আজ বৃহস্পতিবার | ২১ আগস্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ২৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৪৫
শিরোনাম:
ভারতে বসে চলছে আ’লীগের ষড়যন্ত্র!    ♦     রেজা-গালিব ও কামাল মোল্লাকে আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার    ♦     বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজনৈতিক দলগুলি    ♦     সোনারগাঁয়ে সড়ক ও কালভার্টে ভাঙনে ভোগান্তিতে ৩০ গ্রামের মানুষ    ♦     মিথুন ও রাব্বির মাদকের বিরুদ্ধে সোচ্চার সামজিক মাধ্যম    ♦     দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে থাপ্পড়    ♦     ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে মারধর    ♦     স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি    ♦     ফতুল্লার দাপা ও ষ্টেশন এলাকায় মামা-ভাগিনার মাদক ব্যবসা!    ♦     সড়ক দুর্ঘটনা শূন্যে নামাতে নারায়ণগঞ্জে পেশাদার চালকদের বিশেষ প্রশিক্ষণ    ♦    

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজনৈতিক দলগুলি

ডান্ডিবার্তা | ২১ আগস্ট, ২০২৫ | ১১:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি কড়া প্রতিবাদ জানিয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে বাস মালিক সমিতির সাথে আয়োজিত সভায় বাস ভাড়া বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের সমন্বয়ক ও সদ্য সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এক বার্তায় খোরশেদ বলেন, জ্বালানি মূল্য স্থিতিশীল থাকা সত্ত্বেও, বাস ভাড়া অযথা বৃদ্ধি করায় নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হবে। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা ও নিম্ন-আয়ের মানুষজনের ওপর দুর্দান্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে, যেহেতু তারা পড়াশোনা ও কর্মস্থল পর্যন্ত পৌঁছাতে প্রতিনিয়ত এই পরিসরে ভ্রমণ করেন। অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা হোক। ভাড়া নির্ধারণ প্রক্রিয়ায় যাত্রীদের অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করা হোক এবং গণপরিবহনে ভাড়া নির্ধারণে অর্থনৈতিক ক্ষমতা, সামাজিক প্রভাব ও পরিবহণ খাতের স্ট্যান্ডার্ড বিবেচনায় নেয়া হোক। আমি আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সংক্রান্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং বাস ভাড়ার বর্তমান ন্যায্য ও যুক্তিসংগত সীমা পুনরায় অনুসন্ধান ও প্রণয়ন করবে। এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব-বন্ধন পরিবহনে বাস ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে গণসংহতি আন্দোলন। গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন ও নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তরিকুল সুজন বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে গত বছরের ৭ নভেম্বর দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়। অথচ আজ জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাস মালিকদের দাবির প্রেক্ষিতে ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। তিনি বলেন, “আমরা পূর্বেই সরকারি বিধি ও দূরত্ব-ইউনিটের হিসাব তুলে ধরে ৪৫ টাকা ভাড়া যৌক্তিক দাবি করেছিলাম। কিন্তু সমঝোতার ভিত্তিতে ৫০ টাকা ভাড়া মেনে নেই। এখন বাস মালিকরা অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধির দাবি তুলেছে এবং প্রশাসন সে সিদ্ধান্ত মেনে নিয়েছে, যা গ্রহণযোগ্য নয়।” তিনি আরও প্রশ্ন তোলেন, “৫২ সিটের বাসকে কেন ৪৫ সিট করা হলো? জনস্বার্থের কথা বলে কেন অতিরিক্ত ভাড়ার চাপ সাধারণ যাত্রীদের বহন করতে হবে?” অঞ্জন দাস বলেন, “অতীতে ফ্যাসিবাদি সময়ে বাস মালিকদের ওসমান বলয়ে চাঁদা দিতে হতো। কিন্তু অভ্যুত্থানের পর সেখান থেকে মুক্তি মিলেছে। গত এক বছরে জ্বালানির দামও বাড়েনি। তাই এই সময়ে ভাড়া বৃদ্ধি অযৌক্তিক। বাস কত সিটে নিবন্ধিত ও চলবে তা পরিবহন কাঠামো নির্ধারণ করবে, মালিকের ইচ্ছায় সিট কমানো বা বাড়ানো যাবে না। মালিকের মনমর্জির সিদ্ধান্ত যাত্রীদের ওপর চাপানো অন্যায্য ও গণবিরোধী। এছাড়া বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহা জেলা কার্যালয়ে এক যৌথ বিবৃতিতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন-উৎসব বাসে ৫ টাকা ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অযৌক্তিক এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। বিবৃতিতে জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “জনগনকে যাতায়াতের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে পরিবহন মালিকদের সিন্ডিকেট যে অযৌক্তিক ভাড়া আদায় করছে, তা সমাজের ন্যায্যতার পরিপন্থী। নাগরিকদের দৈনন্দিন জীবনের ব্যয় বাড়িয়ে, সাধারণ মানুষকে আর্থিক চাপের মুখে ফেলা মোটেও গ্রহণযোগ্য নয়। জেলা প্রশাসকের আহবানে অনুষ্ঠিত সভায় বাস মালিকেরা জানায় তারা ৫২ সিটের গাড়িকে ৪৫ সিটের করেছে। নিজস্ব সিদ্ধান্তে কমানো ৭ সিটের ভাড়া উত্তোলনের জন্য তারা ভাড়া বৃদ্ধির দাবি জানায়। যা নিতান্তই অযৌক্তিক উত্থাপন। বাসের সিট সংখ্যা কত হবে তা নির্ধারণ হবে রাস্তা-দুরুত্ব ও পরিবহনের কাঠামো নীতির ভিত্তিতে। কিন্তু আমরা দেখলাম, বাস মালিকরা রীতিমত নিজস্ব সিদ্ধান্তে তাদের বাসের সিট সংখ্যা পরিবর্তন করছে এমনকি সেই সিদ্ধান্তের অর্থনৈতিক বোঝাটুকুও আবার যাত্রীর উপরই তারা চাপিয়ে দিতে চাইছে। ছাত্র ফেডারেশন এমন মনমর্জির ভিত্তিতে নেয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। আমরা মনে করি, যেখানে জ্বালানী মূল্য বৃদ্ধি পায়নি, দুরুত্বের পরিমাপের বদল হয়নি সেখানে ৫টাকা ভাড়া বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। এমনকি স্লট অনুযায়ি বিন্যাসকৃত ভাড়ার সাথে সমন্বয় করেও বাস ভাড়া অপরিবর্তনীয় রাখা সম্ভব। ছাত্রনেতা সৃজয় সাহা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের বদলের দাবি জানিয়ে বলেন, “বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক এবং গণবিরোধী। আমরা দেখেছি আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাফপাসের সিদ্ধান্ত নেয়া হলেও তার কার্যকর রুপ দেখা যায়নি। বরং হাফপাসের জন্য নানান সময় শিক্ষার্থীদের হয়রানির খব্র অহরহই মেলে। আমরা এ থেকে পরিত্রান চাই।’ উল্লেখ্য যে, জেলা প্রশাসকের সভায় শিক্ষার্থীদের নি:শর্ত (অর্থাৎ, সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টা) হাফপাস নিশ্চিত করা হয়। নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের কাছে আহবান জানাই, আপনারা নিজস্ব প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র ব্যবহার করবেন এবং নির্ধারিত মূল্যের অর্ধেক অর্থাৎ ২৮ টাকা ভাড়া প্রদান করবেন। এক্ষেত্রে পরিবহন কর্তৃপক্ষ কোনোপ্রকার হয়রানি করলে তাৎক্ষনিক তা প্রশাসনিক সহযোগিতা নিন। অধিকারের এই লড়াইয়ে নারায়ণগঞ্জ ছাত্র-তরুণকে সংগঠিত হবার আহবান জানাই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা