
ডান্ডিবার্তা রিপোর্ট
নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনেক আগেই মাঠে নেমেছে সম্ভাব্য প্রার্থীরা। তারা যার যার বলয়ে গিয়ে নিজেদের শক্তি ও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে তারা এখনো কেহ ঐক্যবদ্ধ হতে পারেনি। প্রার্থীরা মনে করছেন তাদের জনপ্রিয়তা তুঙ্গে। সকলেই ধানেরশীষ প্রতীক যেন হাতে পেয়ে গেছেন এমন ভাব প্রকাশ করে চলেছেন। কিন্তু পরিস্থতি বলে ভিন্ন কথা। এবার শুধু ধানেরশীষ হলেই বিজয় হওয়া যাবে না। প্রার্থীকে অবশ্যই জনবান্ধব ও নেতাকর্মীদের মাঝে আস্থা অর্জন করতে হবে। বিচ্ছিন্ন ভাবে নিজেদের শক্তি দেখালে মনোনয়ন বাগাতে কঠিন হয়ে যাবে। এবার নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হলে দলের ভিতরে থাকা বির্তকিতদের দ্রুত বাদ দিতে হবে। বিএনপির জনগণের মাঝে দেখাতে হবে কোন অপরাধীকে বিএনপি ছাড় দেয় না। এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নারায়ণগঞ্জে অনেক আওয়ামী দোসর কিছু নেতাদের অর্থের লোভ দেখিয়ে বিএনপিতে অনুপ্রবেশ করেছে। তারা বিএনপির জন্য বড় সমস্য হয়ে দাঁড়াবে। কারণ আওয়ামী দোসরদের বিএনপিতে অনুপ্রবেশের একটি মিশন রয়েছে। তারা বিএনপিকে বির্তকিত ও বেকায়দা ফেলবে। আগামী নির্বাচন বানচাল করাই তাদের প্রধান টার্গেট। নিবার্চন যতই ঘনিয়ে আসছে ততই আওয়ামী দোসররা তৎপর হয়ে উঠছে। গোপন একটি সূত্র জানায়, বর্তমানে নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতারা নিজেদের দলভারি করার জন্য কোন যাচাই-বাছাই ছাড়াই যাকে খুশি তাকে দলে অনুপ্রবেশের সুযোগ দিচ্ছেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপির কিছু নেতা এক তরফা কিছু অর্থ হাতিয়ে নেয়ার জন্য আওয়ামীলীগ সন্ত্রাসীদের নিজেদের আশ্রয়ে রেখেছেন। যা খাল কেটে কুমির আনার মত। বর্তমানে অনেক সন্ত্রাসীকে দেখা যায় বিএনপি নেতাদের সাথে বসে এক টেবিলে বসে কাওয়া দাওয়া করাসহ আড্ডায় মত্ত থাকেন। সাধারণ নেতাকর্মীরা মনে করছেন, বিএনপির পদ পদবী ব্যবহার করে অল্প দিনে অনেকে পতিপত্তি হয়ে গেছেন। এত অর্থের উৎস কোথায় তা খতিয়ে দেখা প্রয়োজন। নারায়ণগঞ্জে এমন কিছু প্রার্থী রয়েছেন যাদের সহযোগিদের বিরুদ্ধে নানা অপরাদের অভিযোগ রয়েছে। তারা এখনো বহাল তবিয়ে শহর থেকে শহরতলি দাবড়িয়ে বেড়াচ্ছেন। এসকল অপরাধীরা দলে থাকলে বিএনপির জন্য নির্বাচনে বিজয় ছিনিয়ে আনাটা কঠিন হয়ে যাবে। বিএনপির প্রতি মানুষের যে আস্থা ছিল তা সেই বির্তকিতদের কারণে দিন দিন ম্লান হয়ে আসছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ দলের সম্ভাব্য প্রার্থীসহ বিএনপির মিত্র দলের প্রার্থীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন। কিন্তু বিএনপির সম্ভাব্য অধিকাংশ প্রার্থীর পিছনে কোন না কোন বির্তক রয়েছে। তবে বিএনপির হাইকমান্ড সূত্রে জানা গেছে, এবার বিএনপি মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করেই মনোনয়ন দিবেন। এতে করে যারা ক্লিন ইমেজধারী তারাই বিএনপির মনোনয়ন পাচ্ছেন এমনটাই প্রতিয়মান হচ্ছে। শুধু জেলা বা মহানগরে দলের নেতৃত্বে দিলেই মনোণয়ন পাওয়া যাবে এমনটা হচ্ছে না। কারণ বিএনপিকে নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে। এ জন্য যারা জনগণের আস্থার প্রতীক তাদের মত নেতাকেই বিএনপি মনোনয়ন দিবে। আর এ জন্য বিএনপির মাঠ পর্যায়ে একটি গোপন তদন্ত দল মাঠে কাজ করছে। সেই দলটি দেশের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের কাছে নিজেদের পরিচয় গোপন করে তদন্ত করছেন বলেও বিএনপির হাইকমান্ড ষুত্রে জানা গেছে। তবে বিএনপির নেতৃত্বে দিলেই মনোনয়ন পাওয়া যাবে এমনটা নয়। দলের প্রার্থী হবে জনবান্ধব ও বির্তকহীন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি দিন দিন ইমেজ হারাচ্ছে। আর অনুপ্রবেশকারীরা হবে বিএনপির জন্য কাল।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯