আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৫২

বিএনপিকে কোনঠাসা করার মিশন

ডান্ডিবার্তা | ১৪ আগস্ট, ২০২৫ | ১১:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপিকে নিয়ে মিথ্যাচার ও প্রভাকান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে তৃনমূল নেতাকর্মীরা। বিএনপিকে কোনঠাসা করতে বিএনপিব বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার করা হচ্ছে এমনটাই দাবি বিএনপর শীর্ষ পর্যায় থেকে। নারায়ণগঞ্জ বিএনপির একাধিক নেতা বলেন, বিএনপি যখন গঠন হয় তখন থেকেই বিএনপি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এ দল গঠন করেন তখন থেকেই এ দলটি গণতন্ত্র প্রতিষ্টায় কাজ করে গেছে। যার ফলে দেশের মানুষ বুক ফুলিয়ে কথা বলার স্বাধীনতা পেয়েছে তেমন রাজনৈতিক চর্চা হয়েছে নিবিঘেœ। কোন বাধা ছাড়াই সকলেই তাদের মত প্রকাশ করতে পেরেছেন। সেই জিয়ার আর্দশে আজো দলটি পথ চলছে। যার কারণে বারবার দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। এ দল যতবারই ক্ষতায় এসছে ততবারই জনগণের ভোটে এসেছে। কিন্তু বিগত স্বৈরাচারী সরকার জনগনের ভোটের অধিকার হরণ করেছে। জনগণকে বাদ দিয়ে ভোটের নামে প্রহসন করে তারা ক্ষমতায় ১৬ বছর টিকে ছিল। কারণ তাদের প্রতি জনগণের আস্থা ছিল না। আর এ ভয় থেকেই তারা নির্বাচনকে নাটকে রূপান্তিত করেছে। গত বছরের ছাত্র-জন্তার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের একটি ক্লান্তি কাল চলে আসে। দেখা দেয় নেতৃত্বে অভাব। সেই মূহুর্তে অন্তর্বতি সরকার ক্ষমতা হাতে নেয়। অন্তবর্তি সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করলে কিছু রাজনৈতিক দলের মাথা খারাপ হয়ে গেছে। তারা নির্বাচন বানচাল করতে নানা ফন্দি আটতে শুরু করে। সেই সাথে বিএনপির জনপ্রিয়তায় ঈর্শান্¦িত হয়ে নানা ধরনের মিথ্যাচার ও প্রভাকান্ড ছড়াতে শুরু করে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেহেতু বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে, তাই দলটির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে। এ সময় বিএনপি মহাসচিব মিথ্যাচার নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, আমাদের নেতা (তারেক রহমান) তার নিজস্ব সংগ্রাম দিয়ে নির্বাচনকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিয়ে এসেছেন। আমাদের দায়িত্ব একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন আয়োজন। তিনি এ সময় সব সহযোগী সংগঠনকে এ বিষয়ে কাজ করার আহ্বান জানান। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। এ সময় তিনি চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি দাবি করে বলেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার ওপর কেউ হামলা করেনি, তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে রিজভী বলেন, সামনে নির্বাচন, ফলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ বিএনপির একাধিক নেতা বলেন, বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। দীর্ঘ ১৬ বছর বিএনপির আন্দোলন সংগ্রাম করলে তারা ছিল নিশ্চুপ। বিগত সময় তারা বিএনপির সাথে থেকে রাজনৈতিক সুবিধা নিয়ে আজ দেশে রাজনীতি করার অধিকার পেয়ে এখন বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। কিন্তু বিএনপির বিরুদ্ধে প্রভাকন্ডা বা ষড়যন্ত্র করে লাভ হবে না। দেশের মানুষ এখনো বিএনপির প্রতি আস্থা রেখেছে এবং আগামীতেও থাকবে। কারণ বিএনপি জনগণের মাঝে আস্থার জায়গা তৈরী করেছে। আর আগামী নির্বাচনে ন্যায় বিচার ও দেশের শান্তি প্রতিষ্ঠায় মানুষ বিএনপিকেই ভোট দেবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা