএনপি-জামায়াতের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। যা এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মিত্র দলগুলির মধ্যে যদি বৈরিতা অব্যাহত থাকে তবে আগামী দিনের রাজনীতি ও নির্বাচন কঠিন হয়ে পড়বে। আর এ জন্য খেসারত দিতে হবে সাধারণ মানুষকে। কারণ বর্তমানে দেশে অনির্বাচিত অন্তর্বতিকালীন সরকার দেশ চালাচ্ছে। তাদের অনেক কিছু সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। আর একটি নির্বাচিত সরকার থাকলে তখন দেশের কোন সিদ্ধান্ত নিতে হলে সংসদে বসে তা দ্রæত নেয়া যায়। যার সুফল ভোগ করে দেশের জনগণ। এ জন্য স্বৈাচার ব্যতীত সকল রাজনৈতিক দলগুলিকে এক হয়ে দেশ ও জনগণের স্বাথে ঐক্যমতের ভিত্তিতে রাজনীতির সদস্য সমাধান করে দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সহায়তা করাই এখন মূল লক্ষ্য। তা না হলে আবার স্বৈরাচররা দেশে অস্থিরতা করার সুযোগ পাবে। যা সম্প্রতি গোপালগঞ্জে করেছে। এ জন্য রাজনীতিতে ঐক্যমতের বিকল্প নেই।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯