
ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, মানবিক গুনাবলী যদি থাকে, আর যেই শিক্ষা আমরা অর্জন করলাম এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এই শিক্ষার গুরুত্ব আছে। শিক্ষা হচ্ছে জ্ঞান অর্জন করা, আর জ্ঞান অর্জন করার পর সেটাকে ব্যবহার করা। অর্জিত জ্ঞান দুইভাবে ব্যবহার করা যায়, একটা হলো ভালো পথে, আরেকটা হলো খারাপ পথে। এখন পছন্দ করে নিতে হবে সে এই জ্ঞান কোন পথে ব্যবহার করবে ভালো নাকি খারাপ। ভালো মানুষ হতে হবে, যে ভালো মানুষ হবে সে নিশ্চয়ই এ জ্ঞান ভালো পথে কাজে লাগাবে। গতকাল বুধবার সকালে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ৪র্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাশফাকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফেইসবুকে সময় দেওয়ার চেয়ে তোমার মাকে সময় দেও বেশি, তোমার ভাইকে সময় দেও বেশি, তোমার বন্ধুকে সময় দেওয়ার চেয়ে তোমার বাবাকে সময় দেওয়া বেশি জরুরি। তোমরা জখন বাসায় যাও তোমার বাবা, মার দিকে তাকাবে দেখবে কতো ভালো লাগে। বাবা, মাকে জড়িয়ে ধরবা দেখবে ভালো লাগবে। ভালো মানুষ হতে হবে, ভালো অফিসার হওয়ার চেয়ে, ভালো পলিটিশিয়ান হওয়ার চেয়ে, ভলো ব্যবসায়ী হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটাই ইনপটেন, ভালো মানুষ হওয়াটাই অনেক বেশি ইনপটেন। আমাদের দেশে ভালো মানুষের অনেক অভাব, দায়ীত্বশীল মানুষ, একটা সুনাগরিক যে নিজেকে নিয়ে নিজে গর্ব করতে পারে। তোমার মধ্যে এই ভাবনাটা থাকতে হবে যে আমি নিজেকে নিজের আচরন, নিজের কাজ নিজের চিন্তা নিয়ে গর্ব করতে পারি সেই মানসিকতায় তৈরি হওয়া। উক্ত অনুষ্ঠানের উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা। সভায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধক্ষ্য মীর মোসাদ্দেক হোসেনের পরিচালানায় আরো উপস্থিত ছিলেন, আবুল হোসেন, শিষির ঘোষ অমর, রিফাত হোসেন, শিক্ষক আবু তাহের, আবু তালেব, উমর ফারুক, এইচএম ফারুক, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ ৪র্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আহবায়ক মনিরুল ইসলাম ও সদস্য সচিব আবু সুফিয়ান শুভ প্রমুখ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯