
ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও থেকে মনাইকান্দি যাওয়ার পথে একটি কালভার্ট দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। প্রায় দুই কিলোমিটার সড়কের মাঝামাঝি কালভার্টটির দুই পাশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ৩০টি গ্রামের সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে ছোট-বড় যানবাহনের চালক-যাত্রীদেরও। সরেজমিনে দেখা যায়, প্রায় দুই বছর ধরে কালভার্টটির দুই পাশের সড়ক ভেঙে গর্ত তৈরি হয়েছে। এতে সড়কটি সরু হয়ে পড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি এবং তিন চাকার যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুধঘাটা, মঙ্গলেরগাঁও, ছোট কোরবানপুর, বড় কোরবানপুর, মাজলাপাড়া, পাঁচানি, শহিদনগর, শান্তিনগর, নবীনগর, চর গোয়ালদি, কাজিরগাঁও, দুর্গাপ্রসাদ, চৌধুরীগাঁও ও তাতুয়াকান্দিসহ প্রায় ৩০টি গ্রামের হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করেন। বিশেষ করে প্রতি রোববার ঐতিহ্যবাহী কাইকারটেক হাট থেকে আসবাবপত্র ও মালামাল কিনে ফেরার পথে মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। যদিও সোনারগাঁ সরকারি কলেজের সামনে দিয়ে বিকল্প সড়ক রয়েছে, তবে সেটিরও বেহাল দশা। অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে সেখানে নিয়মিত যানজট দেখা দিচ্ছে। এতে ভোগান্তি বাড়ছে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের। মনাইকান্দি গ্রামের বাসিন্দা রহমত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, গত দুই বছর ধরে রাস্তাটি ভাঙা অবস্থায় পড়ে আছে। প্রতিদিনই শিক্ষার্থী ও সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন। ইতিমধ্যে অনেক অটোরিকশা গর্তে পড়ে হাত-পা ভেঙে আহত হয়েছেন। সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী আশিকুর রহমান জানান, রাস্তাটি অনেকদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। কলেজে যেতে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। অনেক সময় অটোরিকশা গর্তে পড়ে দুর্ঘটনায় আহত হচ্ছে সাধারণ মানুষ। শম্ভুপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাবেদ আলী বলেন, প্রায় পাঁচ মাস আগে উপজেলা প্রকৌশল কার্যালয়ের (ওয়ান পারসেন্ট) বরাদ্দকৃত ২ লাখ টাকা দিয়ে বাঁশ বসিয়ে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছিল। কিন্তু বর্ষার কারণে কালভার্টের নিচ দিয়ে প্রবল স্রোত বয়ে যাওয়ায় পুনরায় ভেঙে গেছে। বর্ষা কমে গেলে কালভার্ট ভেঙে নিচ দিয়ে পানি চলাচলের জন্য পাইপ বসিয়ে নতুন করে মেরামত করা হবে। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সোনারগাঁ উপজেলা প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী বলেন, চৌধুরীগাঁও থেকে মনাইকান্দি সড়কের মাঝামাঝি কালভার্টের অংশবিশেষ ও পাশের রাস্তা ভেঙে গেছে। সরকারি অর্থায়নে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য এ সড়ককে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। পুরোনো কালভার্ট ভেঙে নতুন করে একটি সেতু নির্মাণের প্রস্তাব সদর দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯