
ডান্ডিবার্তা রিপোর্ট
অধূমপায়ীদের সুরক্ষায় ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) কার্যালয় নগরভবনকে সম্পূর্ণ ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে নারী মৈত্রীর আয়োজনে “ধূমপানমুক্ত ঘোষণা ও টেকসই তামাক নিয়ন্ত্রণ উদ্যোগ গ্রহণ” শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেন কর্তৃপক্ষ। নাসিক প্রশাসক এএইচএম কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ধূমপানের ক্ষতি শুধু ধূমপায়ীর নয়, অধূমপায়ীর জন্যও সমান ঝুঁকিপূর্ণ। তাই সকলের স্বাস্থ্য সুরক্ষায় ধূমপানমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।” প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, “সিটি কর্পোরেশন কার্যালয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসেন। কর্মস্থলকে ধূমপানমুক্ত করে শুধু কর্মীদের নয়, আগত সেবাগ্রহীতাদেরও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।” সভাপতিত্ব করেন নারী মৈত্রীর তামাকবিরোধী মায়েদের ফোরামের আহŸায়ক অধ্যাপক শিবানী ভট্টাচার্য। তিনি বলেন, “এই উদ্যোগ একটি সামাজিক পরিবর্তনের সূচনা। এটি শুধু একটি অফিসকে নয়, পুরো শহরকে প্রভাবিত করবে।” অনুষ্ঠানে নারী মৈত্রী টোব্যাকো কন্ট্রোল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী নাসরিন আক্তার মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তামাকের ভয়াবহতা তুলে ধরেন। তিনি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এবং স্থানীয় সরকার পর্যায়ে বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তার কথা বলেন। সিটি কর্পোরেশনের করণীয় বিষয়ে বেশ কয়েকটি সুপারিশও পেশ করেন। সিটি কর্পোরেশন জানিয়েছে, এ উদ্যোগের ধারাবাহিকতায় ভবিষ্যতে নগরীর অন্যান্য ওয়ার্ড, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি অফিসকেও ধূমপানমুক্ত কর্মপরিবেশে পরিণত করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নাসিক সচিব মো. নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী মো. আব্দুল আজিজ, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন এবং নারী মৈত্রীর নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯