
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের পরিবহন সেক্টর একটি অঘোষিত মাফিয়া চক্রের হাতে জিম্মিছিল। দীর্ঘ ১৬টি বছর ওসমানীদের নারায়ণগঞ্জের পরিবহন সেক্টরটি দখলে ছিল। ওসমানী চক্র পরিবহণ সেক্টটি দখল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। নারায়ণগঞ্জ থেকে ঢাকার যে টুকু দুরত্ব তার ভাড়া এত হতে পারে না। এ ওসমনী চক্র বার বার ভাড়া বাড়িয়ে যাত্রীদের গলা কেটে ওসমানী মাফিয়া তাদের পকেট ভরেছে। স্বৈরাচারী আওয়ামীলীগের পতনের পর সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ থেকেও ওসমানী দোসররা পালিয়ে যায়। কিন্তু পরিবহন সেক্টর যেন জিম্মি দশা থেকে মুক্ত হতে পারেনি। জ¦ালনী তেলের দাম কমলেও নারায়ণগঞ্জ-ঢাকা রুটের বাস ভাড়া কমেনি। দেখা গেছে তেলের দাম কমার পর অন্যান্য রুটে বাস ভাড়া কমেছে কিন্তু নারায়ণগঞ্জে কমেনি। বরং সম্প্রতি একটি চক্র বাস ভাড়া বাড়ানোর পায়তারা করে। যা নারায়ণগঞ্জবাসীর প্রতিবাদের মুখে আর বাড়াতে পারেনি। এখনো যে ভাড়া নেয়া হচ্ছে তাও অতিরিক্ত বলে অনেক যাত্রী দাবি করেছেন। দুরত্ব অনুযায়ী বাস ভাড়া অনেক বেশী। বর্তমান ৫০ টাকার চেয়ে আরো কমানো উচিৎ। এদিকে ক্ষোভ প্রকাশ করে একাধিক বাস যাত্রী অভিযোগ করে বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের পরিবহন মালিকেরা ওসমানীয়দের মত মাফিয়া হয়ে উঠতে শুরু করেছে। এ রুটে বাসের ভাড়া ৫০ থেকে ৫৫ টাকা বর্ধিতকরণের পর সকল শ্রেনিপেশার মানুষের বিরোধের মুখে জেলা প্রশাসন সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়। গত শুক্রবার জেলা প্রশাসক জানান, বর্ধিত ৫ টাকা ভাড়ার বিষয়টি স্থগিত করা হয়েছে। ফলে ৫০ টাকা করেই ভাড়া আদায় করা হবে। কিন্তু ৫ টাকা বাড়ানোর পেছনে যে চক্র কাজ করেছে তারা বসে নেই। নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। পরিবহন মালিকদের কয়েকজন জানান, ইতিমধ্যে তাদের অভ্যন্তরীণ বৈঠকে আগামীতে ধর্মঘট সহ অরাজকতার পাঁয়তারার প্রস্তুতি নেয়া হয়েছে। যে কোন সময়ে সরকারী খোলার দিন বাস বন্ধ করে ধর্মঘট পালন ও শ্রমিকদের রাস্তায় লেলিয়ে দেওয়া হবে। এরই মধ্যে ভাড়া বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সংবাদ সম্মেলনে জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার উল্টো কথা বলেন। তিনি দাবী করেন, ভাড়া আসে ৬১ টাকা ৩৬ পয়সা। কিন্তু ২০ আগস্ট জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় ভাড়া কমিয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হয় যা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। গত ২২ আগস্ট জেলা প্রশাসক কোন পূর্ব নোটিশ ছাড়াই বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত স্থগিত করেন। জেলা প্রশাসক পুনরায় সভার মাধ্যমে ন্যায্য ভাড়া নির্ধারণ করবেন বলে আমরা আশা করছি। গত ২০ আগস্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আরটিসির মিটিং এ বাসের ভাড়া বৃদ্ধির দাবী জানায়। সেই দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ৫৫ টাকা ভাড়া নির্ধারণ করে দেয়। পরদিন সকাল থেকে নতুন ভাড়া কার্যকর করতে শুরু করেছে বাস মালিকেরা। একই সাথে শহরজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়। আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। একই সাথে নিন্দা জানিয়েছে বিএনপি, এনসিপি, গণসংহতি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন শ্রেনী পেশার নেতারা। এ চাপের কাছে নতি শিকার করে জেলা প্রশাসন বর্ধিত বাস ভাড়া সিদ্ধান্ত স্থগীত করেন। বাস মালিকদের একটি সূত্র জানায়, ৫০ টাকা বাস ভাড়ায় বেশ ভালোভাবেই চলছিলো সবকিছু। তবে নতুন নতুন নেতাদের আর্থিক সুবিধা পূরণের জন্য বাস মালিক সংগঠনের তরফ থেকে প্রস্তাব দেয়া হয় ভাড়া বৃদ্ধির জন্য। পরিকল্পনা অনুযায়ী বেশ কয়েকটি স্থানে মোটা অংকের অর্থের বিনিময়ে হাত করা হয় কয়েকজনকে যারা বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে পক্ষপাতিত্ব করবেন বা অল্পবিস্তর সমালোচনা করে বিষয়টি হালকা করে দিবেন। পরিকল্পনা অনুযায়ী ৫৫ টাকা ভাড়া নির্ধারণ করতে সক্ষম হলেও তীব্র প্রতিক্রিয়া তৈরী হয় শহরজুড়ে। এমন অবস্থায় বাসের ভাড়া আরও বেশী বৃদ্ধি করার দাবী জানিয়ে পাল্টাপাল্টি দাবীর মুখে চলমান আন্দোলন বাধাগ্রস্ত করার পরিকল্পনা শুরু হয়েছে। যার ফলে আন্দোলনকারীদের মনে হতে পারে, ৬১ টাকার বদলে ৫৫ টাকা ভাড়া থাকলেই তাদের জন্য উত্তম। বাসের বাড়তি ভাড়ার বিপক্ষে থাকা রাজনৈতিক নেতারা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকার এভাবেই ১৫ টাকা দাম বৃদ্ধি করে পরে ৫ টাকা কমিয়ে সমালোচনা থামিয়ে দিত। একই প্রক্রিয়া অবলম্বন করছে পরিবহন মাফিয়া চক্র। চলমান ৫ টাকা বৃদ্ধি নিয়ে যখন তীব্র সমালোচনা। তখন নাটকের পট পরিবর্তনের জন্য সামনে আনা হচ্ছে ৬১ টাকা বাস ভাড়ার দাবী। যেন ৫৫ টাকাতেই সন্তুষ্ট থাকতে বাধ্য হন সবাই। সংঘবদ্ধ এই চক্র ভেঙ্গে না দেয়া পর্যন্ত নারায়ণগঞ্জবাসীর মুক্তি হবে না। এমন দাবি নারায়ণগঞ্জবাসীর। অনেকে বলেন, ওসমানীয় চাঁদাবাজরা চলে গেলেও নতুন করে আবার পরিবহন সেক্টরে চাঁদাবাজির নয়া সিন্ডিকেট তৈরী হচ্ছে। আর এ বাড়তি টাকা কতিপয় নেতা নামক চাঁদাবাজদের পকেটে যাওয়ার পথ বের করার ষড়যন্ত্র চলছে। এতে করে নারায়ণগঞ্জের পরিবহন সেক্টর এখনো মাফিয়া চক্রের হাতে বন্ধি রয়েছে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯