আজ রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২ | ১ সফর ১৪৪৭ | সকাল ৭:৪৮
শিরোনাম:
একই আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা বিএনপির    ♦     ক্লিন ইমেজধারীরা ধানের শীষ পাচ্ছেন    ♦     মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতদের স্মরণে মহিলা পরিষদের মৌন মিছিল    ♦     শ্রমিকলীগ ক্যাডার ডাকাত জাকির বিএনপি নেতাদের আশ্রয়ে    ♦     ভারতে মঞ্জুনাথের মন্দিরে গণকবরের অভিযোগে রাজ্য জোড়ে তোলপাড়    ♦     এস আইয়ের বিরুদ্ধে ঘুষ বানিজ্যর অভিযোগ    ♦     মাকসুদ মুছাপুরে ৩২টা বাড়িতে আগুন দেয়ার এত সাহস কোথায় পায়    ♦     বন্দরে বিএনপি’র সদস্যপদ নবায়ণ কার্যক্রমে নজরুলের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান    ♦     রাজনৈতিক সংকটের জন্য খায়রুল হক দায়ী    ♦     গণসংহতি’র উদ্যোগে ৫৪ শহীদের নামে বৃক্ষরোপণ    ♦    

না’গঞ্জে সক্রিয় হচ্ছে আওয়ামী দোসররা

ডান্ডিবার্তা | ২৪ জুলাই, ২০২৫ | ১০:৫৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গোপনে গোপনে সক্রিয় হতে শুরু করেছে আওয়ামী দোসররা। আগষ্টে তারা শোক পালন করবে। সে লক্ষ্যে তারা সক্রিয় হচ্ছে। যদিও তাদের কার্যক্রমের উপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে তথাপি তারা গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এমন তথ্য বিভিন্ন সূত্র থেকে পাওয়া। গত মাসেও তাদের কেহ কেহ আওয়ামলিীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এবারও তারা সক্রিয় হতে শুরু করেছে। তবে তারা সংগঠিত হয়ে যে কোন অপ্রিতিকর পরিস্থিত সৃষ্টি করার আশঙ্ক রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেক মহলের ধারনা। তারণ তাদের তান্ডব লীলা ইতিমধ্যে গোপালগঞ্জে গঠিয়েছে। গত বছর ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোসররাও গতবছরের ৫ আগষ্টেই নিজ নিজ এলাকা ছেড়ে গাঢাকা দেয়। অনেকেই দেশের বাইরে পালিয়ে গেলেও অধিকাংশ আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা দেশের অভ্যন্তরে লুকিয়ে আছে। বিগত ১৬ বছরে সাধারণ মানুষকে শোসন করে স্বৈরাচারী আওয়ামীলীগের দোসররা কোটি কোটি টাকা বেআইনী ভাবে অর্জন করেছে। হাট-মাঠ-ঘাট থেকে শুরু করে সর্বত্রই এরা লুটপাট করে শত শত কোটি টাকার মালিক বনেছে অর্ধিকাংশ নেতাকর্মী। বানিজ্যিক নগরী নারায়ণগঞ্জের সর্বত্র আওয়ামী দোসরদের দখলে ছিল। নারায়ণগঞ্জ লুটপাটের কারণে এখন বসবাসে অযোগ্য হয়ে পড়েছে। এমন কোন সেক্টর ছিল না যে সেক্টর থেকে এরা চাঁদা আদায় করতো না। স্বৈরাচারী সরকার পতনের মাত্র ১১ মাস যেতে না যেতেই পালিয়ে যাওয়া শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জের আওয়ামীলীগ নেতারা অর্থ দিয়ে বিভিন্ন দলের নেতাকর্মীদের নিজেদের বসে আনার পাশাপাশি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে নারায়ণগঞ্জকে অস্থির করে তোলার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। একাধিক সূত্র জানায়, গত জুন মাস থেকেই তারা বিভিন্ন বাড়ি ঘরে ছোট ছোট মিটিং করে নিজেদের সংঘবদ্ধ করার পায়তারা করে আসছে। এসব কাজে অর্থের যোগান দিয়ে চলেছেন, আওয়ামীলীগের পলাতক কোটিপতিরা। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গোপনে গত জুনমাসে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী করে কেউ কেউ তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও দিয়েছেন। নারায়ণগঞ্জের বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যর্থতায় সুধি মহল ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নিষিদ্ধ একটি দল গোপনে সভা করবে এটাই স্বভাবিক। গোপন সভা হওয়ার আগেই গোয়েন্দা সংস্থাগুলির তা জানা উচিৎ ছিল। যা না জেনে গোয়েন্দা সংস্থাগুলি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মহিলা দলনেত্রী দিলারা মাসুদ ময়না ক্ষেভের সাথে বলেন, সাবেক মেয়র আইভীকে গ্রেফতারকালে পুলিশী কাজে বাধাপ্রদানসহ বিভিন্ন জায়গায় ব্যরিকেট সৃষ্টিকারী প্রকৃত সন্ত্রাসীরা এখনো এলাকায় দাপুটের সাথে ঘুরে বেড়াচ্ছে। তার দাবি পশ্চিম দেওভোগের জনৈক লিটন সেদিন পুলিশের উপর আঘাত করার যাবতীয় সরঞ্জামসহ এলাকার কিছু লোককে একত্রিক করেছিল। এমনকি লিটনের বাসায় নাকি ইতিমধ্যে একাধিক গোপন বৈঠকে আওয়ামীলীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের দেখা গেছে। এলাকায় এরা নিজেদের গোবেচারা হিসাবে পরিচয় দিয়ে চলাফেরা করলেও বাস্তবে নারায়ণগঞ্জকে অস্থির করে তোলার জন্য এরা দিন দিন শক্তিশালী হচ্ছে। রাজধানীর পাশের শহর নারায়ণগঞ্জে বড় ধরনের আঘাত হানতে পলাতক স্বৈরাচারের দোসররা লাখ লাখ টাকা খরচ করে নিয়মিত গোপন বৈঠক চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এদের উদ্দেশ্য আগামী আগষ্ট মাসে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করেত প্রয়োজনীয় সব কিছুই তারা করবে। নারায়ণগঞ্জে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে পলাতক আওয়ামী নেতারা বিভিন্ন কায়দায় অর্থ যোগ দিয়ে চলছে। এই অর্থের মাধ্যমে নারায়ণগঞ্জে নাশকতার ছক তৈরী করা হচ্ছে। নারায়ণগঞ্জকে অস্থির করার পায়তারা চলছে এমন আভাস দৈনিক ডান্ডিবার্তা বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য প্রকাশ করলেও অজ্ঞাত কারণে গোপন বৈঠককারীদের কিংবা নাশকতা করতে পারে এমন কাউকে আইন শৃঙ্খলা বাহিনী এখনো গ্রেফতার করতে পারেনি। নারায়ণগঞ্জকে অস্থির করে তোলতে পারলে তা গোপালগঞ্জের চাইতেও খুব দ্রæত সময়ে রাজধানীতে ছাড়িয়ে পড়বে এমনই ধারনা পলাতক আওয়ামী নেতাদের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা