আজ বুধবার | ২৩ জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২ | ২৭ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৩:০৬

জঙ্গী রূপে ফিরছে আ’লীগ-ছাত্রলীগ

ডান্ডিবার্তা | ২১ জুলাই, ২০২৫ | ৯:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগ ও তাদের সহযোগি সংগঠনগুলির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ জঙ্গী কায়দায় নাশকতার পথ বেছে নিয়েছে। গতকাল রোববার হরতালের ডাক দিয়ে তারা মাঠে না থকলেও চোরাগুপ্তা ভাবে দাঁড়ানো গাড়িতে আগুন দিয়ে তারা ছটকে পড়েছে। দেশের মানুষ দীর্ঘ ১৬ বছরের জুলুম নির্যাতনে অতিষ্ট হয়ে উঠেছে। তাই এখন আর তাদের ডাকে কেহ সারা দেয় না। প্রকৃত যারা আওয়ামীলীগের ত্যাগী নেতা তারা নিজেদের আড়াল করে ঘরে বসে রয়েছেন। আর যারা দীর্ঘ ১৬ বছর আওয়ামীলীগ ব্যবহার করে সুবিধা নিয়েছে এখন তারা তাদের অস্তিত্ব ও অবৈধ সম্পদ রক্ষায় জঙ্গী কায়দায় মাঠে নেমেছে। তারা বর্তমান অন্তর্বতি সরকারকে বেকায়দায় ও বিএনপি-জামাতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। ইতিমধ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশনায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের অনেকে বিএনপিসহ সমমনা দলের মধ্যে অনুপ্রবেশ করেছে। মূলত: তারাই বিএনপির সকল কার্যক্রমসহ বিভিন্ন তথ্য আওয়ামীলীগের কাছে পাচার করছে। আওয়ামীলীগ যে জঙ্গী সংগঠন তৈরী করেছে তা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ওসিকে ফোনে হুমকি দেয়ার মধ্যে তা প্রমানিত হয়েছে। ফোনে ওসিকে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী নামক সংগঠনের প্রধান পরিচয় দিয়ে হুমকি দেয়া হয়। এই গেরিলা বাহিনী নাকি সারা দেশে কমিটি গঠন করেছে। যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। নারায়ণগঞ্জেও নাকি এই ধরনের সংগঠন তৈরী করা হয়েছে। যার প্রমান পাওয়া যায় গত শনিবার রাতে ফতুল্লায় নাশকতার প্রস্তুতির সময় জনতা ২জনকে ধরে পুলিশে দিয়েছে। অপরদিকে রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের চেষ্টার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিএমপি শ্যামপুর মডেল থানা পুলিশ।গ্রেপ্তার ব্যক্তি হলেন সিয়াম সরকার(২২)। গতকাল রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শ্যামপুর মডেল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমের জানা যায় শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোডের মাথায় যুবলীগ নেতা শাকিল বিন সামস্ ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুইজন কর্মী দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে শ্যামপুর মডেল থানার একটি টিম দ্রæত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় সিয়াম সরকারকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়। এ সময় রাফসান নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতকের বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তার সিয়াম সরকার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একজন কর্মী। সে শ্যামপুর এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগ করার চেষ্টার কথা স্বীকার করেছে। এদিকে গত ১৬ জুলাই গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এনসিপির মিটিংয়ে হামলা, মঞ্চ ভাঙচুর, আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং সরকারি-বেসরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। গোপালগঞ্জ জেলা ও বাংলাদেশের অন্যান্য জেলা থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পেটোয়া বাহিনী বর্বরোচিত হামলা, জেলখানায় হামলা, ডিসি-এসপি অফিসে হামলা, পুলিশ ও প্রশাসনের ওপর আগ্রাসন চালিয়েছে। গোপন একটি সূত্র জানায়, গত ১৬ জুলাই গোপলগঞ্জে ছিল নারায়ণগঞ্জের বেশ কয়েকজন আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তারা একদিন আগেই গোপালগঞ্জে গিয়ে অবস্থান করে ছিলেন। গত ১৮ জুলাই এনসিপি নেতারা নারায়ণগঞ্জে আসেন। আর তাদের আগমনকে কেন্দ্র করে এনসিপি নেতারা বিভিন্ন ন্থানে তোরণ নির্মাণ করেন। সেই তোরনে আগুন দেয় ছাত্রলীগের কর্মীরা। তবে আওয়ামীলীগ নারায়ণগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে বলে গোপান সূত্রে জানা গেছে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা