আজ বৃহস্পতিবার | ২১ আগস্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ২৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৫৫
শিরোনাম:
ভারতে বসে চলছে আ’লীগের ষড়যন্ত্র!    ♦     রেজা-গালিব ও কামাল মোল্লাকে আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার    ♦     বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজনৈতিক দলগুলি    ♦     সোনারগাঁয়ে সড়ক ও কালভার্টে ভাঙনে ভোগান্তিতে ৩০ গ্রামের মানুষ    ♦     মিথুন ও রাব্বির মাদকের বিরুদ্ধে সোচ্চার সামজিক মাধ্যম    ♦     দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে থাপ্পড়    ♦     ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে মারধর    ♦     স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি    ♦     ফতুল্লার দাপা ও ষ্টেশন এলাকায় মামা-ভাগিনার মাদক ব্যবসা!    ♦     সড়ক দুর্ঘটনা শূন্যে নামাতে নারায়ণগঞ্জে পেশাদার চালকদের বিশেষ প্রশিক্ষণ    ♦    

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বাড়লো ৫ টাকা

ডান্ডিবার্তা | ২১ আগস্ট, ২০২৫ | ১১:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া ৫০ টাকা থেকে ৫৫ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রায় আড়াই ঘণ্টা ধরে মালিক, শ্রমিক ও অন্যান্য পক্ষের তর্ক-বিতর্কের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। সভায় মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “মালিক ও শ্রমিক পক্ষ একটি অভিযোগ তুলেছে যে গাড়ি চালানোর ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্নজনকে চাঁদা দিতে হতো। সেই আলোচনার ভিত্তিতে ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। এখন যেহেতু চাঁদার বিষয়টি নেই, সেই ছাড় মালিকদের দিতে হবে।” প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, “বাস মালিকরা কখনো চাঁদা দেয়নি। মিডিয়াতে কাজ করার কারণে আমরা বিষয়গুলো খুঁজি। মালিক সমিতিগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ দ্বারা নিয়ন্ত্রিত। সরকার পরিবর্তনের পরও এটি প্রভাবিত। বর্তমানে কেউ চাঁদা দিচ্ছে না, অথচ ভাড়া বাড়ানো হচ্ছে।” জেলা বাসদ কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব বলেন, “এসি বাসের ভাড়া ৭০ টাকা এবং নন-এসি ৫০ টাকা নির্ধারিত। মালিকরা বিভিন্ন সিট সংখ্যার বাস চালাচ্ছে, কিন্তু অধিকাংশ সময় সিট পূর্ণ হয় এবং ইঞ্জিনের ওপরও যাত্রী বসে। বাসে সিট সংখ্যা বাড়ানো বা কমানো শুধুমাত্র মালিকপক্ষের ইচ্ছায় হওয়া উচিত নয়।” বাস মালিক সমিতির সভাপতি রওশন আলী সরকার বলেন, “আমার গাড়িতে ৫২ সিট থাকলেও যাত্রীদের সুবিধার জন্য ৪৫ সিট হিসাব করেছি। বিআরটি অনুযায়ী সঠিক ভাড়া ৫১ সিটের হিসেবে দেওয়া হয়েছে।” রফিউর রাব্বি উল্লেখ করেন, “গতবারের আলোচনায় বলা হয়েছিল, চাঁদা বন্ধ করলে বাস ভাড়া বাড়ানোর প্রয়োজন হবে না। তবে এখন চাঁদা দেওয়ার প্রয়োজন নেই, সুতরাং ভাড়া কমানো উচিত।” সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বাস ভাড়া স্থানীয় মানুষের সুবিধার দিক বিবেচনা করে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যারা চড়বে, তারাও এখানকার মানুষ। উভয়পক্ষের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” উল্লেখ, গত বছরের ১৬ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া ৫ টাকা কমিয়ে ৫০ টাকা করা হয়েছিল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা