আজ বৃহস্পতিবার | ২৮ আগস্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২ | ৪ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১:৩৩

বন্দরে কথা সাহিত্যিক আলী এহসান আর নেই

ডান্ডিবার্তা | ২৭ আগস্ট, ২০২৫ | ১১:২০ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কথা সাহিত্যিক আলী এহসান ওরফে পিয়ার আলী মাষ্টার(৭৭) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…..রাজিউন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং নয়ানগরস্থ তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ছেলে,১মেয়ে ও নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। পাশাপাশি গল্প,কবিতা ও উপন্যাস লেখালেখি করতেন। তার লেখা একাধিক গ্রন্থ বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। তিনি বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যও ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় জিওধরা আদমপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে নারায়ণগঞ্জ জেলা কমিউনিষ্ট পার্টির পক্ষ থেকে গুণী এই লেখকের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির বন্দর উপজেলা কমিটি। তার কফিনে তাকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক শিশু সাহিত্যিক ও ছড়াকার সাব্বির আহমেদ সেন্টু, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সহ-সভাপতি মোঃ ওবায়েদ উল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিয়ার জাহান কমল, মোঃ বশির খান, সংগঠক মাইনুদ্দিন মানিক, কবি নাসিম আফজাল,কবি রইস মুকুল, আনোয়ার হাসান মাষ্টার, আব্দুল রব লাবু, সহকারি শিক্ষক নূর জাহিদ বাদল প্রমুখ। পরিশেষে তাকে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা