
ডান্ডিবার্তা রিপোর্ট
গডফাদার শামীম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা বিমান দুর্ঘটনাস্থল ও সচিবালয়ে ছাত্র আন্দোলনে যোগ দিয়ে অশান্তির চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে। একটি গোপন সূত্রে জানা গেছে। নারায়ণগঞ্জ থেকে শতাধিক আওয়ামী দোসর শামীম ওসমানের নির্দেশে বিভিন্ন আন্দোলনকারীদের সাথে মিশে গিয়ে দেশে অশান্তি পরিস্থিতির চেষ্টা চালানোর অপচেষ্টা করা হচ্ছে। দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিলে দুই উপদেষ্টাকে ১০ ঘন্টা অবরুদ্ধ করে রাখার পিছনে আওয়ামী দোসরদের হাত রয়েছে যা গোয়েন্দা তথ্যে খবর পাওয়া গেছে। এ অবরুদ্ধ করার সময় নারায়ণগঞ্জের একাধিক আওয়ামী দোসর অংশ নেয়ার খবরও পাওয়া গেছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে অস্থিরতা ও সহিংসতা ছড়ানোর চক্রান্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, এই অরাজক পরিস্থিতি সৃষ্টির পেছনে কার্যত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছেন। কখনো প্রকাশ্যে, আবার কখনো নেপথ্যে থেকে তারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুসারে, আওয়ামী লীগের পলাতক ‘গডফাদার’ নেতাদের কাছ থেকে নির্দেশ এসেছে যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক থাকতে দেওয়া যাবে না এবং যেকোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে তার সুযোগ নিতে হবে। এই নির্দেশের পর দলীয় কর্মীরা এরই মধ্যে মাঠে নেমেছেন এবং বড় ধরনের নাশকতার অপচেষ্টা চালাচ্ছেন। একইসঙ্গে, তারা যৌক্তিক-অযৌক্তিক আন্দোলনে আন্দোলনকারী সেজে ফায়দা লোটার চেষ্টা করছেন। সূত্র বলছে, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ফায়দা লোটার চেষ্টা করছে আওয়ামী লীগ। হতাহতের ঘটনাকে কেন্দ্র করে চালাচ্ছে নানা ধরনের অপপ্রচার। কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ মানুষকে উসকে দিচ্ছেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বতীকালীন সরকারের বিরুদ্ধে। পাশাপাশি গত মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের ভেতরে-বাইরে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ বাধে। আহত হন ৮০ জন। ভাঙচুর করা হয় যানবাহন। সেখানেও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ঢুকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ¯েøাগানও দেন। এর আগে ‘টুঙ্গিপাড়ায় কবর ভাঙা হবে’-এমন অপপ্রচার চালিয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষকে উসকে দিয়ে সহিংসতা ঘটিয়েছে দলটি। এছাড়া গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তি বলে বিবেচিত বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকদিন ধরে যে অনৈক্য তৈরি হয়েছে, এ সুযোগটিকেও নিজেদের মোক্ষম অস্ত্র হিসাবে কাজে লাগাচ্ছে কার্যত নিষিদ্ধ ওই দলটি। এভাবে নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে পড়া, জনমনে ক্ষোভ উসকে দেওয়া; ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যাপকভাবে স্পর্শকাতর প্রসঙ্গে গুজব কিংবা অপপ্রচার চালানোর নির্দেশ রয়েছে পতিত দলটির শীর্ষপর্যায় থেকে। আইজিপি বাহারুল আলম বলেন, আওয়ামী লীগের অপশক্তি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সাঁড়াশি অভিযান চলছে। সা¤প্রতিককালে মাইলস্টোন এবং সচিবালয়ের ঘটনায় আমরা ছাত্রলীগের পাঁচজনকে এরই মধ্যে গ্রেফতার করেছি। সচিবালয়ে যিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ¯েøাগান দিয়েছিলেন, তাকে কিছুক্ষণ আগে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছি। তার নাম শাকিল মিয়া শাক্কু। শিক্ষার্থীদের আন্দোলনের সময় গত মঙ্গলবার তিনি সচিবালয়ে ¯েøাগান দিয়েছিলেন, ‘জননেত্রী শেখ হাসিনাই ভালো ছিলেন, আমরা তাকেই ফিরিয়ে আনতে চাই।’ আইজিপি বলেন, অপকর্মে জড়িত কেউই ছাড় পাবে না। ভিডিও দেখে চিহ্নিত করে অপশক্তিকে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন আন্দোলন-কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনছি। ইতোমধ্যে বেশকিছু গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি বলেন, গত মঙ্গলবার উত্তরার দিয়াবাড়ি এবং সচিবালয়ের ঘটনায় পরাজিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। জড়িতদের দ্রæত গ্রেফতারে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলে মঙ্গলবার সকালে দিয়াবাড়ির ঘটনাস্থল পরিদর্শনে যান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যরা। এ সময় শতাধিক পুলিশ সদস্যসহ তাদের প্রায় ১০ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। আন্দোলনকারীদের দাবির মুখে তাৎক্ষণিকভাবে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহারের ঘোষণা দেয় সরকার। একই সঙ্গে তাদের বাকি দাবিগুলো বিশ্লেষণে একটি তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেয়। এরপর অবরুদ্ধ দশা থেকে মুক্তি দেওয়া হয় আসিফ নজরুলদের। অনেকটা জিম্মি করে এ দাবি আদায়ের পেছনে পরাজিত শক্তির হাত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন, ‘লাশ গুম করা হচ্ছে’-এমন গুজবও ছড়িয়েছে আওয়ামীচক্র। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বলেছেন, জুলাই-আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মতবিনিময় সভায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতার প্রতিশ্রæতি ব্যক্ত করেছে। এদিন দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জুলাই-আগস্টের ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯