
ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া ৫০ টাকা থেকে ৫৫ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রায় আড়াই ঘণ্টা ধরে মালিক, শ্রমিক ও অন্যান্য পক্ষের তর্ক-বিতর্কের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। সভায় মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “মালিক ও শ্রমিক পক্ষ একটি অভিযোগ তুলেছে যে গাড়ি চালানোর ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্নজনকে চাঁদা দিতে হতো। সেই আলোচনার ভিত্তিতে ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। এখন যেহেতু চাঁদার বিষয়টি নেই, সেই ছাড় মালিকদের দিতে হবে।” প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, “বাস মালিকরা কখনো চাঁদা দেয়নি। মিডিয়াতে কাজ করার কারণে আমরা বিষয়গুলো খুঁজি। মালিক সমিতিগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ দ্বারা নিয়ন্ত্রিত। সরকার পরিবর্তনের পরও এটি প্রভাবিত। বর্তমানে কেউ চাঁদা দিচ্ছে না, অথচ ভাড়া বাড়ানো হচ্ছে।” জেলা বাসদ কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব বলেন, “এসি বাসের ভাড়া ৭০ টাকা এবং নন-এসি ৫০ টাকা নির্ধারিত। মালিকরা বিভিন্ন সিট সংখ্যার বাস চালাচ্ছে, কিন্তু অধিকাংশ সময় সিট পূর্ণ হয় এবং ইঞ্জিনের ওপরও যাত্রী বসে। বাসে সিট সংখ্যা বাড়ানো বা কমানো শুধুমাত্র মালিকপক্ষের ইচ্ছায় হওয়া উচিত নয়।” বাস মালিক সমিতির সভাপতি রওশন আলী সরকার বলেন, “আমার গাড়িতে ৫২ সিট থাকলেও যাত্রীদের সুবিধার জন্য ৪৫ সিট হিসাব করেছি। বিআরটি অনুযায়ী সঠিক ভাড়া ৫১ সিটের হিসেবে দেওয়া হয়েছে।” রফিউর রাব্বি উল্লেখ করেন, “গতবারের আলোচনায় বলা হয়েছিল, চাঁদা বন্ধ করলে বাস ভাড়া বাড়ানোর প্রয়োজন হবে না। তবে এখন চাঁদা দেওয়ার প্রয়োজন নেই, সুতরাং ভাড়া কমানো উচিত।” সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বাস ভাড়া স্থানীয় মানুষের সুবিধার দিক বিবেচনা করে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যারা চড়বে, তারাও এখানকার মানুষ। উভয়পক্ষের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” উল্লেখ, গত বছরের ১৬ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া ৫ টাকা কমিয়ে ৫০ টাকা করা হয়েছিল।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯