আজ বৃহস্পতিবার | ২১ আগস্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ২৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৫৬
শিরোনাম:
ভারতে বসে চলছে আ’লীগের ষড়যন্ত্র!    ♦     রেজা-গালিব ও কামাল মোল্লাকে আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার    ♦     বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজনৈতিক দলগুলি    ♦     সোনারগাঁয়ে সড়ক ও কালভার্টে ভাঙনে ভোগান্তিতে ৩০ গ্রামের মানুষ    ♦     মিথুন ও রাব্বির মাদকের বিরুদ্ধে সোচ্চার সামজিক মাধ্যম    ♦     দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে থাপ্পড়    ♦     ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে মারধর    ♦     স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি    ♦     ফতুল্লার দাপা ও ষ্টেশন এলাকায় মামা-ভাগিনার মাদক ব্যবসা!    ♦     সড়ক দুর্ঘটনা শূন্যে নামাতে নারায়ণগঞ্জে পেশাদার চালকদের বিশেষ প্রশিক্ষণ    ♦    

স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

ডান্ডিবার্তা | ২১ আগস্ট, ২০২৫ | ১১:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্ট্যান্ড এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে মহাসড়কের ইউটার্ন ঘুরে চিটাগাং রোড স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত র‌্যালিতে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। এসময় মোটর শোভাযাত্রার পাশাপাশি বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা উৎসবে মেতে উঠে। নেতাকর্মীদের হাতে শোভা পায় নানান রঙ্গের ব্যানার, ফেষ্টুন ও প্লেকার্ড। সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পুর সার্বিক তত্ত্বাবধানে উক্ত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু। প্রধান অতিথির বক্তব্যে ডা. মিজানুর রহমান বলেন, দেশের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের যেকোন ক্রান্তিলগ্নে, ঝড়-জলোচ্ছাসসহ দূর্যোগে অগ্রনি ভুমিকা পালন করে থাকে। তাই আগামী দিনেও শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশ গঠনে স্বেচ্ছাসেবক দল ভুমিকা রাখবে সেই প্রত্যাশা করছি। প্রধান বক্তার বক্তব্যে মমিনুর রহমান বাবু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইতিহাস অনেক গর্বের ও গৌরবের। বিগত স্বৈরাচারী শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে এই স্বেচ্ছাসেবক দল বিএনপি এবং অন্যান্য সহযোগী সংগঠনের সাথে আন্দোলন সংগ্রামে মাঠে কাজ করেছে। আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় আমরা ঐক্যবদ্ধ আছি। আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধ থাকব। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহম্মেদ, মাহাদী হাসান মিথুন, সদস্য আনিসুল হক বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, কবির হোসেন, মনোয়ার বিন রশিদ কর্নেল, সুহিন, সদস্য ইউসুফ মোল্লা স্বপন, রিয়াজ, আলামিন জমাদার, আলামিন শেখ, সুমন, হীরা, রনি, মিজান, মিরাজ, এ আর রানা, সোহাগ, রাসেল ও প্রিন্সসহ প্রমূখ। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন প্রজাতির ৪৫টি ঔষধি বৃক্ষ রোপন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও পালন করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা