আজ বৃহস্পতিবার | ২১ আগস্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ২৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৫৬
শিরোনাম:
ভারতে বসে চলছে আ’লীগের ষড়যন্ত্র!    ♦     রেজা-গালিব ও কামাল মোল্লাকে আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার    ♦     বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজনৈতিক দলগুলি    ♦     সোনারগাঁয়ে সড়ক ও কালভার্টে ভাঙনে ভোগান্তিতে ৩০ গ্রামের মানুষ    ♦     মিথুন ও রাব্বির মাদকের বিরুদ্ধে সোচ্চার সামজিক মাধ্যম    ♦     দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে থাপ্পড়    ♦     ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে মারধর    ♦     স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি    ♦     ফতুল্লার দাপা ও ষ্টেশন এলাকায় মামা-ভাগিনার মাদক ব্যবসা!    ♦     সড়ক দুর্ঘটনা শূন্যে নামাতে নারায়ণগঞ্জে পেশাদার চালকদের বিশেষ প্রশিক্ষণ    ♦    

মিথুন ও রাব্বির মাদকের বিরুদ্ধে সোচ্চার সামজিক মাধ্যম

ডান্ডিবার্তা | ২১ আগস্ট, ২০২৫ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার পাগলা পপুলার স্টুডিওতে মাদক ব্যবসায়ী মিথুন ও তার ভাই রাব্বির মাদকের গোডাউন শিরোনামের নিউজের পর সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন, এলাকাবাসী ও সাধারণ মানুষের দাবী অচিরেই পাগলা পপুলার স্টুডিওতে মাদকের বিরুদ্ধে যৌথ বাহিনী অভিযান করলে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র উদ্ধার করতে পারবেন সন্ত্রাসী ও মাদকের ডিলার মিঠুন ও তার ভাই রাব্বির কাছ থেকে। চাচা ক্রসফায়ারে নিহত হাবিব সেট ও ভাই রানা পথেই হাঁটছেন পাগলা বাজার সহ আশপাশের এলাকার মাদক সম্রাট ইমরান রহমান মিথুন ও তার ভাই রাব্বি,শুধু মাদক ব্যবসা নাই মাদকের স্বরাজ্য গড়ে তুলেছেন পাগলা পপুলার স্টুডিও। পাগলা বাজার পপুলার স্টুডিও একসময়ের ত্রাস সন্ত্রাসী হাবিব সেট তার ভাতিজা রানা তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদকসহ অগত মামলার আসামী হওয়া ক্রসফায়ার দেন, চাচা শীর্ষ সন্ত্রাসী হাবিব সেট ও ভাই রানার নাম রাখতেই পাগলা বাজার, পপুলার স্টুডিও, জেলেপাড়া, পাগলা রেলস্টেশন, আলিগঞ্জ, পাগলা নদীর পাড়, মুন্সি খোলা সহ আশপাশে এলাকায় মাদকের প্রায় ১৯ টি স্পট গড়ে তুলেছেন শীর্ষ সন্ত্রাসী একাধিক মাদক ও হত্যা মামলার আসামি ইমরান রহমান মিথুন ও তার ভাই রাব্বি। পাগলা পপুলার স্টুডিওতে আলোচিত ভিপি রাজিব হত্যা মামলার প্রধান আসামি এই মিথুন ও তার ভাই। এখানেই শেষ নয় মিঠুনের অপরাধ জগত এখন যেন দেশের শীর্ষস্থানীয় সন্ত্রাসী ও মাদকের গডফাদারের তালিকায়। পাগলা বাজার ও তার আশপাশের এলাকায় চুন থেকে পান খুঁজতেই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মিঠুন ও তার ভাই রাব্বি বাহিনীর সেন, চাপাটি ও অস্ত্রের মোহরা যেন এখন সাধারণ মানুষের আতঙ্কের আরেক নাম। মিথুন ও তার ভাই রাব্বি নিয়ন্ত্রণে পাগলা বাজারে মাসে প্রায় লক্ষাধিক টাকার চাঁদাবাজি হয় বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন পরিবহন সেক্টর থেকেও মিঠুন ও তার ভাই রাব্বি প্রতি মাসে মাসোয়ারা নেয়। গত ৫ ই আগস্টের পর পাগলা মুন্সি খোলা ব্যবসায়ী তাজুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে প্রকাশ্যে অস্ত্র নিয়ে সেই ব্যবসা প্রতিষ্ঠান লুট করেন সন্ত্রাসী মিথুন ও তার ভাই রাব্বি বাহিনী। সব মিলিয়ে পাগলা পপুলার স্টুডিও এখন মিথুন ও তার ভাই রাব্বির মাদক ব্যবসার এক স্বরাজ্যে পরিণত করেছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সহ ফতুল্লা থানা পুলিশ মিথুনের ও তার ভাই রাব্বির অপরাধ জগতের কথা জানলেও এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি তারা।সর্বশেষ পাগলা পপুলার স্টুডিও থেকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ আড়াই কোটি টাকার মাদকসহ মিথুন ও তার সহযোগিতার গ্রেপ্তার করেন। মিথুনের বিরুদ্ধে যাত্রাবাড়ী,গেন্ডারিয়া, সুত্রাপুর, ফতুল্লা মডেল থানায় প্রায় দশটিরও বেশি হত্যা, চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরক মামলা রয়েছে। পাগলা পপুলার স্টুডিওর মাদক ব্যবসার খবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে নতুন কিছু নয় তবে মিঠুনদের যে বাহিনী রয়েছে তাদের কাছে নিরুপায় মনে হচ্ছেন প্রশাসন না হলে প্রকাশ্যে দিবালোকে মাদকের স্বরাজ্য গড়ে তুললেও কোন প্রকার অভিযান নেই এদের বিরুদ্ধে। গত পহেলা মে রাত আনুমানিক দশটার সময় পাগলা বাজার আফসার করি প্লাজার এর মালিক নান্টু সাহেব কে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করেন দুর্বৃত্তরা, সেই মামলায়ও সন্দেহের তালিকায় রয়েছেন শীর্ষ সন্ত্রাসী ও মাদকের গডফাদার অস্ত্রধারী মিথুন ও তার ভাই রাব্বি। তাই এলাকাবাসীর দাবি অচিরে যৌথবাহিনী যেনো পাগলা পপুলার স্টুডিওতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা