
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের নিয়মিত অভিযানে চুনো পুটি মাদক কারবারিরা ধরা পড়লেও চিহ্নিত রাঘব-বোয়াল মাদক কারবারিরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। এ সুযোগে ইয়াবা, হেরোইন, গাঁজা ও ফেন্সিডিলসহ নানা ধরনের মাদক পাড়া-মহল্লায় সহজলভ্য হয়ে পড়েছে। ফলে ঘনবসতিপূর্ণ এই এলাকায় ভয়াবহ আকার ধারণ করছে মাদক ব্যবসা। এলাকাবাসীর অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার করছে একাধিক মামলার আসামি ইলিয়াস ওরফে ডাকাত ইলিয়াস, মিজমিজি তালতলা ক্লাব এলাকার ফেন্সিডিল বিক্রেতা রাব্বী ও ইয়াবা বিক্রেতা বেলায়েতসহ আরও অনেকে। এসব চক্র নিজেরা আড়ালে থেকে কিশোর-তরুণদের বাহিনী তৈরি করে। ফোনে অর্ডার পেলেই তাদের বাহিনী অভিনব কৌশলে গ্রাহকের কাছে মাদক পৌঁছে দেয়। অনুসন্ধানে জানা যায়, মিজমিজি তালতলা ক্লাব এলাকার মতি মিয়ার ছেলে রাব্বী ২০১৬ সালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হাতে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। কিছুদিন চুপ থেকে পরে একটি গার্মেন্টসে চাকরি নিলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় চাকরির আড়ালে আবারও জমজমাটভাবে ফেন্সিডিলের কারবার করছেন। তার হয়ে সাগর, ছোট রাব্বীসহ আরও কয়েকজন যুবক মাঠপর্যায়ে কাজ করছে। বিশেষ করে নাসিক ১নং ওয়ার্ড এলাকায় অপরাধীদের তৎপরতায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, কিছু প্রভাবশালী নামধারী ‘বড় ভাই’ এসব অপরাধীদের নিয়ন্ত্রণ করছে। তাদের প্রশ্রয়ে কিশোররা জড়িয়ে পড়ছে মাদক ও অপরাধে; একদিকে জেল খাটছে, অন্যদিকে অশান্ত হয়ে উঠছে এলাকার পরিবেশ। সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকের পাশাপাশি ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতাও বাড়ছে দিন দিন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিতভাবে চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ইতোমধ্যে ছোট-বড় অনেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। চিহ্নিত রাঘব-বোয়াল মাদক কারবারিদের বিরুদ্ধেও অচিরেই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। মাদকের জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯